X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপ দিতে হবে আন্তর্জাতিকভাবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২৮আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২২

 

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ( ফাইল ছবি: সংগৃহীত) রোহিঙ্গা ইস্যুতে সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে চাপ দিতে হবে আন্তর্জাতিকভাবে। সরকারের উচিত এই ইস্যুতে জাতিসংঘের সহযোগিতা চাওয়া।’ মঙ্গলবার (০৫ সেপ্টেম্বর) বিকালে উত্তরার ৪ নম্বর সেক্টরের নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘১৯৭১ সালে আমাদের ওপর যখন পাকিস্তানি বাহিনী আক্রমণ করেছিল, তখন ভারত আমাদের আশ্রয় দেওয়ায় বেঁচে গেছি। আর আমরা এখন রোহিঙ্গাদের দিকে গুলি তাক করে আছি, যেন তারা আসতে না পারে।’

দেশে হঠাৎ করে আবারও জঙ্গি ইস্যু সামনে চলে এসেছে বলে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, ‘আমার কেন জানি মনে হয়, দেশকে একটি জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র হচ্ছে। সরকার একবার বলছে আমরা জঙ্গি নিয়ন্ত্রণ করে ফেলেছি। আবার জঙ্গি ইস্যুকে টিকিয়েও রাখা হচ্ছে। জঙ্গি হিসেবে যাদের ধরা হচ্ছে, তাদের জবাবদিহি না করে হত্যা করে ফেলা হচ্ছে। যা কোনও সমাধান নয়। এ বিষয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত দরকার।’

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু করতে হলে প্রধানমন্ত্রীকে তার পদ থেকে সরে যেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো ক্ষমতাশালী ব্যক্তির পক্ষে নির্বাচনের সময় চুপ করে বসে থাকা বা কোনও কিছু নিয়ন্ত্রণ না করা- এটা হবে অবিশ্বাস্য। তাই আমরা বলছি নির্বাচনের আগে সংসদ ভেঙে দিতে হবে এবং প্রধানমন্ত্রীকে তার পদ থেকে সরে যেতে হবে। না হলে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়।’ তিনি আরও বলেন, ‘আমরা এখনই কোনও সংঘাতে যেতে চাই না। সংঘাত এড়িয়ে যেতে চাই। তাই বলছি একটি নির্দলীয় সহায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। এ জন্য আলাপ-আলোচনা প্রয়োজন, যা গণতন্ত্রের জন্য জরুরি। গণতন্ত্র ও জনগণের কল্যাণের জন্য সরকারকে দাম্ভিকতা পরিহার করে সংলাপে বসতে হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘ অতীত অভিজ্ঞতায় আমরা বরাবর বলে এসেছি যে, আমরা (বিএনপি) নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার চাই। কারণ নির্বাচনকালীন সময়ে যদি দলীয় সরকার থাকে, তাহলে নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হয় না, হবেও না। এ দাবিটা শুধু যে আমরাই করছি, তা নয়। বরং বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের দাবি ছিল নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার (তত্ত্বাবধায়ক) থাকতে হবে। যেহেতু দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একে অন্যের প্রতি আস্থা ও বিশ্বাসের অভাব রয়েছে। পেশীশক্তিতে দিয়ে নিয়ন্ত্রণ করতে চায়।’ তিনি বলেন, ‘‘১৫ জানুয়ারির নির্বাচনটা বিএনপিকে করতে হয়েছিল সাংবিধানিক বাধ্যবাধকতায়। এরপর আমরাই উদ্যোগ নিয়ে তখন নির্বাচনকালীন সরকার অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছি। সেই অনুযায়ী আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে অংশ নিয়েছে, সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বও নিয়েছে। আর আমরা ১১৬ সংসদীয় আসন নিয়ে বিরোধীদলে গিয়েছি। পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও নির্বাচন হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ২০০৭ সালে মঈনুদ্দিন-ফখরুদ্দিন দুই বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে থাকেন। তবে একটি বিষয় পরিষ্কার করতে চাই, তখন আওয়ামী লীগ বলেছিল অবৈধভাবে ক্ষমতা দখল বেআইনি। আর এখন বলছে, ‘১/১১ সরকার’ তাদের আন্দোলনের ফসল।’’
নির্বাচন কমিশনের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান নির্বাচন কমিশনাররা আওয়ামী লীগের দলীয় লোক। সব মতামতকে উপেক্ষা করে গঠন করা হয়েছে শুধু নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে। ইতোমধ্যে তারাও (নির্বাচন কমিশনররা) নেমে গেছেন। কাজেই আমরা ইসি নিয়ে বিতর্কত সৃষ্টি করছি না, বরং বিতর্কত সৃষ্টি করতেই এ ধরনের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।’

/এএইচআর/এএম/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!