X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

রবের বাসায় ডান-বাম দলগুলোর জোট গড়ার বৈঠক, সঙ্গে সুশীলরাও

সালমান তারেক শাকিল
১৪ জুলাই ২০১৭, ০০:৪৭আপডেট : ১৪ জুলাই ২০১৭, ০২:৩১

উত্তরায় জেএসডি নেতা আ স ম আব্দুর রবের বাসায় ডিনারের নামে বৈঠকে মিলিত হন বেশ কিছু রাজনীতিক। অনুষ্ঠানে সুশীল সমাজের প্রতিনিধিও ছিলেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-র সভাপতি আ স ম আব্দুর রবের বাসায় বৃহস্পতিবার রাতে (১৩ জুলাই) ডান ও বাম ঘরানার বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দৃশ্যত ডিনারের নামে আয়োজিত এই মিলনমেলায় আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোটের বাইরের বেশ কিছু দলের অন্তত ১৫ জন মূল নেতা ও সংগঠন প্রধান অংশ নেন। সেখানে বিকল্প একটি রাজনৈতিক জোট করার বিষয়েই মূলত আলোচনা হয়। বৃহস্পতিবার রাত সোয়া নয়টার দিকে শুরু হয়ে রাত এগারোটার কিছু আগে বৈঠকটি শেষ হয়। 

বৈঠক সূত্র জানায়, আ স ম আব্দুর রবের বাসার ডিনারে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণতান্ত্রিক বাম মোর্চার সাইফুল হক, কৃষক শ্রমিক জনতা লীগ ও জেএসডির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারও উপস্থিত ছিলেন।  

সূত্র আরও জানায়, ওই বৈঠকে সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকির অংশগ্রহণের কথা থাকলেও তারা উপস্থিত ছিলেন না। জাতীয়তাবাদী ঘরানার বুদ্ধিজীবী ড. জাফরউল্লাহ চৌধুরীও আসতে পারেননি বলে জানা গেছে।  উল্লেখ্য, কয়েকটি প্রগতিশীল, বাম-গণতান্ত্রিক দলগুলোর মধ্যে ঐক্য প্রক্রিয়া নিয়ে আলোচনা আরও প্রায় ছয় মাস আগেই হয়। এ নিয়ে বাংলা ট্রিবিউনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়: প্রগতিশীল ও বাম দলগুলোর নির্বাচনি ঐক্য-প্রক্রিয়া শুরু

বৃহস্পতিবার আ স ম রবের বাসায় বৈঠকের খবর পেয়ে উত্তরা থানার পুলিশ গিয়েছিল বলেও জানা গেছে। যদিও বন্ধু-বান্ধবদের সঙ্গে আলোচনা চলছে বলা হলে পুলিশ চলে যায় বলে জানান রবের বাসায় আমন্ত্রিত গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

উপস্থিত ছিলেন বিকল্প ধারা দলের নেতা মাহী বি চৌধুরীও বৈঠকের বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার রাত সোয়া এগারোটার দিকে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, অনেককেই ডাকা হয়েছিল। অনেকে এসেছেন, অনেকে আসেননি। আমাদের আলোচনায় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা হয়। আমরা দীর্ঘদিন ধরে বিকল্প একটি জোট করার চেষ্টা করছি। বৈঠকের আলোচনা ইতিবাচক। তবে এর ফল পেতে আরও সময় লাগবে।
আওয়ামী লীগের সাবেক এই সাংগঠনিক সম্পাদক আরও বলেন, আমরা কিছু কমন বিষয় চিহ্নিত করার চেষ্টা করেছি। আসন্ন এই জোটে সিপিবি-বাসদ জোট, বামমোর্চাসহ সমমনা রাজনৈতিক দলগুলো থাকবে। এছাড়া সুশীল সমাজের ব্যক্তিরা এর সমর্থনে থাকবেন।
বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে গণফোরাম নেতা আইনজীবী সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে জানান, চলমান রাজনীতির ওপর সামগ্রিক আলোচনা হয়েছে। দুই জোটের বাইরে গিয়ে কিভাবে একটি সক্রিয় বিকল্প জোট করা যায়, সে প্রত্যয় নিয়েই মূলত প্রাথমিক আলাপ হয়েছে।
সুব্রত চৌধুরী আরও জানান, তিনি বৈঠকে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এবং সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন সরকারের বিরুদ্ধে বাড়ছে, এ বিষয়টিকে সামনে এনে জোটের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরেছি।

সুব্রত চৌধুরী
সুব্রত চৌধুরী জানান, আলোচনা একেবারেই প্রাথমিক পর্যায়ে ছিল। প্রত্যেকেই জোটের বিকল্প নেই বলে জানান। কিভাবে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা যাবে এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিগুলোকে এক প্ল্যাটফর্মে আনা যাবে, এ বিষয় নিয়ে কথা হয়েছে।
তিনি জানান, বৈঠকে প্রায় ১৫ জন নেতা উপস্থিত ছিলেন। তবে বদিউল আলম মজুমদারের উপস্থিতির বিষয়ে সুব্রত চৌধুরীর দাবি, তিনি আ স ম রবের বন্ধু, সে হিসেবে গেছেন। আর তিনি তো তার অবস্থান থেকে গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেনই।
বৈঠক সূত্রে জানা যায়, রবের বাসায় আমন্ত্রিত নেতাদেরকে রাতের খাবারে বিভিন্ন প্রকারের মাছ, মাংস, সবজি ও মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়।
রাজধানীর উত্তরায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আসম আব্দুর রবের বাসায় বৃহস্পতিবার রাতে কয়েকটি রাজনৈতিক দলের নেতাদেরকে নৈশভোজের নিমন্ত্রণ জানানো হয়।

/এসটিএস/এএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
জেফারকে সিনেমায় নিয়েছে ফারুকীকন্যা ইলহাম!
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়