X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বিচার বিভাগের কাঁধে ভর করে চক্রান্তে ফায়দা হবে না: খাদ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ১৮:৩১আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৮:৩৭

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম (ফাইল ছবি) বিচার বিভাগের কাঁধে ভর করে চক্রান্ত করার চেষ্টা করে কোনও লাভ হবে না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘বিচার বিভাগের কাঁধে ভর করে চক্রান্ত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার চেষ্টা করলে ভুল হবে। এভাবে আওয়ামী লীগ, শেখ হাসিনা কিংবা সরকারের কিছু করার চেষ্টা করে কোনও লাভ নেই।’
মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আলোচনা সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।
আলোচনা সভায় মন্ত্রী বলেন, ‘মোদি ক্ষমতায় আসার পর বিএনপি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। কোনও লাভ হয়নি। তেমনি ষোড়শ সংশোধনী বাতিল হওয়ার পর আবারও বিএনপি আনন্দে আত্মহারা হয়ে পড়েছে। তারা এমন আচরণ করছে যেন সরকার আর ক্ষমতায় নেই, কিংবা ক্ষমতায় থাকবে না। কিন্তু মনে রাখতে হবে, আদালতের কাঁধে ভর করে কেউ চক্রান্ত করে সফল হবে না।’
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়া ষড়যন্ত্র শুরু করেছেন। সরকার ও নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত করছেন। কিন্তু নির্বাচন কমিশন শেখ হাসিনার সরকারের অধীনেই আগামী নির্বাচন করবে। পিছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চক্রান্ত আর সফল হবে না।’
খালেদা জিয়ার লন্ডনযাত্রার সমালোচনা করে খাদ্যমন্ত্রী বলেন, ‘কানের চিকিৎসার জন্য দুই মাস লাগে না। তিনি ষড়যন্ত্র করতে গেছেন। তার দুইটি মামলা শেষ পর্যায়ে আছে। তা থেকে রক্ষা পাওয়ার জন্যই আদালতের অনুমতি না নিয়ে পালিয়ে গিয়ে এখন ষড়যন্ত্র করছেন।’ তিনি বলেন, ‘১/১১-এর ফ্রন্ট ও আন্তর্জাতিক চক্রের সঙ্গে নতুন নতুন ফ্রন্ট খালেদা জিয়ার সঙ্গে মিলেছে। নির্বাচন বানচাল করতে, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে তারা উঠেপড়ে লেগেছে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাত।
/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী