X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনে সেনা মোতায়নের প্রস্তাব মুসলিম লীগের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৭, ১৩:০৬আপডেট : ২৮ আগস্ট ২০১৭, ১৩:০৬

বাংলাদেশ মুসলিম লীগ আগামী নির্বাচনে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার বা সহায়ক সরকার এবং ম্যাজিট্রেসি ক্ষমতা দিয়ে সেনা মোতয়নসহ  নির্বাচন কমিশনে ১১ দফা প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)। সোমবার নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে অংশ নিয়ে এ প্রস্তাবনা দেন দলটির প্রধান এইচ এম কামরুজ্জামান খান। তার নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধি দর সংলাপে অংশ নেন।

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদার নেতৃত্বে সকাল ১১টায় সংলাপ শুরু হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে সংলাপ চলে। সংলাপ শেষে দলটির মহাসচিব অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে ১১ দফা প্রস্তাবনা জমা দিয়েছি। নির্বাচন অনুষ্ঠানের ৩০ দিন আগে থেকে এবং পরবর্তী ১৫ দিন বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়ন করার এবং শিডিউল ঘোষণার সঙ্গে সঙ্গে সংসদ ভেঙে দিয়ে মন্ত্রীদের দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকার বা সহায়ক সরকারের কাছে হস্তান্তর করার প্রস্তাবনা দেওয়া হয়েছে।’

তিনি  আরও বলেন, ‘এছাড়া নির্বাচনে ভোটররা যাতে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন এবং নির্বাচনে যাতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে আমাদের প্রস্তাবনার সঙ্গে একমত পোষণ করেছেন। তবে সেনা মোতয়নের বিষয়টি বিবেচনাধীন রাখা হলো বলে জানিয়েছেন।’

এছাড়াও, মুসলিম লীগের প্রস্তাবনায় নির্বাচনের তিন মাস আগে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দায়ের করা সব রাজনৈতিক মামলা প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে বলে জানান শেখ জুলফিকার বুলবুল।

উল্লেখ্য, সোমবার বিকালে খেলাফত মজলিশের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ অনুষ্ঠিত হবে।

 

/ইএইচএস/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
৩ ঘণ্টা গ্যাস থাকবে না কয়েকটি এলাকায়
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক