X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

ফরহাদ মজহারকে অপহরণের পেছনে সরকারই জড়িত: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৭, ১৮:২৩আপডেট : ০৪ জুলাই ২০১৭, ১৮:২৭

রুহুল কবীর রিজভী কবি, সাহিত্যিক ফরহাদ মজহারকে অপহরণের পেছনে সরকারই জড়িত বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেন, ‘কোরবানি ঈদের জন্য সরকার নাটক-সিনেমা তৈরি করছে, যার পরিচালক ও প্রযোজক সরকার নিজেই। তারই অংশ হিসেবে ফরহাদ মজহারকে অপহরণের পর যখন দেখেছে দেশের মানুষ জেগে উঠছে, তখনই আবার ছেড়ে দিয়েছে।’
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের (ঢাকা মহানগর দক্ষিণ) কর্মী সভায় তিনি এ মন্তব্য করেন।
ফরহাদ মজহারকে হেনস্থা করা নিয়ে রিজভী বলেন, ‘এটি কিছু নয়, এটি একটি মেসেজ। বিএনপিকে ধ্বংস করার পরিকল্পনা। যারা বিএনপিকে নিয়ে কথা বলে, সরকারের বিরুদ্ধে কথা বলে, তাদেরকে হুঁশিয়ার করছে সরকার- কেউ যদি এমন করো, তোমাদের অবস্থাও ফরহাদ মজহারের মতো হবে। এসব করে সরকার বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে চায়।’
এসময় তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না। বিএনপি নির্বাচনে যাবে তবে সে নির্বাচন শেখ হাসিনার অধীনের নির্বাচনে নয়, সহায়ক সরকারের অধীনে।’
আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আঙুল তুলে বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের কর্তৃত্বে ও নেতৃত্বে কিভাবে মানুষকে গুম, খুন, হত্যা করছে, তার পরেও পুলিশের কথা বিশ্বাস করতে হবে? সরকারের কথায় পুলিশ নাটক করে আমরা নয়।’ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্রশ্ন তুলে রিজভী বলেন, ‘আমাদের নেতাকর্মীদের নিয়ে গিয়ে হত্যা করা কি নাটক?’

ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল প্রমুখ।

/এসটিএস/ এপিএইচ/

আরও পড়ুন: 

ফরহাদ মজহারকে অপহরণ মামলার এজাহারে যা আছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
স্থায়ী সংঘাতে পরিণত হচ্ছে ইরান-ইসরায়েল উত্তেজনা: তুরস্ক
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
প্রাণ জুড়াবে কাঁচা আমের শরবত
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
কামালের ২৯ বছরের রেকর্ড ভাঙতে পারলেন না সবুজ!
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!