X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগের সাধারণ সভায় হট্টগোল: তোপের মুখে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক

ঢাবি প্রতিনিধি
১২ জুলাই ২০১৭, ২৩:৪৪আপডেট : ১৩ জুলাই ২০১৭, ০০:০৩

বাংলাদেশ ছাত্রলীগ





ছাত্রলীগের সাধারণ সভায় কেন্দ্রীয় নেতাদের তোপের মুখে পড়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। টেন্ডারবাজি, আয়েশি জীবনযাপন, দলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার সময় হলেও পরের সম্মেলনের তারিখ ঘোষণা না করাসহ নানা অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। কমিটির অন্য পদধারীদের এসব অভিযোগে নাস্তানাবুদ হয়ে দ্রুত তাদের থামিয়ে দিয়ে রক্ষা পেয়েছেন এই দুই নেতা। হই হট্টগোলে ভরা কেন্দ্রীয় ছাত্রলীগের এই সাধারণ সভা অনুষ্ঠিত হয় বুধবার রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে।

সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলা এ সভায় সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে উঠতে থাকে অভিযোগের পর অভিযোগ। এক যুগ্ম-সাধারণ সম্পাদক সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ তুললে উপস্থিত নেতারা তুমুল করতালিতে তার বক্তব্যকে স্বাগত জানান। উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

সভার নির্ধারিত এজেন্ডার বাইরেও বিভিন্ন বিষয়ে কথা বলেন নেতারা। নাম প্রকাশ না করার শর্তে সভায় উপস্থিত ছাত্রলীগের এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন,'ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্মিতব্য শেখ রাসেল টাওয়ারের নির্মাণ কাজে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাকের বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ তুলেছেন ওই যুগ্ম-সাধারণ সম্পাদক।এসময় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ অভিযোগকারীকে প্রমাণ দেখাতে বলেন।জবাবে অভিযোগকারী নেতা তার কাছে প্রমাণ আছে জানালে উপস্থিত নেতারা তাকে তুমুল করতালির মাধ্যমে স্বাগত জানান।'

সভাপতি সাধারণ সম্পাদকের বিলাসবহুল জীবনযাপন নিয়েও সভায় প্রশ্ন উঠেছে বলে জানা গেছে। সূত্র জানায়,সভাপতি-সাধারণ সম্পাদকের উদ্দেশে এক নেতা প্রশ্ন ছুড়ে দিয়েছেন-‘আপনারা যে বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন,দামি গাড়িতে চড়েন,তার খরচ কোথা থেকে আসে?’

এসময় ওই নেতাকে আর বক্তব্য দেওয়ার সুযোগ না দিয়ে বসিয়ে দেওয়ায় উপস্থিত অন্য নেতারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন।



































































আগামী ২৫ জুলাই ছাত্রলীগের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হতে চলছে।অথচ এখনও মেয়াদ বাড়ানো বা সম্মেলনের তারিখ ঘোষণা না করায় গঠনতন্ত্রের ব্যত্যয় ঘটছে বলে অভিযোগ তুলেছেন একাধিক নেতা। এর জবাবে সভাপতি ও সাধারণ সম্পাদক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বরাত দিয়ে বলেন,‘নেত্রী যা বলবেন আমরা তাই করতে প্রস্তুত আছি।নেত্রী বললে আমরা যে কোনও সময় সম্মেলনের তারিখ ঘোষণা করবো।’
এসময় প্রশ্ন তোলা নেতারা নেত্রীর ভাষ্য সরাসরি শুনতে চাইলে তারা বলেন, ‘নেত্রী তো নিজে এসে সম্মেলনের তারিখ ঘোষণা করবেন না।সংগঠন পরিচালনার জন্য নেত্রী আমাদের গঠনতন্ত্র দিয়ে দিয়েছেন।আমরা সে অনুযায়ী চলতে চাই।' 
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ দেওয়ার ক্ষেত্রে সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিশেষ অঞ্চল প্রীতির অভিযোগ এনে এর সমালোচনা করেন কয়েকজন নেতা। তারা বলেন,'যোগ্যতার বিচার না করে শুধুমাত্র নিজের এলাকার হওয়ায় অনেককে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান দেওয়া হয়েছে।এমন চলতে থাকলে ত্যাগী নেতারা রাজনীতিতে উৎসাহ হারিয়ে ফেলবেন।'
সভায় নির্ধারিত এজেন্ডাগুলোর মধ্যে ছিল কেন্দ্রীয় নেতাদের মাদকসেবন,বিবাহিতদের পদপ্রদান,আসন্ন জাতীয় নির্বাচন ও নিরক্ষরতামুক্তি অভিযান।
মাদক সেবনের অভিযোগে অভিযুক্ত নেতাদের রক্ত পরীক্ষা করে তাদের পদ থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান নেতারা। আর সরকারি চাকরিজীবী ও বিবাহিতদেরকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয় সভা থেকে।

এদিকে শান্তিপূর্ণভাবে সাধারণ সভা শেষ হয়েছে বলে দাবি করেন সাইফুর রহমান সোহাগ। তিনি বলেন,‘সাধারণ সভায় সাধারণত নেতারা জ্বালাময়ী বক্তব্য দিবেই। সব মিলিয়ে সভা সফল হয়েছে। সভায় তেমন কোন বিতর্কিত বিষয় নিয়ে আলোচনা হয়নি।'

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া