X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

যেভাবে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি

সালমান তারেক শাকিল
০১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০০আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০১

প্রথমে পাঁচ বছর ক্ষমতাহীন, পরবর্তী সময়ে চার বছর সংসদের বাইরে থাকায় বিএনপির কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত— সব স্তরের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে হতাশা। দলীয় ইতিহাসে সবচেয়ে সংকটময় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে দলটি। একইসঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের নানামুখী চাপ ও হাজার-হাজার মামলায় এই দলের নেতাকর্মীরা বিপর্যস্ত। এরইমধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আশার আলো দেখছেন বিএনপি নেতারা। আর এই নির্বাচনকে সামনে রেখেই চলতি বছর ঘর গোছানোর কাজ প্রায় শেষ করে এনেছেন তারা। জুলাই থেকে শুরু করেছেন দুই মাসব্যাপী দলের সদস্য সংগ্রহ অভিযান। আর আগস্টে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন। ইতোমধ্যেই তারা জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেদের যুক্ত করছেন।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় (ফাইল ছবি) এসব কর্মকাণ্ডের মাধ্যমে মাঝে দলকে আরও জনসম্পৃক্ত করে তোলার লক্ষ্যে কাজ করছেন আগামী নির্বাচনে মনোনয়ন-প্রত্যাশী নেতারা। বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা বলছেন, দলটি ঘুরে দাঁড়াচ্ছে। আর আগামী নির্বাচনেও অংশ নেবে। সুষ্ঠু নির্বাচন হলে দলটি বিএনপি জয়ী হবে। দলের নীতি-নির্ধারণী পর্যায়ের নেতাদের মতে, গণতন্ত্র মানেই নির্বাচন, সংলাপ। তারা বলছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচন প্রশ্নবিদ্ধ হলেও আগামীতে স্বচ্ছ হবে।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় আমাদের নেতাকর্মীরা একটা সময়পর্যন্ত নিশ্চুপ ছিলেন। এখন সাবই সক্রিয় হচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এমন কোনও নেতাকর্মী নেই, যার বিরুদ্ধে মামলা নেই। এগুলো নিয়েই সরকার মনে করেছিল, আমাদের নিষ্ক্রিয় করে রাখবে। নিশ্চিহ্ন করে ফেলবে। আমাদের বিরুদ্ধে নেতাকর্মীদের গুম-খুন করেও সফল হয়নি সরকার।’
সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী আরও যোগ করেন, ‘সরকারের গোয়েন্দা সংস্থাগুলো কয়েক মাস আগে জরিপ করেছে, এই জরিপেও আওয়ামী লীগের ভোটের অবস্থা অত্যন্ত নাজুক। এটা সরকারও জানে। এটাই বিরোধী দল হিসেবে বিএনপির সবচেয়ে বড় সফলতা।’
তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবশ্য বিগত আট বছরে বিরোধী দল হিসেবেই সাফল্য দেখছেন অন্যত্র। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘কয়েক লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলার পরও তারা উজ্জীবিত।’ তিনি বলেন, ‘এত কিছুর পরও ২০১৪ সালের নির্বাচনে দেশের বেশিরভাগ দল নির্বাচনে অংশ নেয়নি। এটাই বিএনপির গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সাফল্য।’
ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, ‘বিএনপি এমন একটি দল, যে দলটি যুগের প্রয়োজনে, কালের প্রয়োজনে, মানুষের প্রয়োজনে সৃষ্টি হয়েছিল। যার ফলেই ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা খুব সোচ্চার কণ্ঠে, দৃঢ়তার সঙ্গে, আত্মপ্রত্যয়ের সঙ্গে বলতে পারি, বিএনপি হচ্ছে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় রাজনৈতিক দল। তাদের হৃদয়ের কাছাকাছি একটি দল।’
প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের আগে-পরে সহিংস আন্দোলন করে বিএনপি। অবশ্যই পরবর্তী সময়ে সহিংস আন্দোলন থেকে সরে এসে দল গোছানো, নিয়মিত টেবিলটক ও আলোচনা সভার মধ্যেই রাজনৈতিক কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখে দলটি। এর বাইরে সভা-সমাবেশ করতে চাইলেও বেশিরভাগ ক্ষেত্রেই আয়োজন করতে ব্যর্থ হয়েছে বিএনপি।
এ বিষয়ে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বাংলা ট্রিবিউনকে জানান, ‘বিগত চার বছরে বিএনপির বেশিরভাগ সমাবেশের অনুমতি দেয়নি পুলিশ প্রশাসন।’ এক্ষেত্রে অনুমতি না দেওয়ার ঘটনা ঘটেছে প্রায় সাত বার। এর মধ্যে ৫ জানুয়ারি উপলক্ষে শনিবার (৭ জানুয়ারি) সমাবেশ করতে দু’টি স্থানের অনুমতি চাইলেও পায়নি সাবেক ক্ষমতাসীন এই দলটি।
যেসব সমাবেশ করার অনুমতি পায়নি বিএনপি; সেগুলো হচ্ছে, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মানববন্ধন, ২০১৫ সালের ৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা দিবস’, ২০১৬ সালের ২ অক্টোবর সাদেক হোসেন খোকার বাড়ির বরাদ্দ বাতিলের প্রতিবাদে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে, একই বছরের ৭ নভেম্বর উপলক্ষে সমাবেশ করতে ৭, ৮ ও ১৩ নভেম্বর অনুমতি চাইলেও প্রশাসন সাড়া দেয়নি। এছাড়া ২০১৪ সালের ১৪ মে, একই বছরের ২২ মে গুম-খুনের প্রতিবাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট-এ সমাবেশ করতে পারেনি বিএনপি। সর্বশেষ ৫ জানুয়ারি উপলক্ষে সমাবেশ করতে ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী বা নয়া পল্টন চাইলেও প্রশাসন অনুমতি দেয়নি।
২০১৪ সালের ২৭ ডিসেম্বর গাজীপুরে সমাবেশ করতে সক্ষম হয়নি দলটি। ওই দিন সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। তবে বিএনপি গাজীপুর বিভাগে এ দিন হরতাল পালন করে। এরপর থেকেই বিএনপির সমাবেশ ঘিরে কড়া অবস্থানে যায় সরকার।
এ প্রসঙ্গে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি যেভাবে দাঁড়িয়ে আছে, সেটি খুব কঠিন। নেতাকর্মীদের বিরুদ্ধে এত বেশি মামলা, প্রতিদিনই কোনও না কোনও আদালতে নেতাকর্মীদের মামলায় হাজিরা দিতে হয়।’
বিএনপি চেয়ারপারসনের আইনজীবী সানাউল্লাহ মিয়া বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘শুধু দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ২৫টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি দুদকের মামলা। বাকিগুলোর মধ্যেরয়েছে হত্যা, নাশকতা ও পুলিশের কাজে বাধা দেওয়াসহ রাষ্ট্রদ্রোহের মামলা।’
দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটির ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া সম্পর্কে জাতীয়তাবাদী ঘরানার বুদ্ধিজীবী সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিএনপির কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে, বিএনপি নির্বাচন করবে। একটি গণতান্ত্রিক সুষ্ঠু, অবাধ নির্বাচন হলে দলটি অংশ নেবে।’ তিনি আরও বলেন, ‘আমার ধারণা বিএনপি যেহেতু একটি গণতান্ত্রিক দল, দলটির লক্ষ্যও গণতান্ত্রিক রাজনীতি, সেহেতু অন্য কোথাও যাওয়ার সুযোগ দলটির নেই। আর যদি কেউ মনে করেন, বিএনপি গণতান্ত্রিক কর্মসূচির বাইরে যাবে, সেটা ভুল।’
২০১৪ সালের সহিংস আন্দোলন সম্পর্কে মাহফুজ উল্লাহ বলেন, ‘বিএনপির বিরুদ্ধে যে ধরনের আন্দোলনের কথা বলা হয়, এ ধরনের আন্দোলন পৃথিবীর বহু দেশেই হয়েছে। কাজেই এটি কোনও বিষয় না। আওয়ামী লীগও এ ধরনের আন্দোলন করেছে। যদি আগুন জ্বালানো, পোড়ানো, মারামারির কথা বলা হয়, তাহলে এগুলো বিএনপির আগে আওয়ামী লীগই করেছে।’
বিএনপির শুভানুধ্যায়ী বুদ্ধিজীবী ডা. জাফরুল্লাহ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করাই হবে বিএনপির ঘুরে দাঁড়ানোর উপায়। জিয়াউর রহমানের চিন্তাধারা ছিল সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করা। রাজনীতি, কর্মক্ষেত্র ও দেশ শাসনে সবাইকে সঙ্গে নিতে হবে। তিনি যখন গেরিলাদের ট্রেনিং দিতেন সেখানে শ্রমিক ছিলেন, কৃষক ছিলেন, ছাত্র ছিলেন, বিভিন্ন পেশার লোক ছিলেন। আমার ধারণা, সেখান থেকেই জিয়াউর রহমান সবাইকে নিয়ে কাজ করার প্রেরণা পেয়েছিলেন। বিএনপিকে ঘুরে দাঁড়াতে হলে জিয়াউর রহমানের এই আদর্শ অনুসরণ করতে হবে।’

/এমএনএইচ/আপ-এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগঅ্যাটলেটিকোকে বিদায় করে ১১ বছর পর সেমিফাইনালে ডর্টমুন্ড
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়