X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

৪০ বছরে পা রাখছে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে থাকবে ‘ভিন্নতা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ আগস্ট ২০১৭, ০২:৪৬আপডেট : ৩০ আগস্ট ২০১৭, ০৩:০২

বিএনপি

আগামী ১ সেপ্টেম্বর ৪০ বছরে পা দিবে জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে এবার নানান পরিকল্পনা নিয়েছে দলটি। প্রতিবছর আলোচনা সভা ও  জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যে এ দিনের কর্মসূচি সীমাবদ্ধ থাকলেও এ বছর ভিন্নতা আনতে চায় বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগের এ সময়কে ‘গণতন্ত্রহীন’ বিবেচনা করে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ‘গণতন্ত্র ফেরানোর লক্ষ্যে’ এ বছরের প্রতিষ্ঠাবার্ষিকীতে দলটি দেশ-বিদেশে সভা-সেমিনার, সিম্পোজিয়াম, পোস্টারিং, আলোচনাসভাসহ আরও কিছু আয়োজন করবে। এসব কার্যক্রমের সঙ্গে যুক্ত বিএনপির দায়িত্বশীলদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

এ ব্যাপারে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এবার তো পরিস্থিতি ভিন্ন। তাই আয়োজনেও ভিন্নতা থাকবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি মনে করে, আওয়ামী লীগের সৃষ্ট শূন্যতা থেকে এই দল প্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমান। বর্তমানে দেশের গণতন্ত্রে বেহাল অবস্থা, নানা সংকট। জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন এবং ১৯ দফা কর্মসূচিতে এসব সংকট থেকে মুক্ত হওয়ার অনুপ্রেরণা এবং উপায় আছে। বহুদলীয় গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তির অঙ্গীকার –এসব কিছু মূল্যায়ন করে যদি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করি, তবে দেশ পরিত্রাণ পাবে। সে প্রেক্ষাপটে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী আমরা পালন করব।’

বিএনপির দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত জুলাই মাস থেকে দলের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যা এখনও চলছে। আগামী সেপ্টেম্বরেও তা অব্যাহত থাকবে। পাশাপাশি দেশব্যাপী ভয়াবহ বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে দলের কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল কমিটিগুলোও কাজ করছে। এ দু’টি কার্যক্রমের পাশাপাশি তৃতীয় কাজ হিসেবে যুক্ত হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

জানা গেছে, প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপন বিগত বছরগুলোয় আলোচনা সভা, র‌্যালি ও চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার নতুন কিছু কার্যক্রম যুক্ত হচ্ছে।

নতুন কর্মসূচি প্রণয়নের সঙ্গে যুক্ত এক দায়িত্বশীল জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করতে সেমিনার, মতবিনিময়, দেশ-বিদেশে লিফলেট ও বই বিতরণ করা হবে। একইসঙ্গে সিনিয়র নেতারা যেন ঈদ করতে নিজ নিজ এলাকায় যান, দলের শীর্ষ নেতৃত্ব থেকে সে নির্দেশনাও রয়েছে। বলা হয়েছে, ঈদের সময় তৃণমূল ও বন্যা পরিস্থিতিতে দুর্গদের পাশে দাঁড়াতে।

সূত্র বলছে, পুরো মাসে কয়টি আয়োজন হবে –এ নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত করেননি নীতিনির্ধারকরা। তবে এ বছরে প্রতিষ্ঠাবার্ষিকীতে দলীয় প্রধান খালেদা জিয়া দেশে না থাকলে লন্ডন থেকেই তিনি পুরো কার্যক্রম তদারকি করছেন। আর এসব আয়োজন সমন্বয় করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘দেশে গণতন্ত্র ফেরানোর সংগ্রামই হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মূল লক্ষ্য। এর সঙ্গে সংযুক্ত কিছু বিষয়, প্রকাশনা থাকবে। তবে মৌলিক বিষয় হচ্ছে, দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়েছেন জিয়াউর রহমান। আজকে সেই গণতন্ত্র নেই।’

আয়োজনে ভিন্নতার ব্যাপারে এই নেতা বলেন, ‘ধীরে ধীরে বিএনপির বয়স বাড়ছে, সময়ের গতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে পরিবর্তন আসবে, এটাই স্বাভাবিক।’

দলীয় সূত্র জানায়, খালেদা জিয়া সেপ্টেম্বরের মাঝামাঝিতে দেশে ফিরতে পারেন। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। দলীয় প্রধান দেশে ফিরে আগামী অক্টোবর-নভেম্বর নাগাদ সহায়ক সরকারের রূপরেখা উপস্থাপন করতে পারেন। তবে সেপ্টেম্বরে সরকারের বিরুদ্ধে ‘গণতন্ত্র ফেরানো’র বিষয়টিকেই আলোচনায় রাখতে চায় বিএনপি।

এ বিষয়ে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘ম্যাডাম দেশে ফিরবেন তার চিকিৎসা শেষ হলেই।’

চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, ‘গত তিনটি কোরবানির ঈদই চেয়ারপারসন দেশের বাইরে করেছেন। ২০১৫-এ লন্ডনে, ২০১৬-তে হজে, আর এবার করছেন লন্ডনে। চিকিৎসা শেষে দেশে ফিরবেন বলে আশা করছি।’

 

/এসটিএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়