X
রবিবার, ১৯ মে ২০২৪
৫ জ্যৈষ্ঠ ১৪৩১

চালের দামের ঊর্ধ্বগতি সরকারের অযোগ্যতার ফল: গণসংহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৩৪আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৭, ২৩:৫৫

গণসংহতি আন্দোলন চালের দামের ঊর্ধ্বগতিকে সরকারের অযোগ্যতার ফল বলে দাবি করেছে গণসংহতি আন্দোলন। দলটি মনে করে, একদিকে সরকারের অযোগ্যতায় মোটা চালের দাম প্রায় দ্বিগুণ হয়েছে, অন্যদিকে চালের দাম বৃদ্ধি পেয়েছে— এই অজুহাতে ওএমএসের দরিদ্র মানুষের জন্য বিক্রি করা চালের দাম দ্বিগুণ করে ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এমন দায়িত্বহীন সিদ্ধান্ত চিন্তার বিকারগ্রস্ততারই নিদর্শন।
রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে অনুষ্ঠিত দলের এক বৈঠকে এসব কথা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন আবুল হাসান রুবেল, তাসলিমা আখ্তার, বাচ্চু ভূঁইয়া, ফিরোজ আহমেদ, আবু বকর রিপন, দীপক রায়সহ গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।
বৈঠকে গণসংহতি নেতারা বলেন, সরকার মজুদ চালের পরিমাণ বাড়াতে তেমন কোনও উদ্যোগ নেয়নি। অন্যদিকে, দেশের খোলাবাজারকে ছেড়ে দেওয়া হয়েছে লুটেরা ব্যবসায়ীদের হাতে। সব মিলিয়ে গোটা বাংলাদেশের জনগণ এখন এক অনিরাপদ অব্স্থার মুখোমুখি। ইতিহাসে এই প্রথম মোটা চালের দাম ৫০ টাকা হয়েছে। অথচ গত কয়েক বছরে পোশাক শ্রমিক বা দিনমজুরদের আয় বাড়েনি। ফলে বাংলাদেশের বিপুল পরিমাণ শ্রমজীবী এখন ভাতের কষ্টে ভুগছেন। এই অবস্থার জন্য সরকারের অযোগ্যতা ও বড় ব্যবসায়ীদের জন্য সুবিধা করে দেওয়ার নীতিই দায়ী।
গণসংহতি নেতারা আরও বলেন, সরকারের যেখানে কর্তব্য ছিল দাম কমিয়ে রেখে বাজার নিয়ন্ত্রণ করা, সেখানে সরকারই চালের দাম দ্বিগুণ করে খোলাবাজারে দাম বৃদ্ধিকে উৎসাহিত করছে, বৈধতা দিচ্ছে।
বৈঠকে অবিলম্বে ওএমএসের চাল ১৫ টাকাতেই বিক্রি করার এবং এর আওতা বাড়ানোর দাবি জানায় গণসংহতি আন্দোলন।

/এসটিএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
উত্তরা ইউনিভার্সিটিতে রিসার্চ অ্যান্ড পাবলিকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠিত
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
চট্টগ্রামে লরি চাপায় মৃত্যু বেড়ে তিন
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
রাজধানীতে রিকশাচালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
স্ত্রীর সঙ্গে ঝগড়া, স্বামীর লাশ উদ্ধার
সর্বাধিক পঠিত
মামুনুল হক ডিবিতে
মামুনুল হক ডিবিতে
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
৩০ শতাংশ বেতন বৃদ্ধির দাবি তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
আমেরিকা যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
নির্মাণের উদ্দেশ্যে ভালো সড়ক কেটে ২ বছর ধরে খাল বানিয়ে রেখেছে
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?
গরমে সুস্থ থাকতে কোন কোন পানীয় খাবেন? ইলেক্ট্রোলাইট পানীয় কখন জরুরি?