X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সরকার এককভাবে নির্বাচনি প্রচারণা চালাচ্ছে, অভিযোগ বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ২৩:২৪আপডেট : ১৪ জুলাই ২০১৭, ০০:৩০


বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক
সরকার এককভাবে নির্বাচনি প্রচারণা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বৃহস্পতিবার (১৩ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে অনুষ্ঠিত দলটির স্থায়ী কমিটির বৈঠকে এ অবস্থান ব্যক্ত করা হয়েছে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপির স্থায়ী কমিটির বৈঠক থেকে আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয় বলে নিশ্চিত করেন মির্জা ফখরুল। নয়টা পঞ্চাশ মিনিটে বৈঠক চলাকালীন সময়ে বৈঠকের বিষয়বস্তু নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের মহাসচিব। তিনি বলেন, আওয়ামী লীগ এককভাবে নির্বাচনি প্রচারণা চালাচ্ছে। হেলিকপ্টার দিয়ে তারা নির্বাচনি এলাকাগুলোয় যাচ্ছে। বিএনপিকে প্রচারণার কোন সুযোগ দিচ্ছে না। একই সঙ্গে সরকার বিরোধীদলের উপর জুলুম, নির্যাতন ও হয়রানি অব্যাহত রেখেছে।
মির্জা ফখরুল জানান, সম্প্রতি সারা বাংলাদেশে বিশেষ করে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে স্থায়ী কমিটির বৈঠকে। এসময় বন্যার্তদের প্রতি একাত্মতা ও সমবেদনা প্রকাশ করা হয়।
তার অভিযোগ, বন্যার্তদের জন্য সরকারের ত্রাণ অপ্রতুল। বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য দলের সর্বস্তরের নেতাকর্মীদের খালেদা জিয়া আহ্বান জানিয়েছেন বলেও জানান তিনি।
স্থায়ী কমিটির বৈঠকে অবিলম্বে চালের দাম ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানো এবং পণ্য সরবরাহ বাড়ানোর জন্য আহ্বান জানানো হয়। মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকারের দুর্নীতির জন্যই দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে। সারা দেশে চিকুনগুনিয়া মহামারি আকার ধারণ করেছে। কিন্তু সরকারের মনোসংযোগ দেখতে পাচ্ছি না। তারা অবহেলা দেখাচ্ছেন। এতে করে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
বিএনপি মহাসচিব আরো জানান, স্থায়ী কমিটির বৈঠকে বিএনপির চলমান সদস্য সংগ্রহ অভিযান সফল করার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। চেয়ারপারসনের অনুপুস্থিতিতে দলের কেউ ভারপ্রাপ্ত চেয়ারপরসনের দায়িত্বে থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দলের মধ্যে এরকম কোন নিয়ম নেই।
এসটিএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া