X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ওয়েজবোর্ড নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য ব্যক্তিগত: হাছান মাহমুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ আগস্ট ২০১৭, ১৭:৩৪আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৭:৩৪

হাছান মাহমুদ (ফাইল ছবি) সাংবাদিকদের ওয়েজবোর্ড নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে একান্ত ব্যক্তিগত, বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ সরকার গণমাধ্যমবান্ধব সরকার। এই সরকারের সময়ে গণমাধ্যমের ব্যাপক বিস্তার ঘটেছে। সাংবাদিকদের ওয়েজবোর্ড প্রসঙ্গে অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা সরকারের কোনও মতামত নয়। সেটি তার একান্তই ব্যক্তিগত।’
সংবিধানের ষোড়শ সংশোধনীর রায় প্রসঙ্গে ড. হাছান বলেন, ‘যেকোনও রায়েরই সমালোচনা হতে পারে। যদি বিশ্বজিৎ হত্যাকাণ্ডের রায়ের পর সমালোচনা হতে পারে, যুদ্ধাপরাধীদের রায়ের পর মানি না বলে দেশে হরতাল, মিছিল-মিটিং হতে পারে, ফলে ষোড়শ সংশোধনীর রায় নিয়েও সমালোচনা হতে পারে। এ বিষয়ে বিস্তারিত আইনমন্ত্রী বলবেন।’
বিএনপিকে পঞ্চম সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায়ের প্রতি একটু দৃষ্টিপাত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সামরিক সরকারের অধীনে হওয়া সবকিছুকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছেন। সেই রায়ের ৩৫৪নং অনুচ্ছেদ অনুযায়ী বিএনপিই তো অবৈধ। সুতরাং বিএনপিকে ষোড়শ সংশোধনীর রায় নিয়ে এত লাফালাফি না করে পঞ্চম সংশোধনীর রায় পড়ে দেখে নিজেদের ভবিষ্যত নিয়ে চিন্তা করার অনুরোধ করবো।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে সব কর্মকাণ্ড সরকারের নজরে রয়েছে উল্লেখ করে সাবেক এ মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া কোন হোটেলে বসেন, কার সঙ্গে মিটিং করেন, কয়টার সময় তার ছেলের বাসায় যান সমস্ত তথ্য সরকারের কাছে আছে। যখন প্রয়োজন পড়বে তখনই সেসব তথ্য প্রকাশ করা হবে।’

এর আগে, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শেখ হাসিনার জন্মদিন ও সামাজিক বিভিন্ন বিষয়ের ওপর আওয়ামী লীগের আগামী মাসের সিরিজ সেমিনার ও আগামী নির্বাচনে ডিজিটাল প্রচারণা নিয়ে আলোচনা হয়।


আরও পড়ুন: সাংবাদিকদের জন্য নতুন বেতন কাঠামোর প্রয়োজন নেই: অর্থমন্ত্রী

/ইএইচএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ওজন কমিয়ে সাকিব পুরো ফিট, সন্তুষ্ট সহকারী কোচ
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
ক্যানসারে আক্রান্ত অভিনেতা রুমি, ভর্তি হাসপাতালে
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের প্রোগ্রাম, ক্লাস-পরীক্ষা বর্জন শিক্ষার্থীদের
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
শিশুশিক্ষার্থীকে বেধড়ক মারপিট, মাদ্রাসাশিক্ষক আটক
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা