X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

আওয়ামী লীগের বিজয় ঠেকাতে মিথ্যাচার করছে বিএনপি: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ১৯:০৮আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৯:০৮

ওবায়দুল কাদের সরকার ও আওয়ামী লীগের নামে বিএনপি মিথ্যাচার করছে বলে অভিযোগ তুলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপি আওয়ামী লীগ নেতাদের নিয়ে অশালীন মন্তব্য করছে। আগামী নির্বাচনে আমাদের প্রত্যাশিত বিজয় ঠেকাতেই তাদের এই মিথ্যাচার।’ বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকালে ধানমন্ডিতে আ.লীগের সভাপতির দলীয় কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব মন্তব্য করেন সেতুমন্ত্রী।
সড়ক পরিবহন মন্ত্রীর ভাষ্য, ‘বিএনপি নেতারা সময় বুঝে ভারত প্রীতিও করে, আবার ভারত ভীতিও করে। যেহেতু নির্বাচনী হাওয়া বইছে, সেজন্য ইদানীং তাদের মধ্যে ভারত প্রীতি দেখা যাছে। ভেতরের কথা বলতে চাই না। আমাদের আস্থা হচ্ছে বাংলাদেশের জনগণ। ক্ষমতায় যাওয়ার জন্য কোনও বিদেশি শক্তির প্রতি আমরা চাতক পাখির মতো চেয়ে থাকি না।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগামী ১৫ জুলাই লন্ডন সফরে যাওয়ার কথা রয়েছে। সেখান থেকে ফিরে তিনি সহায়ক সরকারের রূপরেখা দেবেন বলে জানিয়েছে তার দল। এ প্রসঙ্গ ধরে সেতুমন্ত্রী বলেছেন, ‘তাদের ভিশন ২০৩০ ঘোষণাও শুনেছি। তার কাছ থেকে এবার সহায়ক সরকারের বিষয়েও শুনবো। সবারই সবকিছু বলার স্বাধীনতা আছে।’
এদিকে ছাত্রলীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে ২৬ জুলাই। নতুন কমিটি গঠনের জন্য নির্ধারিত সময়ে সম্মেলন হবে কিনা এমন প্রশ্নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উত্তর হলো— ‘দেশে এখন বিশেষ পরিস্থিতি (বন্যা) বিরাজ করছে। এ কারণে কার্যকমিটির সভায় অনুমোদন নিয়ে দলের জাতীয় সম্মেলনের তারিখ পেছানো হয়েছিল। এটুকু বলতে পারি, খুব বেশি বিলম্বিত হবে না। আশা করি, ছাত্রলীগের সম্মেলন কবে হবে শিগগিরই আপনারা তা জানতে পারবেন। ছাত্রলীগ আমাদের ভ্রাতৃপ্রতীম সংগঠন। সেখানে আমাদের হস্তক্ষেপ করার কী আছে? আর এটা উচিতও নয়।’

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে শাম্মী আহমেদের নাম ঘোষণা করে আ. লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সম্মেলনে কাউন্সিলরদের প্রদত্ত ক্ষমতা বলে শাম্মী আহমেদকে মনোনীত করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়া নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানকে সাংস্কৃতিক উপ-কমিটির চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।’

নতুন সদস্য সংগ্রহের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দল প্রতিনিয়ত সদস্য সংগ্রহের বিষয়ে কাজ করছে। আমরা এক্ষেত্রে প্রথমে নতুন ভোটার এবং পরে নারী ভোটারদের ওপর ফোকাস রাখছি।’

বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে আরও ছিলেন আওয়ামী লীগ নেতা মাহাবুব উল আলম হানিফ, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, আফম বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শাহীন, খালিদ মাহমুদ চৌধুরী, আহমদ হোসেন, মেজবাহ উদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল, মহিবুল হাসান চৌধুরী নওফেল, অসীম কুমার উকিল, হাছান মাহমুদ, হাফিজুর রহমান সিরাজ, আফজাল হোসেন, সুজিত রায় নন্দী প্রমুখ।

/পিএইচসি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
ট্যুর অপারেশনে ব্যাংকে থাকতে হবে ১০ লাখ টাকা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
এনভয় টেক্সটাইলসের ২৮তম বার্ষিক সাধারণ সভা
প্রসঙ্গ ‘অলক্তক’
প্রসঙ্গ ‘অলক্তক’
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে