X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ভাইয়ের অনুমতি নিয়েই বৈঠকে গিয়েছিলাম: জি এম কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৭, ০১:০৪আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৯:০৯

বদরুদ্দোজা চৌধুরীর বাসায় অনুষ্ঠিত বৈঠকে জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের পাশে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় অনুষ্ঠিত বৈঠকে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও নিজের বড় ভাই হুসেইন মুহম্মদ এরশাদের অনুমতি নিয়েই অংশ নিয়েছেন বলে জানিয়েছেন দলটির কো-চেয়ারম্যান জি এম কাদের। বুধবার (২ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে বদরুদ্দোজা চৌধুরীর বাসায় কয়েকটি রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে বেরিয়ে বাংলা ট্রিবিউনকে তিনি এ কথা জানান।
জি এম কাদের বলেন, ‘বৈঠকে অংশ নেওয়ার জন্য বদরুদ্দোজা চৌধুরী আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি তার বাসায় গিয়েছিলাম। ওনারা অনেক বিষয়ে আলোচনা করেছেন। কিভাবে একটি কমন প্ল্যাটফর্ম থেকে কর্মসূচি দেওয়া যায়, তা নিয়ে কথা বলেছেন।’
বৈঠকে অংশ নেওয়ার ক্ষেত্রে তার দলের প্রধানের অনুমতি ছিল কিনা, জানতে চাইলে দলের এই কো-চেয়ারম্যান বলেন, ‘‘বদরুদ্দোজা চৌধুরী আমাকে আমন্ত্রণ জানানোর পরই আমি দলের চেয়ারম্যানকে জানিয়েছি। তিনি আমাকে বলেছেন, ‘সাবেক রাষ্ট্রপতি তোমাকে আমন্ত্রণ জানিয়েছেন। তুমি যাও।’’
বৈঠকে অংশ নেওয়ায় তার দল জাতীয় পার্টি থেকে কোনও চাপ আসবে কিনা— এমন প্রশ্নের উত্তরে কাদের বলেন, ‘চাপ তো প্রতিদিনই আসে।’
উল্লেখ্য, বুধবার রাত ৯টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত বারিধারায় বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় এক বৈঠকে কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠকের আমন্ত্রণ জানানো বদরুদ্দোজা চৌধুরী ছাড়াও বৈঠকে উপস্থিত নেতাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জেএসডি সেক্রেটারি আব্দুল মালেক রতন প্রমুখ। বৈঠকে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদেরও উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত সূত্র বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছে, দীর্ঘ আড়াই ঘণ্টার এই বৈঠকে বিকল্প ধারা, জেএসডি, নাগরিক ঐক্য ও গণফোরাম— এই চারটি দল মিলে যৌথ আন্দোলন গড়ে তুলতে একটি লিয়াজোঁ কমিটি গঠন করা হয়। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে এই কমিটির সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন-

এবার বদরুদ্দোজার বাসায় ছোটদলগুলোর নেতারা, আছেন জি এম কাদেরও

আন্দোলন গড়ে তুলতে বি.চৌধুরীর বাসায় চার দলের লিয়াজো কমিটি গঠন, মান্না সমন্বয়ক

/এসটিএস/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
বাংলাদেশের স্পিন বিভাগে পার্থক্য তৈরি করতে চান মুশতাক
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান