X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে দেশে থাকতে দেওয়া হবে না: ছাত্রলীগ সভাপতি

ঢাবি প্রতিনিধি
১৭ আগস্ট ২০১৭, ১৭:৪৬আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ১৭:৪৬

মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিকে দেশে থাকতে দেওয়া হবে না, বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যেখানেই বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীদের দেখা যাবে, সেখানেই প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সমাবেশে বক্তব্য রাখছে ছাত্রলীগ সভাপতি বৃহস্পতিবার দুপুরে ২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোটের শাসনামলে দেশের ৬৩টি জেলার সিরিজ বোমা হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের উত্তরবঙ্গের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।

ছাত্রলীগ সভাপতি বলেন, ‘আজ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হয়েছে, কিন্তু এখনও কিছু পাকিস্তানি প্রেতাত্মা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আরেকটি ১৫ আগস্ট ঘটানোর পরিকল্পনা করছ। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

সমাবেশের আগে একটি কালো পতাকা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে একটি সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। ছাত্রলীগ সভাপতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের সঞ্চালনায় সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি বায়জিদ আহমেদ খানসহ কেন্দ্রীয় ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা বক্তব্য রাখেন।

‘বামপন্থীদের কঠোর সমালোচনা’
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বামপন্থী রাজনীতিবিদদের কঠোর সমালোচনা করেন ছাত্রলীগ নেতারা। বক্তব্যে তারা বলেন, ‘বামপন্থীরা যুগে যুগে ষড়যন্ত্র করেছে। বঙ্গবন্ধু হত্যার পেছনেও বামপন্থীদের ষড়যন্ত্র ছিল। তাদের সৃষ্ট পরিস্থিতিই বিএনপি-জামায়াতকে শক্তিশালী হয়ে মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলণ্ঠিত করার সুযোগ করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখনও তাদের উৎপাত দেখা যায়। বিভিন্ন ইস্যূতে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সমালোচনা করে, সাহস থাকলে তারা ক্যাম্পাসের বাইরে আসুক। তাদের সমুচিত জবাব দেওয়া হবে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
ফাইনালে ১১ মিনিট লড়াই, জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন বাঘা শরীফ
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
বন ডাকাতদের জন্যই পরিবেশের মারাত্মক বিপর্যয়: জিএম কাদের
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
ঢাবির জগন্নাথ হলে বসে প্রাথমিকের প্রশ্নের সমাধান!
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
চেন্নাইয়ের হয়ে খেলাটা আমার কাছে ছিল স্বপ্ন: মোস্তাফিজ (ভিডিও)
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা