X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

‘খাদ্যমন্ত্রীর মিয়ানমার সফর ছিল আনন্দ ভ্রমণ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৬

বিএনপি’র মানববন্ধনে বক্তব্য রাখছেন নজরুল ইসলাম খান সরকারের অব্যবস্থাপনার কারণেই সারাদেশে চালের দাম বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘যে সময়ে মিয়ানমারে রোহিঙ্গাদের হত্যা করা হচ্ছে, ঠিক ওই সময়েই খাদ্যমন্ত্রী মিয়ানমার গেলেন চাল কিনতে। খাদ্যমন্ত্রী যদি বাধ্য হয়েই গিয়ে থাকেন, তাহলে স্ত্রীকে কেন সঙ্গে নিলেন? এতেই বোঝা যায়, খাদ্যমন্ত্রীর ওই সফর ছিল আনন্দ ভ্রমণ।’
সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে নজরুল ইসলাম খান এ মন্তব্য করেন। ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের কেরানীগঞ্জের বাড়িতে দুর্গাপূজার প্রস্তুতি সভায় আক্রমণের প্রতিবাদ’ শীর্ষক এই কর্মসূচির আয়োজন করে বিএনপি।
মানববন্ধনে বাংলাদেশ সরকারের অক্ষমতার কারণেই মিয়ানমারের হেলিকপ্টার বারবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করছে দাবি করে নজরুল ইসলাম খান বলেন, ‘সরকারের অক্ষমতার কারণেই মিয়ানমারেরর হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করছে এবং সীমান্তে প্রতিনিয়ত বাঙালিদের হত্যা করা হচ্ছে। সরকারকে বলতে চাই, যদি এসব রুখতে না পারেন তাহলে ক্ষমতায় থাকার কী দরকার আছে? এ সরকারের বিরুদ্ধে গণবিস্ফোরণ ঘটবে। ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা এই সরকারকে হটিয়ে দেশে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিত করা হবে।’
বিএনপির ত্রাণ সামগ্রী নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্যে সমালোচনা করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ‘রোহিঙ্গা শিবিরে আওয়ামী লীগ কিংবা মহাজোট সরকারের কোনও দলকে আমরা সাহায্য-সহযোগিতা করতে দেখিনি। তারা শুধু বড় বড় কথা বলেন। আর ওবায়দুল কাদের তো টিপিয়ে-টিপিয়ে মিথ্যা কথা বলেন।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু’র সভাপতিত্বে মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী ও ড. সুকোমল বড়ুয়া, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-

চালের দামের ঊর্ধ্বগতি সরকারের অযোগ্যতার ফল: গণসংহতি

মিয়ানমার দূতাবাস ও জাতিসংঘ অফিসে হেফাজতের স্মারকলিপি

/এএইচআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৪ এপ্রিল, ২০২৪)
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক