X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

দেশে বেশিরভাগ ধর্ষণের সঙ্গে ছাত্রলীগ জড়িত: মেজর হাফিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৭, ১৮:২৯আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৮:২৯

দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক ধর্ষণের ঘটনার সঙ্গে ছাত্রলীগ জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দীন আহমেদ (বীরবিক্রম)। তিনি বলেন, ‘ইদানীং প্রতিদিনই পত্রিকায় ধর্ষণের খবর দেখি। আজও (মঙ্গলবার) দেখেছি। এসব ঘটনার বেশিরভাগই ঘটায় আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ।’ এদিন (১৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ‘আন্তর্জাতিক সংস্থার মানবাধিকার রিপোর্ট এবং বাংলাদেশের বাস্তবতা’ শীর্ষক সভায় এসব কথা শোনা গেলো তার মুখে। 

বক্তব্য রাখছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দীন আহমেদ (বীরবিক্রম) আ.লীগ বাংলাদেশের সব অপকর্মের জনক, এমন মন্তব্যও করেছেন মেজর হাফিজ। তার ভাষ্য, ‘নির্বাচনের প্রার্থী ছিনতাই থেকে শুরু করে লুটপাট, সন্ত্রাসী কার্যকলাপসহ সব ধরনের অপকর্ম করছে আ.লীগ। তাদের কারণে বর্তমানে পাকিস্তান আমলের চেয়েও ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছে দেশে। ১৯৫৪ এবং ১৯৭৪ সালের নির্বাচনেও ভোটারদের ওপর হস্তক্ষেপ করা হয়নি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ২০১৪ সালের নির্বাচনে ভোটবিহীনভাবে ক্ষমতায় এসে এই অপকর্মগুলো করছে আ.লীগ। তারা ভেবেছে বাংলাদেশের মানুষ নির্জীব। তাই যা খুশি তাই করছে। কিন্তু তারা জানে না দেশের জনগণ সংক্ষুব্ধ হয়ে গেছে। আগামী দিনে তারা রাজপথে নেমে যাবে।’

খালেদা জিয়া দেশে ফিরে আন্দোলনের অনুমতি না দিলেও বিএনপির নেতাকর্মীরা রাজপথে নামবেন বলে জানিয়েছেন মেজর হাফিজ। তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে আছেন। তিনি দেশে ফিরে দিকনির্দেশনা দিলেই আন্দোলনে নামবো। প্রয়োজনে চেয়ারপারসনের বিনা অনুমতিতেই বিএনপির নেতাকর্মীরা রাজপথে নামবে।’

নির্বাচন কমিশনের রোডম্যাপকে হাস্যকর ছেলেখেলা হিসেবে মন্তব্য করেছেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। এ প্রসঙ্গে তার বক্তব্য হলো— ‘সংবিধানে নির্বাচন কমিশনের অসীম ক্ষমতা দেওয়া আছে, কিন্তু এই ক্ষমতা প্রয়োগে তারা অপারগ। তারা জানিয়েছে, নির্বাচনের তিন মাস আগে আচরণবিধি ও লেভেল প্লেইং ফিল্ডের বিষয় দেখবে। এটা কোনোভাবেই হতে পারে না। তাদের উচিত এখন থেকে এ নিয়ে কাজ শুরু করা। আসলে তারা আওয়ামী লীগের আজ্ঞাবহ হয়ে আসছে। সামনে তাদের টেস্ট কেস সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচন। এ দুটি নির্বাচনেই প্রমাণিত হবে তারা কেমন নির্বাচন কমিশন।’

বাংলাদেশ মানবাধিকার পরিষদ আয়োজিত একই আলোচনা সভায় বিএনপির আরেক ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশে এখন পদে পদে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সাম্প্রতিক সময়ে মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে বড় উদাহরণ কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অপহরণ। তাকে নিয়ে কত নাটকই দেখতে পেলাম।’

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘ভয়ংকর ভয়াবহ এই জটিল ও কুটিল সরকারের হাত থেকে রক্ষা পেতে পথ খোলা আছে দুটি। একটি হলো নির্বাচন, অন্যটি আন্দোলন। বিএনপি দুটির জন্যই প্রস্তুত। জনতার গণআন্দোলন কখনও বৃথা যায় না।’

আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ড. মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সংগঠনের মহাসচিব আ স ম মোস্তফা কামালের সঞ্চালনায় আলোচনা সভায় ছিলেন আরও অনেকে। তাদের মধ্যে উল্লেখযোগ্য বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাহী কিমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ ও শাহ মোহাম্মদ নেছারুল হক, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া সম্রাট।

/আরএআর/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ঈদযাত্রার সময় দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত: জরিপ
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার বিকল্প নেই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া