X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ব্যর্থতা ঢাকতে প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন: ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩১আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৩৬

বিএনপির সংবাদ সম্মেলন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,রোহিঙ্গা সংকট নিরসনে ব্যর্থতা,বড় বড় প্রকল্পে সরকারের  দুর্নীতিসহ সব ক্ষেত্রের ব্যর্থতা ঢাকতে সংসদে প্রধানমন্ত্রী ‘বিএনপি পরিবারকে জড়িয়ে মিথ্যাচার’ করেছে।

বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন,‘অবৈধভাবে ক্ষমতা দখলকারী প্রধানমন্ত্রী গতকাল (বুধবার) সংসদে বলেছেন,  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবার ও সিনিয়র নেতাদের বিদেশে টাকা পাচারের বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীরা যা বলেছেন তা সম্পূর্ণ মিথ্যা,বানোয়াট। এ মিথ্যাচারের জন্য নিন্দা,প্রতিবাদ ও ক্ষমা চাওয়ার আহ্বান জানাই।’

তিনি বলেন,‘খালেদা জিয়ার পরিবার ও দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে  প্রধানমন্ত্রীর এসব উক্তি বানোয়াট ও রাজনৈতিক উদ্দ্যেশ প্রণোদিত। মূলত রোহিঙ্গা সমস্যা সমাধানের ব্যর্থতা ঢাকতেই এই মিথ্যাচার করা হচ্ছে। তাদের এই মিথ্যাচারের জবাব একদিন জনগণ দেবে। আওয়ামী লীগের কাজই হচ্ছে প্রকৃত ইস্যুকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য নতুন ইস্যু তৈরি করা।  প্রধানমন্ত্রী দায়িত্বশীল পদে থেকে মিথ্যা ও ভুয়া তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছেন।’

দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন,‘সংসদে বিএনপি ও আমার নামে সম্পদের যেসব তথ্য দেওয়া হয়েছে। তা মিথ্যা ও বানোয়াট। রাজনৈতিক উদ্দেশে কাল্পনিক গল্প জড়িয়ে বিএনপিকে নানাভাবে ঘায়েল করা। এছাড়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা।’

এদিকে, আসন্ন দুর্গা পূজা উপলক্ষে বিএনপির স্থায়ী কমিটির গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে প্রস্তুতি সভাতে বাধা দেওয়ার অভিযোগ করা হয় বিএনপির পক্ষ থেকে। তিনি বলেন,‘মুখে অসাম্প্রদায়িকতার কথা বলে  সরকার সাম্প্রদায়িক কাজ করে। লড়াই করে হলেও আমরা পূজার আনন্দে জনগণের কাছে পৌঁছাবো। ভয়কে জয় করতেই হবে।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ঢাকা জেলা বিএনপি সভাপতি ডা. দেওয়ান মো. সালাহ উদ্দিন, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবীব, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, নিপুন রায় চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন: লিজে আনা উড়োজাহাজ ফেরত দিতে এবার পরামর্শক খুঁজছে বিমান

 

 

/এএইচআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক