X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গাদের ত্রাণ সহায়তায় ভারতের ‘অপারেশন ইনসানিয়ত’

রঞ্জন বসু, দিল্লি
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:০৩আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:১৬

রোহিঙ্গা সংকট রোহিঙ্গাদের জন্য ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে ভারত। ভারত এই ত্রাণ কার্যক্রমের নাম দিয়েছে ‘অপারেশন ইনসানিয়ত’। হিন্দিতে ইনসানিয়ত শব্দের অর্থ ‘মানবিকতা’। আজ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে চাল-ডাল-লবণ-চিনিসহ ত্রাণবোঝাই ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ বিমান চট্টগ্রামে পৌঁছানোর কথা। আগামী কয়েকদিন এই ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে।

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারকে সমর্থন করলেও বাংলাদেশের কূটনীতিক চাপেই দিল্লি এই ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মিয়ানমার থেকে পালিয়ে আসা লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশকে যে সংকটে ফেলেছে তা গত সপ্তাহেই ভারতের পররাষ্ট্র সচিবকে জানিয়েছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলি। এরপর ঢাকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত হর্ষবর্ধন শ্রিংলাকেও সোমবার (১১ সেপ্টেম্বর) দিল্লিতে ডেকে পাঠানো হয়। দুদিন ধরে তিনি রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে ভারত সরকারকে বিস্তারিত জানান। এরপর ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।

ত্রাণ পাঠানো নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে,দুই দেশের মানুষের মধ্যকার নিবিড় বন্ধুত্বের সম্পর্কের পটভূমিতে বাংলাদেশের যে কোনও বিপদে ভারত চিরকালই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং এবারেও তার কোনও ব্যতিক্রম হবে না। বাংলাদেশ সরকারের যে কোনও প্রয়োজনে ভারত সব সময় সাহায্য করতে প্রস্তুত।

এ বিষয়ে পর্যবেক্ষকরা বলছেন, ভারত ত্রাণ পাঠাচ্ছে মানেই রোহিঙ্গা ইস্যুতে তাদের অবস্থান পুরোপুরি পাল্টে গেল বিষয়টা এভাবে দেখা মোটেও ঠিক হবে না। বরং রোহিঙ্গা সমস্যাকে কেন্দ্র করে ভারতীয় কূটনীতির সামনে যে উভয় সংকট তৈরি হয়েছে,যে মিয়ানমার না বাংলাদেশ কোন বন্ধুপ্রতিম প্রতিবেশীর কথাকে তারা বেশি গুরুত্ব দেবে – এটা তার মধ্যে একটা ভারসাম্য করার চেষ্টা মাত্র।

চট্টগ্রামে আজ বিকালে যে ত্রাণ আসবে তার মধ্যে থাকবে চাল, গম, দু-তিন রকমের ডাল,রান্নার তেল,লবণ,চিনি,বিস্কুট,ইনস্ট্যান্ট নুডলসের প্যাকেট আর মশারি। ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন,বাংলাদেশ যে ধরনের ত্রাণসামগ্রী চাইবে সেগুলোই পাঠানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে। আর এজন্য দুদেশের কর্তৃপক্ষ নিজেদের মধ্যে নিয়মিত যোগাযোগও রাখছেন।

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এই ‘মানবিক ত্রাণ’ পাঠানোর মধ্য দিয়ে ভারত তাদের রোহিঙ্গা নীতিকে একটা মানবিক চেহারা দেওয়ার চেষ্টা করছে কোনও সন্দেহ নেই। তবে মিয়ানমারের সঙ্গে সম্পর্কে তাতে যাতে কোনও বিরূপ প্রভাব না পড়ে, দিল্লি সে ব্যাপারেও রীতিমতো সতর্ক থাকছে।  

আরও পড়ুন:

টেকনাফে ভাড়া থাকছেন রোহিঙ্গারা (ভিডিও)

 

/এসটি/
সম্পর্কিত
মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি
মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা: নিরাপত্তা পরিষদে নিজের অবস্থান তুলে ধরলো বাংলাদেশ
রোহিঙ্গাদের বাসা ভাড়া দিলে নেওয়া হবে আইনি ব্যবস্থা
সর্বশেষ খবর
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া