X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

৩ মন্ত্রীকে দুষলেন আ.লীগ নেতারা

পাভেল হায়দার চৌধুরী
১৪ জুলাই ২০১৭, ০৩:৩৯আপডেট : ১৪ জুলাই ২০১৭, ১২:৫১


আওয়ামী লীগ
আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের গুরুত্বপূর্ণ দুইজন মন্ত্রী ও একজন উপমন্ত্রীর বিরুদ্ধে এবার অভিযোগ তুলেছেন দলের কেন্দ্রীয় নেতারা। বৃহস্পতিবার দলটির সম্পাদকমন্ডলীর সভায় এসব মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আনেন তারা। বৈঠকে উপস্থিত একাদিক সম্পাদকমন্ডলীর নেতা বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেন।
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকে দলের সাংগঠনিক জেলার পরিস্থিতি নিয়ে আলোচনা শুরু হলে দলীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আ  ফ ম বাহাউদ্দিন নাছিম একজন প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে নিজ এলাকায় অসাংগঠনিক কাজকর্ম করছেন এমন অভিযোগ উত্থাপন করেন। তিনি বলেন, সংগঠনের ভালো-মন্দ বিবেচনা করে নয়, মন্ত্রী নিজের ভালো-মন্দ বিবেচনায় রেখে কাজ করেন।
বৈঠক সূত্র জানায়, নাছিম বলেন, ওই মন্ত্রী তার জেলায় ফ্রী স্টাইলে, ইচ্ছেমতো যা খুশি তা করছেন। তিনি জেলা আওয়ামী লীগকে মানেন না। সংগঠনের কোনও উপকার তার দ্বারা হচ্ছে না। তিনি অভিযোগ করেন, তার জেলার নেতাকর্মীরা ওই মন্ত্রীর দ্বারা নির্যাতিত।
এমনকি ওই মন্ত্রী তাকে (নাছিম) সহ্য করতে পারেন না এমন অভিযোগ তুলে নাছিম বলেন, ‘আমি কেন্দ্রীয় নেতা এটা উনার গাত্রদাহ। এ পরিস্থিতি চললে দলীয় পদ থেকে আমাকে বাদ দিয়ে দিন।’
এরপর তার কথার সূত্র ধরে দলের শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজও একই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, ওই মন্ত্রী সব জায়গায় অতিরঞ্জিত করেন। সরকারও বেকায়দায় পড়েছে তার জন্যে। এমনকি শ্রমিক সংগঠনেও ওই মন্ত্রী যা খুশি তাই করছেন। তিনি আলাদা সংগঠন করেছেন। অথচ শ্রমিক লীগের অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকেন না।
সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় এরপরে সরকারের আরেকজন বর্ষীয়ান গুরুত্বপূর্ণ মন্ত্রীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ তোলেন অপর সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) মিসবাহ উদ্দিন সিরাজ। নিজ এলাকায় ওই মন্ত্রী সংগঠনের স্বার্থে কোনও কাজ করেন না এমন অভিযোগ এনে সিরাজ বলেন, সংগঠনের নেতাকর্মীরা তার (মন্ত্রীর) কাছে ঘেঁষতে পারেন না। সিরাজের অভিযোগ, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ওই মন্ত্রী তার এলাকায় একজন প্রার্থী নিয়ে নেমেছেন, যার সঙ্গে জামায়াত বিএনপির কানেকশন আছে।
এই আলোচনায় আরেকজন উপমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলেন অপর সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমদ হোসেন। এ সময় ওই উপমন্ত্রীর বিভিন্ন কাজের সমালোচনা করে তিনি নিজ এলাকায় অসাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন এমন অভিযোগও তোলেন আহমদ হোসেন।
সম্পাদকমণ্ডলীর বৈঠক শেষে এ প্রসঙ্গে জানতে চাইলে মিসবাহ উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলীয় ফোরামে অনেক কথা হয়। অনেক আলোচনা হয়, এগুলো বাইরে বলার বিষয় নয়।’
আর বাহাউদ্দিন নাছিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের বিভিন্ন বিষয় নিয়ে ফোরামে কথা হতেই পারে।’
বৈঠক সূত্র আরও জানায়, নেতাদের অভিযোগের জবাবে ওবায়দুল কাদের মন্ত্রীদের বিরুদ্ধে অভিযোগ সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সরাসরি বলার পরামর্শ দিয়েছেন।
/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!