X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘ছয় দফাকে কেন্দ্র করে পুরো আন্দোলনটাই আমার মা গড়ে তুলেছিলেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ আগস্ট ২০১৭, ১৪:৫৯আপডেট : ৩১ আগস্ট ২০১৭, ১৫:০৬

ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব কাজের পেছনে তাঁর স্ত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার অসামান্য অবদান ছিল উল্লেখ করে তাদের কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যতবারই আব্বাকে জেলে যেতে হয়েছে মা কখনোই মনোবল হারাননি। সংসারের সব ঝামেলা থেকে তাঁকে দূরে রাখতেন। পাশাপাশি সংগঠনের প্রতি দৃষ্টি দিতেন। ছাত্রলীগের একটা যোগাযোগ মায়ের সঙ্গে ছিল। তিনি আত্মপ্রচারে বিশ্বাস করতেন না। পর্দার আড়ালে থেকেই সব করতেন। ছয় দফাকে কেন্দ্র করে পুরো আন্দোলনটাই আমার মা গড়ে তুলেছিলেন। বাবার প্রতিটি পদক্ষেপে তিনি সমর্থন দিতেন।’

জাতীয় শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়নে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘জাতির জনক স্বাধীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার আকাঙ্ক্ষা নিয়ে এ জাতিকে ধাপে ধাপে তৈরি করেন। পাকিস্তানিদের বৈষম্য তিনি বার বার তুলে ধরেছেন। এদেশের মানুষের কথা বলতে গিয়ে তাকে বার বার কারাবরণ করতে হয়েছে। লক্ষ্য স্থির রেখে তিনি এগিয়েছেন। সব বাধাবিপত্তি অতিক্রম করেছেন স্বাধীন দৃঢ়চেতা মনোভাব থেকেই।...বাবার প্রতিটি পদক্ষেপে আমার মা সমর্থন দিতেন। দলের প্রয়োজনে গয়নাগাটি ও ঘরের জিনিসপত্রও বিক্রি করে দিতেন। অনেক নেতার বাড়িতে গিয়ে আমার মা বাজারের টাকাও দিতেন। যাদের তিনি বাজারের টাকা দিতেন তাদের মধ্যে বেঈমান খন্দকার মোস্তাকও ছিল।’ ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

তিনি আরও বলেন, ‘মায়ের কোনও চাহিদা ছিল না। কোনও চাহিদার কথা বাবাকে বলতেন না। তাঁর ত্যাগের কথা বলে শেষ করা যাবে না। আমার মা ত্যাগ স্বীকার করেছেন বলেই আব্বা দেশের জন্য কাজ করতে পেরেছেন। মা পাশে ছিলেন বলেই আব্বা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করতে পেরেছিলেন। দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। দেশ স্বাধীনের পর তিনি শূন্য থেকে শুরু করে একটা প্রদেশকে রাষ্ট্র হিসেবে গড়ে দিয়ে গেছেন।’

বঙ্গমাতার উৎসাহে জতির পিতা জেলে বসে লেখালেখি করতেন উল্লেখ করে বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘জেলে যাওয়ার সময় মা খাতাগুলো দিতেন বলেই আজ আমরা ইতিহাসের অনেক কথা জানতে পারছি। আরও কিছু লেখা শিগগিরই বের হবে। সেখান থেকে আরও অনেক কিছু জানতে পারবো।’

ছয় দফা হবে না আট দফা হবে তা নিয়ে দলের মধ্যে সৃষ্ট বিতর্কের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, ‘একসময় ছয় দফা হবে না আট দফা হবে তা নিয়ে দলের মধ্যে তুমুল বিতর্ক হলো। পাকিস্তান থেকে দলের নেতারা আসলেন। আওয়ামী লীগের একটা গুণ আছে দলের তৃনমূল নেতারা সব সময় সঠিক সিদ্ধান্ত নেয়। কিন্তু উঁচু মহলে গেলে একটু উল্টোপাল্টা হয়ে যায়। তখন দেখেছি অনেক বড় বড় নেতারা আট দফার দিকে জোর দিচ্ছেন। কিন্তু মার একটাই কথা ছিলো উনি (বঙ্গবন্ধু) ছয় দফা দিয়ে গেছেন, এর বাইরে যাওয়া যাবে না। তখন মায়ের পক্ষে ছিল পার্টির তৃনমূল কর্মী আর ছাত্রলীগ। পরে ২/৩ দিন মিটিংয়ের পরে সিদ্ধান্ত হয় ছয় দফাই থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দেশে অনেক রকম রাজনীতি হয়। অনেকে রাজনীতি করে অর্থ সম্পদ বাড়িয়ে নিজের মান মর্যাদা বাড়িয়ে নেন। কিন্তু বঙ্গবন্ধু রাজনীতি করেছিলেন দেশের মানুষের জন্য। মানুষ মন্ত্রিত্বের জন্য দলও ত্যাগ করেন। কিন্তু বঙ্গবন্ধু মন্ত্রিত্ব ত্যাগ করেছিলেন দলের জন্য। এট সবার জন্য একটা শিক্ষার বিষয়।’

আরও পড়ুন- ছাত্রলীগের কাছে এলে মনে হয় মন খুলে কথা বলি: শেখ হাসিনা

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট হলেন ১৯ জ্যেষ্ঠ রাজনীতিক
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
সিনিয়র শিক্ষককে ‘দেখে নেওয়ার’ হুমকি জুনিয়র শিক্ষকের
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
দক্ষিণ লেবাননে ‘আক্রমণাত্মক পদক্ষেপ’ নিচ্ছে ইসরায়েল
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
চট্টগ্রাম বন্দর দিয়ে ৯ মাসে ৪৩৫৫ কোটি ডলারের পণ্য রফতানি
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা