X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সাবেক বিচারপতি খায়রুলের বক্তব্যই আ. লীগের বক্তব্য: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ আগস্ট ২০১৭, ১৮:৫৩আপডেট : ১০ আগস্ট ২০১৭, ২১:০১

মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ছবি) সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের বিষয়ে আইন কমিশনের চেয়ারম্যান এবিএম খায়রুল হকের বক্তব্যকে ‘অন্যায়ের পক্ষে সাফাই’ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতা-মন্ত্রীদের বক্তব্য ও সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বক্তব্যের মধ্যে কোনও অমিল নেই। খাইরুলের বক্তব্যই আওয়ামী লীগের বক্তব্য।’
বৃহস্পতিবার বিকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ষোড়শ সংশোধনীকে কেন্দ্র করে বিচার বিভাগ, সরকার ও আওয়ামী লীগের নেতাদের বক্তব্য বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন মির্জা ফখরুল। বিএনপি নেতা বলেন, ‘সাবেক বিচারপতি খাইরুল হকের বক্তব্যকে আমরা ধিক্কার জানাই। তিনি কৃতকর্মের জন্য কোনও অনুশোচনা তো করেননি বরং একটি অন্যায়ের পক্ষে সাফাই গেয়েছেন।’

বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, গতকাল ৯ আগস্ট বুধবার গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ষোড়শ সংশোধনী বাতিলের বিষয়ে বিদ্যমান বিতর্ক নিয়ে আলোচনা করেন দলটির সিনিয়র কয়েকজন নেতা। এর মধ্যে মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. মওদুদ আহমদ, অ্যাডভোকেট জয়নুল আবদীন, নিতাই রায় চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, বুধবারের বৈঠকেই বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের বক্তব্য ঠিক করা হয়।
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের সমালোচনা করে বিএনপিনেতা মির্জা ফখরুল বলেন, ‘অত্যন্ত পরিতাপের সঙ্গে লক্ষ্য করলাম যে, সরকার বা সরকারি দল আওয়ামী লীগ কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়ার পূর্বেই বর্তমান আইন কমিশন চেয়ারম্যান বিচারপতি খায়রুল হক রায়ের বিরুদ্ধে বিষোদগার করলেন। মনে হলো, এই রায়ের ফলে তার গাত্রদাহ শুরু হয়েছে।’ ‘আইন কমিশনের আসনে বসে সুপ্রিম কোর্টের রায় সম্পর্কে মাননীয় প্রধান বিচারপতি সম্পর্কে তিনি যেসব উক্তি করেছেন তা শুধু অশালীনই নয়, তা রীতিমত আদালত অবমাননার সামিল’, বলেও মন্তব্য করেন ফখরুল।

সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়, পঞ্চম, সপ্তম ও ত্রয়োদশ সংশোধনী বাতিলের ফলে দেশে যে সাংবিধানিক, রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে তা দেশের গণতন্ত্রকে পুরোপুরি ভঙ্গুর করে ফেলেছে। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের ওইসব রায়ের পরই বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, অস্থিতিশীলতা এবং হতাশা বৃদ্ধি পেয়েছে। সরকার হয়ে উঠেছে লাগামহীন।

পঞ্চম সংশোধনী বাতিলের বিষয়ে ফখরুল ইসলাম বলেন, ‘এ রায়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ফলে আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্রের দর্শনের মূল উৎপাটন করে প্রায় একদলীয় একনায়কতান্ত্রিক সরকার চাপিয়ে দিয়েছে। তাই একদলীয় দুঃশাসনে রাষ্ট্র পরিচালিত হচ্ছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বর্তমান সরকারের জনগণের জন্য কোনও ম্যান্ডেড নেই, পার্লামেন্টও নেই। তারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসেনি। এই পার্লামেন্ট বিচারকদের অভিসংশন, অপসারণের দায়িত্ব পেলে শেষ ভরসার জায়গাটুকু হারিয়ে যাবে।’

ফখরুল আরও বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বাতিল করেছেন। হতাশাগ্রস্ত জাতি এই রায়ের মাধ্যমে আশার আলো দেখতে পেয়েছে। আমরা সেজন্যই এই রায়কে স্বাগত জানিয়েছি এবং আপিল বিভাগকে অভিনন্দন জানিয়েছি।’

ষোড়শী সংশোধনী বাতিলের বিষয়ে আওয়ামী লীগের প্রতিক্রিয়া সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘তারা হতাশ হয়েছেন, সংক্ষুদ্ধ হয়েছেন। তাদের সৃষ্ট দানব যে তাদেরই গ্রাস করতে চলছে তা এখনও তারা বুঝতে পারছেন না। সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে আরও একবার ধন্যবাদ জানাই এই জন্য যে, তারা তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন।’

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চোখে গতকাল লন্ডনের হাসপাতালে সাফল্যের সঙ্গে অস্ত্রোপচার হয়েছে, জানিয়ে সংবাদ সম্মেলনে ফখরুল বলেন, ‘তার দ্রুত আরোগ্য লাভের জন্য সারাদেশের মানুষের কাছে দোয়া চাই।’
আরও পড়ুন: ষোড়শ সংশোধনীর রায় অপরিপক্ব, পূর্বপরিকল্পিত ও অগণতান্ত্রিক: আইন কমিশন চেয়ারম্যান

/এসটিএস/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি