X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

লুটপাটের টাকা সুইস ব্যাংকে পাচার করেছেন ক্ষমতাসীনরা: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০১৭, ১৬:৪৫আপডেট : ৩০ জুন ২০১৭, ১৮:৩৭

 

রুহুল কবির রিজভী (ফাইল ছবি: সংগৃহীত)

টাকা পাচারের সঙ্গে ক্ষমতাসীন দলের সদস্যরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা জমানোর বিষয়ে তিনি বলেন, ‘দুর্নীতি আর লুটপাটের টাকা সুইসব্যাংকে পাচার করেছেন ক্ষমতাসীনরা। গতকাল অর্থমন্ত্রী সংসদে যে বলেছেন ব্যাংকিং খাত অত্যন্ত নাজুক। লালবাতি জ্বলার উপক্রম হয়েছে। সে ব্যাংক লুটের টাকাই সুইস ব্যাংকে পাচার হয়েছে বলে সবাই বিশ্বাস করে। টাকা পাচারের পেছনে ক্ষমতাসীন দলের শীর্ষ পর্যায়ের লোকেরা জড়িত। তা না হলে অর্থমন্ত্রী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অসহায়ের ভূমিকায় অবতীর্ণ হতেন না।’ শুক্রবার নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ‘সত্যিকার অর্থে সরকারের শীর্ষ পর্যায় থেকে অর্থ পাচার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে।’ সুশাসনের অভাবে বিনিয়োগ পরিবেশের ঘাটতি ও আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতার কারণে দেশ থেকে বিদেশে অর্থ নিয়ে যাওয়ার প্রবণতা আরও বাড়ছে বলেও তিনি অভিযোগ করেন।

সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘আওয়ামী লীগ ভুয়া ও অবাঞ্চিত তথ্যদাতা ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনের কন্ট্রিবিউশন হচ্ছে অপকর্ম করা আর তা ঢাকতে অপপ্রচার চালানো।’  

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সমালোচনা করতে গিয়ে রিজভী বলেন, ‘গতকাল তিনি বলেছেন, ঈদে সড়কে ৪০ জন লোকের প্রাণহানি ঘটেছে। তিনি যে ডাহা মিথ্যা বলেন, এর উৎকৃষ্ট উদাহারণ হলো দেশের সড়ক মহাসড়কগুলোতে এখন মৃত্যুর মিছিল চলছে। ঈদের আগে-পরে মিলিয়ে এখন পর্যন্ত ১২৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।’

রুহুল কবির রিজভী বলেন, ‘শুধু গতকাল একই পরিবারের ৫জনসহ সড়কে প্রাণ হারিয়েছেন ২৪জন। আজও বেশ কয়েকটি জায়গায় প্রাণহানির ঘটনা ঘটেছে। আর ঈদে বাড়ি ফেরা মানুষের দুর্ভোগের তো কোনও সীমা ছিল না।’  তিনি বলেন, ‘ঢাকা-টাঙ্গাইল-উত্তরবঙ্গ, ঢাকা -চট্টগ্রাম, ঢাকা-আরিচা-খুলনা-যশোর সড়কে ঘরমুখী মানুষকে দিরে পর দিন রাস্তায় থেকে অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। আসলে সারাদেশে সড়কের খানাখন্দ আর বেহাল দশায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুধু প্রধানমন্ত্রীকে খুশি রাখতে অকপটে মিথ্যার বুলি আউড়িয়েছেন। এর সঙ্গে সত্যের লেশমাত্রই ছিল না।’

চারদিক থেকে ব্যর্থতার অভিযোগে সড়কমন্ত্রী উদ্ভ্রান্ত হয়ে পড়েছেন উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, ‘আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্যরাও ঈদে তীব্র যানজট ও ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির জন্য মন্ত্রীর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ করেছেন।’ তিনি অভিযোগ করেন, ‘সড়ক পরিবহনে অব্যবস্থাপনা, আইন অমান্যের ধারবাহিক পরিস্থিতিতে ঈদের প্রাক্কালে মানুষের যাতায়াতে বিপজ্জনক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। যার কারণে সড়ক দুর্ঘটনা এবার ভয়াবহ রূপ ধারণ করে। ঈদের আনন্দ কারবালার মাতমে পরিণত হয়।’

 

/এসটিএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
ইউরোপা লিগ থেকে বিদায়ের ভালো দিক দেখছেন লিভারপুল কোচ
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীদের নিতে জাহাজ আসবে এ সপ্তাহেই
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন