X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

খা‌লেদা জিয়ার লন্ডন সফর, নির্বাচন নিয়ে কোনও সিদ্ধান্ত হচ্ছে!

মুন‌জের আহমদ চৌধুরী, লন্ডন
০৪ জুলাই ২০১৭, ২১:৪৬আপডেট : ০৪ জুলাই ২০১৭, ২১:৫৬

 

খালেদা জিয়া ‌‌

চি‌কিৎসা ও প‌রিবা‌রের সদস্যদের সঙ্গে সময় কাটা‌তে চল‌তি মাসের শেষ দিকে লন্ড‌নে আসছেন বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়া। বিএন‌পির আন্তর্জা‌তিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য কমি‌টির সা‌বেক সভাপ‌তি মা‌হিদুর রহমান মঙ্গলবার (৪ জুলাই) এ কথা জানিয়েছেন।  দলীয় সূত্র বলছে, খালেদা জিয়ার এই সফরে আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহণ, প্রার্থী মনোনয়ন ও দলের সাংগঠনিক বিষয়ে মা-ছে‌লে সিদ্ধান্ত নিতে পারেন বলে লন্ডন বিএনপির নেতারা ধারণা করছেন।

মা‌হিদুর রহমান বলেন, ‘চল‌তি মা‌সের ১৭ বা ১৮ তা‌রি‌খে ম্যাডা‌মের লন্ড‌নে আসার প‌রিকল্পনা ছিল। কিন্তু ২০ তা‌রি‌খে এক‌টি মামলার দিন ধার্য থাকায় তার আসার তা‌রিখ পি‌ছি‌য়ে‌ছে। ত‌বে, বড় কোনও ইস্যুর কার‌ণে সিদ্বান্ত না পাল্টা‌লে চল‌তি মা‌সের শেষ দিকে ম্যাডাম আসবেন।’

ঢাকায় বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খালেদা জিয়ার লন্ডনের যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে দিনক্ষণ চূড়ান্ত হয়নি। দিনক্ষণ চূড়ান্ত হতে আরও কিছু সময় লাগবে।’

জানা গে‌ছে, লন্ড‌নে খালেদা জিয়া বেশ ক‌য়েক সপ্তাহ থাক‌তে পা‌রেন। এখান থে‌কে তিনি ওমরাহ ক‌রে দে‌শে ফিরবেন।

এক‌টি সূত্র জানায়, মামলার তাড়া না থাক‌লে অন্তত মাস খা‌নেক লন্ড‌নে থাক‌বেন খা‌লেদা।  লন্ড‌নের কিংসস্টনে ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকেন বড় ছে‌লে তারেক রহমান। লন্ডনে আসলে এখা‌নে বে‌শিরভাগ সময় কাটান খালেদা জিয়ার। নিয়‌মিত স্বাস্থ্য পরীক্ষা করাবেন তিনি। গতবা‌রের ম‌তো খা‌লেদার ছোট ছে‌লের পরিবার লন্ডনে আসার সম্ভাবনা আছে।

এর আগের বার খালেদা জিয়ার লন্ডনে সফরের পরই দলীয় রাজনী‌তির সং‌বেদনশীল বি‌ভিন্ন বিষ‌য়ে  চূড়ান্ত সিদ্বান্ত আসে। এর মধ্যে দ‌লের সহ‌যোগী সংগঠনগু‌লোর শীর্ষ প‌দে প‌রিবর্তন আসে। এবারও আগামী নির্বাচন ও দ‌লের অংশগ্রহণ আর প্রার্থিতার প্রশ্নে মা-ছে‌লে সিদ্বান্ত নে‌বেন বলে ধারণা করা হচ্ছে।

লন্ড‌নে খালেদা জিয়ার সফরকা‌লে ব্রি‌টে‌নে এবার কোনও কূট‌নৈ‌তিক বৈঠ‌কের প‌রিকল্পনা আছে আছে কিনা তা নি‌শ্চিত হওয়া যায়নি।

‌বিএন‌পির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ‌দিন ধ‌রে লন্ড‌নে আছেন। তবে তিনি সাধারণত কারও সঙ্গে দেখা দেন না। তবে তার মায়ের লন্ডন সফরকা‌লে তিনি প্রবাসী নেতাকর্মী‌দের সঙ্গে সাক্ষাৎ করেন। খা‌লেদা জিয়া সঙ্গে  বি‌এন‌পির একাধিক নেতাও লন্ডনে আসবেন।

‌এদি‌কে, চলতি মাসে যুক্তরাজ্য বিএন‌পির নতুন ক‌মি‌টি ঘোষণার অপেক্ষায় আছেন নেতাকর্মীরা। খা‌লেদা জিয়া আসার খব‌রে সে প্রক্রিয়াও পি‌ছি‌য়ে গে‌ছে।

যুক্তরাজ্য বিএন‌পির সভাপ‌তি এম এ মা‌লেক জানান, খালেদা জিয়া আস‌ছেন এ মা‌সে। সফরসূচি চূড়ান্ত হ‌লে তা‌রিখ জানা‌তে পারবো।

/এসটিএস/এসটি/

আরও পড়ুন: 

গ্রেফতার হওয়া বাংলাদেশিদের সুযোগ দিতে মালয়েশিয়ার সঙ্গে যোগাযোগ করছে সরকার

সম্পর্কিত
সর্বশেষ খবর
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া