X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

বি.চৌধুরী মিত্রবাহিনীতে আছেন: এরশাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৭, ১৭:২৬আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৭:৩০

এইচ এম এরশাদ

বিকল্পধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরী (বি. চৌধুরী) ‘মিত্রবাহিনী’তে আছেন বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। বৃহস্পতিবার (৩ আগস্ট) সকালে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতি নিয়েই তিনি বিশেষ দূতের পদ ছাড়বেন এবং দলীয় ৪ সদস্য মন্ত্রিসভা ত্যাগ করবেন বলেও মন্তব্য করেন এরশাদ।

বুধবার (২ আগস্ট) রাতে বিকল্প ধারার প্রেসিডেন্ট বদরুদ্দোজা চৌধুরীর (বি. চৌধুরী) বাসায় কয়েকটি ছোট রাজনৈতিক দলের বৈঠক অনুষ্ঠিত হয়।  সে বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদেরও। এরপর ওই বৈঠক থেকে একটি জোট গঠনের সম্ভাবনার খবর আসায় জাতীয় পার্টির সঙ্গে এর যোগাযোগ ও সম্পর্ক কেমন হতে পারে তা নিয়ে রাজনৈতিকমহলে কৌতূহলের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে এরশাদ মন্তব্য করেন,  ‘সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী সাহেবকে মাননীয় প্রধানমন্ত্রী ইফতারের দাওয়াত করেছিলেন। তার অর্থ তিনি সরকারের বিরুদ্ধে নন; না হলে আর কাউকে তো তিনি আমন্ত্রণ করেননি। সেই অনুষ্ঠানে তিনি আমার পাশে বসেছিলেন। এর মধ্যে দিয়ে প্রতীয়মান হয় তিনি মিত্রবাহিনীতে আছেন।’

বদরুদ্দোজা চৌধুরীর বাসার বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের। এ সম্পর্কে তিনি বলেন, আওয়ামী লীগ-বিএনপির বাইরে আমরা একটি পৃথক রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাই। গতকাল একটি বৈঠক ছিল, সেখানে রাজনৈতিক ব্যক্তিরা ছিলেন। কিছু রাজনৈতিক আলোচনা হয়েছে-তবে সিদ্ধান্ত গ্রহণের মতো কথাবার্তা সেখানে হয়নি।

বেশ কিছুদিন ধরেই মন্ত্রিসভা থেকে জাতীয় পার্টির সদস্যরা পদত্যাগ করবেন বলে ঘোষণা দিলেও এ বিষয়ে দিনক্ষণ এখনও ঘোষণা করেননি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি নিজেও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে সরকারি সুবিধা ভোগ করছেন। তার এবং দলের চার সদস্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়ে সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে এরশাদ বলেন, ‘আমাদের সবাইকে পদত্যাগ করতে হবে। আমি উনাকে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) এ বিষয়ে বলেছি। কথা হচ্ছে, উনি আমাকে এই পদটা দিয়েছেন, সম্মান দিয়েছেন। উনার সঙ্গে আলোচনা না করে আমি উনাকে অসম্মান করতে চাই না। একটা সম্মানের ব্যাপার আছে।’

কবে নাগাদ পদত্যাগ করা হবে এই প্রশ্নের উত্তরে এরশাদ  বলেন, ‘পদত্যাগ হবে। তোমরা জানো তো….সবই জানো। একটা অনুমতির দরকার আছে। আশা করি কিছুদিনের মধ্যে পাবো।’

সংবাদ সম্মেলনে এরশাদ দেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে নিজের অবস্থান ব্যক্ত করেন। এসময় বগুড়ায় মো-মেয়েকে নির্যাতন, ঢাকার জলজট, চট্টগ্রামে পাহাড় ধস, শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখ হারানো, খাদ্য সংকটসহ নানা বিষয়ে কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয়, প্রেসিডিয়াম ও ঢাকা মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
চতুর্থ ধাপে যে ৫৫ উপজেলায় ভোট
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন ৫ জুন
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
সোনার দাম ভ‌রিতে কমলো ৩ হাজার টাকা
সর্বাধিক পঠিত
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
অতিরিক্ত সচিব হলেন ১২৭ কর্মকর্তা
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
উৎপাদন খরচ হিসাব করেই ধানের দাম নির্ধারণ হয়েছে: কৃষিমন্ত্রী 
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ