X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে সরকার-বিচার বিভাগের দ্বন্দ্ব: পর্যবেক্ষণে জামায়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০১৭, ২৩:৩৬আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ২৩:৫১

ষোড়শ সংশোধনী বাতিল নিয়ে সরকার-বিচার বিভাগের দ্বন্দ্ব: পর্যবেক্ষণে জামায়াত সুপ্রিম কোর্টের দেওয়া ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে কেন্দ্র করে বিচার বিভাগ ও সরকারের মধ্যে সৃষ্ট বিরোধ গভীরভাবে পর্যবেক্ষণ করছে জামায়াতে ইসলামী। ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও এর পর্যবেক্ষণ নিয়ে দৃশ্যত বিচার বিভাগের পক্ষে অবস্থান নিলেও দলটির ভেতরে চলছে ভিন্ন আলোচনা। জামায়াতের দায়িত্বশীল একাধিক নেতার ভাষ্য, এই বিচার বিভাগের সঙ্গে চলমান দ্বন্দ্বে সরকারের কৌশল থাকতে পারে। দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা ও কর্মপরিষদের একাধিক দায়িত্বশীলের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।

জামায়াতের নীতি-নির্ধারণী পর্যায়ের একজন নেতা বলেন, ‘হাইকোর্টের আদেশে নির্বাচন কমিশনে দলের নিবন্ধন স্থগিত থাকায় বিচার বিভাগ ও সরকারের মধ্যে চলমান বিরোধ আপাত দৃষ্টিতে ইতিবাচক হলেও আদতে সংকট থেকে কী ফল আসে, এর ওপর নির্ভর করছে জামায়াতের নিবন্ধন ফিরে পাওয়া। এ কারণে বিএনপির তরফে সরাসরি প্রধান বিচারপতি বা বিচার বিভাগের প্রতি জোরালো সমর্থন জানালে হলেও জামায়াত বিবৃতিতেই দায় সেরেছে।  চলমান বিরোধের মীমাংসা হলে দলের নিবন্ধনের বিষয়ে কোনও রিভিউ করা থেকে বিরত থাকবে দলটি। আর যদি এই দ্বন্দ্ব দীর্ঘস্থায়ী হয়, তাহলে এর ফল নিজেদের অনুকূলে নিতে সব রকম চেষ্টা করবেন দলের নীতি-নির্ধারকরা।

এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. রিদওয়ানুল্লাহ শাহেদি কোনও মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘কোনও মন্তব্য করার অনুমতি নেই। এটা দলের প্রচার বিভাগ দেখে।’

তবে এ বিষয়ে দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার একজন সিনিয়র সদস্য নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চলমান দ্বন্দ্ব নিয়ে পরিষ্কার কোনও সিদ্ধান্তে আসতে পারছেন না দলটির কেন্দ্রীয় নেতারা। এ নিয়ে পর্যবেক্ষণ চলছে।’

তবে প্রকাশ্যে জামায়াত বিচার বিভাগের পক্ষে অবস্থান নিয়ে বিবৃতি দিয়েছে। বুধবার সন্ধ্যায় দলটির সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বলেন, ‘সরকারি দলের নেতারা আইনের পথে না গিয়ে প্রধান বিচারপতিকে পদত্যাগের সময়-তারিখ বেঁধে দিয়ে অন্যায় আবদার করেছেন। এ ধরনের কোনও আচরণ কি কোনও সভ্য ও গণতান্ত্রিক দেশে চিন্তা করা যায়?’  তিনি আরও বলেন, ‘সরকারি দলের নেতারা যেভাবে আদালতের রায় ও প্রধান বিচারপতির বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, তাতে আদালতের প্রতি জনগণের বিরূপ ধারণা সৃষ্টি হতে পারে। এতে দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাবে।’

জামায়াত সেক্রেটারি আরও বলেন, ‘সুপ্রিম কোর্টের রায় ও প্রধান বিচারপতি সম্পর্কে উত্তেজনাকর, উস্কানিমূলক, অশালীন ও আদালত অবমাননাকর বক্তব্য দিয়ে মন্ত্রীরা সংবিধান রক্ষার যে শপথ নিয়েছেন, তা ভঙ্গ করছেন। সরকারই যদি আদালত অবমাননা করে, সংবিধান লঙ্ঘন করে, তাহলে এগুলো রক্ষা করবে কে?’

গত রবিবার বিকালে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার এক সদস্য  এ বিষয়ে বলেন,  ‘আমরা সরকারকে বিশ্বাস করি না।’

জানতে চাইলে জামায়াতের সাবেক এক সহকারী সেক্রেটারি জেনারেলের সন্তান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুই ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে। সরকারের টেনশন থেকে মনে হয়, বাস্তবেই কিছু ঘটছে। আবার কখনও মনে হয়, যে কারণে দ্বন্দ্ব দৃশ্যমান হচ্ছে, পরিকল্পনা ছাড়া এগুলো এই সরকারের সময়ে সম্ভব না।’

জানতে চাইলে জামায়াত ঘরানার বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, সাবেক সচিব শাহ আবদুল হান্নান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি অনুমান করতে পারছি না। তবে যা ঘটছে, তা ঠিক হচ্ছে না।’

জামায়াতের রাজনীতির এই পর্যবেক্ষক আরও বলেন, ‘বিচারকদের শাস্তির বিষয়টি সংসদে নেওয়া ঠিক হবে না। এটা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে থাকলেই ভালো। আর সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক যা বলছেন, তা রাজনৈতিক বক্তব্য হয়ে যাচ্ছে। ষোড়শ সংশোধনী বাতিলের রায় পড়ে আমার যা মনে হয়েছে, তা হলো এই রায় নিয়ে রাজনীতিকরণ করা ঠিক হচ্ছে না। বিষয়টি বিচারিক পন্থায় মোকাবিলা করাই শ্রেয়।’

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ কিশোর সংশোধনাগারে
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন