X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা ইস্যুতে সরকার জাতিকে বিভক্ত করছে: ২০ দলীয় জোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৩৪

রোহিঙ্গা ইস্যুতে সরকার জাতিকে বিভক্ত করছে, বলে মনে করে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। তারা দাবি করে বলেছে, ‘সরকার রোহিঙ্গা ইস্যু মোকাবিলায় চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।’ শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে জোটের এই অবস্থান তুলে ধরা হয়।

বিএনপি জোটের সংবাদ সম্মেলন ২০ দলীয় জোটের সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ‘সরকার সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা শুরু থেকেই বলে আসছি, সরকার রোহিঙ্গা ইস্যুতে যেন জাতীয় ঐক্যমত তৈরি করে। সেটিতেও তারা ব্যর্থ হয়ছে।’

জোটের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জোটের সমন্বয়ক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০ দলীয় জোটের শরিক দল কল্যাণ পার্টির মহাসচিব এম এম আমিনুর রহমানের নিখোঁজ হওয়ার প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ‘রাষ্ট্রীয় কায়দার গুম করতে সরকার সবসময় সত্যকে গোপন করছে। এই প্রথমবারের মতো বিএনপি জোটের মহাসচিব পর্যায়ের এক ব্যক্তিকে গুম করা হলো।’ এসময় তিনি এ যাবৎ গুম ও নিখোঁজ হওয়া ব্যক্তিদের সন্ধান দাবি করেন।

এক প্রশ্নের উত্তরে মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সরকার গুম-খুন করে বিশ দলীয় জোটকে স্তিমিত করে দিতে চায়। সরকার আবারও জোট ভাঙার ষড়যন্ত্র করছে, এরপরও তারা সফল হবে না। বিশ দলীয় জোট অটুট আছে এবং থাকবে।’

সংবাদ সম্মেলনে এসময় বিশ দলীয় জোটের শরিক দলগুলোর মহাসচিব ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এসটিএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
মননের প্রথম আইএম নর্ম, হাতছানি জিএম নর্মের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুমকি আব্বাসের
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
জানা গেলো বেইলি রোডে আগুনের ‘আসল কারণ’
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও
দেশের ৯ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি, পারদ উঠতে পারে আরও