X
মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমারকে চাপ দিতে হবে: রওশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০১৭, ০৩:১৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০১৭, ০৩:২১

রওশন এরশাদ (ফাইল ছবি)

রোহিঙ্গা সমস্যা সমাধানে আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় সংসদের ১৭তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ পরামর্শ দেন। এসময় সংসদের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সরকারের অত্যাচার-নির্যাতনের কথা তুলে ধরে রওশন এরশাদ বলেন, ‘মিয়ানমার সরকার সীমান্তে মাইন পুঁতেছে। এ সংক্রান্ত আন্তর্জাতিক নিষেধ মানছে না দেশটি। তবে বাংলাদেশের উদ্যোগ প্রশংসনীয়।’

তিনি বলেন, ‘জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বাধীন কমিশন ‘আনান কমিশন’-এর সুপারিশ বাস্তবায়নে মিয়ানমার সরকারের ওপর চাপ দিতে হবে। এটা বাস্তবায়ন হলে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে পারবেন।’

জাতির পিতা নিয়ে বিতর্ক থামানোর জন্য পরামর্শ দিয়ে রওশন আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক হলে আমাদের অস্তিত্ব থাকে না। তবে জাতির পিতাকে কুক্ষিগত করা যাবে না। জাতির পিতা শুধু আওয়ামী লীগের না; জাতির পিতা সার্বজনীন। সেইভাবে চিন্তা করতে হবে।’

দেশে নারী নির্যাতন বন্ধে প্রধানমন্ত্রীর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশে এখন কিশোরী ও ছোট ছোট মেয়েরাও ধর্ষণের শিকার হচ্ছে। প্রতিনিয়ত এ ধরনের ঘটনা ঘটছে। বিচারের দীর্ঘসূত্রিতা, শাস্তি না হওয়ায় এ ধরণের ঘটনা বাড়ছে।’ বিশেষ ট্রাইব্যুনাল করে তিন-চার মাসের মধ্যে ধর্ষণ মামলার রায় দেওয়ার ব্যবস্থা করার সুপারিশ করেন তিনি।

তিনি বলেন, ‘ঢাকায় মানুষের চাপ বাড়ছে। আবাসিক এলাকায় কারখানা হচ্ছে। পরিবেশ নষ্ট হচ্ছে। ঢাকাকে বাসযোগ্য করতে পরিবেশের দিকে নজর দিতে হবে। ঢাকায় দুর্ঘটনাও বাড়ছে। দুর্ঘটনা কমাতে কঠোর পদক্ষেপ নিতে হবে। চলাচলের অযোগ্য বাহন চলছে, লাইসেন্স ছাড়া গাড়ি চলছে। যানজট বাড়ছে। কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ২৫ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। দুর্ভোগ কমাতে আরও বেশি করে উদ্যোগী হতে হবে। ঢাকার আশপাশের নদীগুলো চলাচলের উপযোগী করতে হবে।’

 

/ইএইচএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্যের বিষয় যুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
জাতীয় অভিযোজন পরিকল্পনায় জনস্বাস্থ্যের বিষয় যুক্ত করা হবে: পরিবেশমন্ত্রী
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
সড়ক দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি বিরোধী দলীয় নেতার
বিকেএসপির দুই ম্যাচেও বৃষ্টির হানা, জিতলো গাজী গ্রুপ ও রূপগঞ্জ
বিকেএসপির দুই ম্যাচেও বৃষ্টির হানা, জিতলো গাজী গ্রুপ ও রূপগঞ্জ
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে যা বললেন ড. ইউনূস
আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের উদ্দেশে যা বললেন ড. ইউনূস
সর্বাধিক পঠিত
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
শেখ হাসিনাকে নরেন্দ্র মোদির ‘ঈদের চিঠি’ ও ভারতে রেকর্ড পর্যটক
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
বিসিএস পরীক্ষা দেবেন বলে ক্যাম্পাসে করলেন ঈদ, অবশেষে লাশ হয়ে ফিরলেন বাড়ি
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ডাবের পানি খাওয়ার ১৫ উপকারিতা
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের