X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন আদায় করে নিতে হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩৭

মির্জা ফকরুল ইসলাম আলমগীর

নির্বাচন আদায় করে নিতে হবে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট

দলীয় নেতাকর্মীদের জনগণের কাছে গিয়ে তাদের ঐক্যবদ্ধ করে ‘জনগণের সরকার’ প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন আদায় করে নিতে হবে। জনগণের শর্ত হচ্ছে—একটি নির্দলীয়, নিরপেক্ষ সহায়ক সরকারের অধীনে নির্বাচন।’শনিবার (৯ সেপ্টেম্বর) বিএনপির ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের সভা-সমাবেশ করতে বাধা দেওয়া হচ্ছে। দেশের বিভিন্ন জেলায় বিএনপির নেতাকর্মীদের সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। কারণ, আওয়ালী লীগ জানে,  বিএনপি সভা-সমাবেশ করলে, রাস্তায় নামলে, নির্বাচনে এলে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না।’

জিয়াউর রহমানের আর্দশকে অনুসরণ করে বিএনপিকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আরও সাহস-শক্তি নিয়ে অত্যাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’ 

বিএনপির মহাসচিব বলেন, ‘এ দেশে নির্বাচন অবশ্যই হবে, নিরপেক্ষ সরকারের অধীনে হবে। সে নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। তাই আমাদের স্পষ্ট কথা, নির্বাচন অবশ্যই চাই। সেই নির্বাচন হতে হবে জনগণের শর্তে। জনগণের শর্ত হচ্ছে, সহায়ক সরকার। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন। সবাই ঐক্যবব্ধ হয়ে জনগণের কাছে যেতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে।’

‘রোহিঙ্গা ইস্যুতে বিএনপি নোংরা রাজনীতি করছে’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘নোংরা রাজনীতি বিএনপি করছে না। বিএনপি উদারপন্থী একটি রাজনৈতিক দল। এ দলে সাম্প্রদায়িকতার লেশমাত্র নেই। বরং আওয়ামী লীগ দেশ স্বাধীন হওয়ার পর থেকেই নোংরা রাজনীতি শুরু করেছে। বিশেষ ক্ষমতা আইন, সংবাদপত্রে স্বাধীনতা হরণ, জরুরি আইন জারি করে আওয়ামী লীগ।’ তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ রোহিঙ্গা ইস্যুতে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। বিএনপি মানবতার পক্ষে কথা বলছে। যখন আমেরিকা থেকে বিবৃতি দেয়, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও তুরস্ক থেকে ফার্স্ট লেডি বাংলাদেশে চলে আসেন, তখন মনে হয়, আওয়ামী লীগের কিছুটা টনক নড়ছে। আমাদের দাবি কূটনৈতিক ব্যবস্থার মাধ্যমে রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে ব্যবস্থা নিতে হবে সরকারকেই।’   

/এএইচআর/এসএমএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!