X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নারী ও শিশু নির্যাতন মহামারি আকার ধারণ করেছে: রিজভী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১৪আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১৬

 

রুহুল কবির রিজভী (ফাইল ছবি: সংগৃহীত) দেশে একের পর এক নারী ও শিশু নির্যাতনের ঘটনায় সরকারের দুঃশাসনের প্রতিফলন ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘জ্যামিতিক হারে বাড়ছে নারী ও শিশু নির্যাতনের ঘটনায়।  ঘরে-বাইরে কিংবা চলন্ত বাসে অবলীলায় ঘটছে এসব ঘটনা। এ ব্যাপারে সরকারের কোনও বিকার নেই।আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে দেশে নারী ও শিশু  নির্যাতন মহামারি আকার ধারণ করেছে। মঙ্গলবার  দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপী নারী ও শিশুর ভয়াবহ নির্যাতনের প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

রুহুল কবির রিজভী বলেন, ‘নারী নির্যাতনের ঘটনায় দোষীদের আইনের আওতায় এনে  শাস্তির দেওয়ারও  উদ্যোগ নেই সরকারের।  যদিও  মাঝে মধ্যে দুই/একজন গ্রেফতার করা হচ্ছে তারা আবার জামিনে  ছাড়া  পেয়ে যাচ্ছে।’ তিনি  বলেন, ‘যে সরকার  নারী ও শিশুদের নিরাপত্তা দিতে পারে না, সেই সরকার কখনও মানবকল্যাণ বান্ধব হয় না। এ সরকার জুলুমবাজ। গায়ের জোরে বসে থাকা অবৈধ সরকার।  এ সরকারের আচরণের সঙ্গে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর নির্যাতনের গরমিল কোথায়?’ 

খালেদা জিয়ার রাজনীতি করার লাইসেন্স বাতিল করে দেবেন বলে দেওয়া তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের সমালোচনা করে রুহুলি কবির রিজভী বলেন, ‘বাংলাদেশ কি আপনার পৈতৃক সম্পত্তি? শেখ হাসিনাকে খুশি করার জন্য ইনুকে বলতে হয়, খালেদা জিয়ার রাজনীতি করার লাইসেন্স বাতিল করে দিতে হবে।  তথ্যমন্ত্রী এসব কথা বলেন, কারণ  এই কথাগুলোর ওপর তার মন্ত্রিত্ব নির্ভর করছে।’  তিনি বলেন, ‘সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে ঈদের বোনাস দিয়ে বলেছে, তোমরা বিরোধী দলের নেতাকর্মী ও ব্যবসায়ীদের গুম করো। যত পারো টাকা আদায় করো।’

সংগঠনের সহ-সভাপতি  ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জেবা খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আমেনা খাতুন প্রমুখ। 

 

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা