Vision  ad on bangla Tribune

আগস্ট-সেপ্টেম্বরে সদস্য সংগ্রহ করবে ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট১০:৪৬, জুলাই ১৮, ২০১৭

ন্যাপ বাংলাদেশআগামী আগস্ট ও সেপ্টেম্বর এই দুই মাস দেশব্যাপী বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) সদস্য করবে।একইসঙ্গে অক্টোবর,নভেম্বর ও ডিসেম্বর দেশের বিভিন্ন জেলা সম্মেলন শেষে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (১৭ জুলাই) রাতে দলের চেয়ারম্যানের বাসভবনে বাংলাদেশ ন্যাপের প্রেসিডিয়ামের সভায় উপরিউক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ন্যাপ মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া এ তথ্য জানান।

ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া, প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম সারওয়ার খান, সুব্রত বারুরী, সাদ্দাম হোসেন, ফারহানা শাহিন গানি, ব্যারিস্টার মশিউর রহমান গানি প্রমুখ। ২৩ জুলাই নীলফামারীর ডিমলায় সদস্য সংগ্রহ উদ্বোধন করবেন দলের চেয়ারম্যান জেবেল রহমান গানি।
/এসটিএস/এসটি/

লাইভ

টপ