X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইইউ’র বিদায়ী রাষ্ট্রদূতকে যা জানালো বিএনপি

সালমান তারেক শাকিল
১৮ আগস্ট ২০১৭, ০৩:১৩আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ০৩:২৮

 

ইউরোপীয় ইউনিয়ন ও বিএনপি পশ্চিমা বিশ্বে দলের ইতিবাচক অবস্থান তুলে ধরতে ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত পিয়েরে মায়াদুনেকে অনুরোধ করেছে বিএনপি। দলটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল বৃহস্পতিবার রাষ্ট্রদূতের বিদায়ী অনুষ্ঠানে কয়েকটি বিষয়ে দলীয় অবস্থান তুলে ধরে। প্রতিনিধি দলটি পিয়েরে মায়াদুনেকে জানায়, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে ‘সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকার’ যে অভিযোগ  বিএনপির বিরুদ্ধে তোলা হচ্ছে, তা সম্পূর্ণ বানোয়াট ও পরিকল্পিত। বিএনপির পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ইইউ রাষ্ট্রদূতের কাছে দলে অবস্থান তুলে ধরেন। বৈঠকে অংশ নেওয়া দলটির একাধিক দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

বৈঠকে অংশ নেওয়া স্থায়ী কমিটির এক সদস্য বাংলা ট্রিবিউনকে জানান, ‘‘প্রায় তিন বছর ধরে ইইউ রাষ্ট্রদূত বাংলাদেশে আছেন। এ সময়ের মধ্যে বাংলাদেশের রাজনীতি নিয়ে তার স্পষ্ট ধারণা হয়েছে। বিএনপির পক্ষ থেকে তাকে বলা হয়েছে যে, ‘আপনি তো সবই দেখেছেন।’ বহুদিন এখানে ছিলেন পিয়েরে, সে কারণে তিনিও খুশি হয়েছেন। তিনি বলেছেন, ‘আমি খুব সম্মানিত বোধ করেছি। আপনারা আমাকে এখানে ডেকেছেন।’’

স্থায়ী কমিটির এই সদস্য জানান, ‘দলের পক্ষ থেকে ব্যারিস্টার মওদুদ আহমদ ইইউ রাষ্ট্রদূতকে ব্রিফ করেছেন। তাকে শুভেচ্ছা জানিয়ে বলা হয়েছে, চলে গেলেও যেন বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে তিনি কথা বলেন।’

সূত্র জানায়, বৈঠকে মওদুদ আহমদ বলেন, ‘বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে। গণতন্ত্র নেই। ইতোমধ্যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হয়ে গেছে। সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন সুষ্ঠু হয়নি। প্রকৃতপক্ষে এটি কোনও নির্বাচনই ছিল না। এই সরকার ক্রেডিবল সরকার নয় বলেও বৈঠকে মওদুদ জানান।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, মওদুদ আহমদ ইইউ বিদায়ী রাষ্ট্রদূতকে বলেন, ‘বিএনপি সন্ত্রাসীদের সঙ্গে নেই। এক্ষেত্রে সরকার বিএনপিকে এই অভিযোগ দিয়ে দোষ দেওয়ার চেষ্টা করছে।’

প্রত্যুত্তরে বিএনপির সব পরিস্থিতির কথা তার জ্ঞাত বলে জানান। মায়াদুনে দলটিকে আমন্ত্রণ জানানোর ধন্যবাদ জানান। দেশে ফিরে যাওয়ার আগে এই আমন্ত্রণে তিনি মুগ্ধ বলেও মত দেন। মায়াদুনে বৈঠকে বলেন, আমি যেখানেই থাকি, বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কথা বলব।

এ বিষয়ে জানতে মওদুদ আহমদকে একাধিকার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। স্থায়ী কমিটির আরেক সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিদায়ী সাক্ষাৎটি কমন কাজের অংশ। এটি আমাদের রুটিন ওয়ার্ক।’

এর আগে বৃহস্পতিবার রাতে ফোন করা হলে জেনারেল (অব.) মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে জানান, ‘তিনি আমাদের বলেছেন, বাংলাদেশ ও বাংলাদেশের মানুষের বন্ধু ইইউ। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা চাই, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এখানে গণতন্ত্র আরও শক্ত হোক।’ 

বৈঠকের বিষয়ে জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, ‘বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছেন ইইউ রাষ্ট্রদূত। এটি ফেয়ারওয়েল ছিল। ইইউ একটি গুরুত্বপূর্ণ কমিউনিটি, আমাদের চেয়ারপারসন নেই বলে আমরা সবাই একসঙ্গে গিয়ে তাকে ফেয়ারওয়েল দিয়েছি।’

বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। বৈঠকের বিষয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনও অবস্থান ব্যক্ত করেনি। দলটির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘এই বৈঠকের কথা জানা ছিল না।’

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, ড. মঈন খান, নজরুল ইসলাম খান, দলের উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান, বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইইউ রাষ্ট্রদূত বিএনপির কার্যালয় থেকে বেরিয়ে আসেন।

 আরও পড়ুন: ইইউ’র সঙ্গে বিএনপির উচ্চপর্যায়ের বৈঠক

 /এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
ইউএনআরডব্লিউএ-তে ফের অর্থায়নের পরিকল্পনা জাপানের
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
লিবিয়ায় জিম্মি চট্টগ্রামের ৪ যুবক, পাঠানো হচ্ছে নির্যাতনের ভিডিও
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ