X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

গোটা দেশ এখন খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী দেখতে চায়: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৭, ১৫:০২আপডেট : ০৯ জুলাই ২০১৭, ১৫:০২

বাংলাদেশের মানুষ এখন বিএনপিকে ক্ষমতায় এবং খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়, বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার দুপুরে রাজধানীর ভাসানী ভবনে নগর বিএনপির (দক্ষিণ) উদ্যোগে সদস্য সংগ্রহ কার্যক্রম-২০১৭ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) প্রধান অতিথির বক্তব্যে ফখরুল বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। এই সরকার মানুষের জীবনকে দুঃসহ করে তুলছে। এদের সরিয়ে দেশের মানুষ অতীতে যারা মানুষের আস্থা অর্জন করেছিল সেই বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে দেখতে চায়। খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চায়।’

বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সিটি করপোরেশনের মেয়রদের বরখাস্ত প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘সরকার নির্বাচিত কোনও মেয়রকে দায়িত্ব পালন করতে দিচ্ছে না। মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রাখছে। তবে এতে একটা কথা প্রমাণ করে এই অবৈধ সরকার (আওয়ামী লীগ) অনির্বাচিতভাবে ক্ষমতায় এসেছে বলেই নির্বাচিত মানুষদের ভয় পায় এবং যেহেতু বিএনপির সব মেয়ররা নির্বাচিত তাই তাদেরকে (মেয়র) তারা ক্ষমতায় দেখতে চায় না।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের চারিত্রিক বৈশিষ্ট হচ্ছে এরা একটি কর্তৃত্ববাদী, সন্ত্রাসী দল। সন্ত্রাস করেই তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। সে জন্য আজ বন্দুক-পিস্তল দিয়ে ক্ষমতায় টিকে আছে। অথচ একটি রাজনৈতিক দল রাজনৈতিক বিষয় মোকাবিলা করে রাজনৈতিকভাবে কিন্তু আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে বলে এখন মিথ্যা মামলা, হামলা করে বিরোধীদলকে দূরে রাখতে চায়।’

নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচন হতে হবে, বিএনপিও নির্বাচন চায়। তবে সেই নির্বাচনের জন্য নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে, যাতে করে সব দল নির্বাচনে অংশগ্রহণ করে এবং দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পায়। বিএনপিকে আদালতের বারান্দায় কিংবা জেলে রেখে কোনও নির্বাচন হবে না।’

দলের সদস্য সদস্য সংগ্রহ অভিযান বিষয়ে তিনি বলেন, ‘শুধুমাত্র সাংগঠনিক কার্যক্রম নয়, এটা একদিকে দলকে বিস্তার ও শক্তিশালী করবে। অন্যদিকে, আমরা গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে যে লড়াই করছি সেই সংগ্রাম-লড়াইয়ে সদস্য সংগ্রহ অভিযান একটা বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।’

এসময় ১০টাকা চাঁদা রসিদ কেটে বিএনপির সদস্য ফরম সংগ্রহ করেন আবুল হোসেন ঢালী, হাজি মো. শেখ জামাল, আকাশ বর্মণ, মমতাজ বেগম বেবী, মো.কামরুজ্জামান, পলি মিত্র প্রমুখ। আয়োজক সংগঠনের সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মহানগর বিএনপি (দক্ষিণ) নেতা শামসুল হুদা, রমেশ দত্ত, তানভীর আহমেদ রবিন। সঞ্চালনা করেন ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার।

/এসটিএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!