X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচন ও রাজনীতির ভবিষ্যৎ জানতে ব্যস্ত যুক্তরাষ্ট্র

পাভেল হায়দার চৌধুরী
১৯ সেপ্টেম্বর ২০১৭, ২০:৫৭আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২১:০২

 

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র আগামী সংসদ নির্বাচন ও দেশের রাজনীতির ভবিষ্যৎ কী হচ্ছে, তা জানতে ব্যস্ত হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। এই দু’টি বিষয়ে জানতে তৎপরতা শুরু করেছে বাংলাদেশে নিযুক্ত দেশটির দূতাবাস কর্মকর্তারা। এই লক্ষ্যে তারা ইতোমধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ, সংসদের বাইরে থাকা বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের নীতি-নির্ধারক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে অনির্ধারিত বৈঠকে মিলিত হতে শুরু করেছেন। 

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফের সঙ্গে অনির্ধারিত বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র  দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক পরামর্শক বিল ময়েলার এবং সরকারি মাঠপরামর্শক জাফরি নিল ভ্যানস। এই দুই কর্মকর্তা বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারের সঙ্গেও।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের একজন নেতা জানান, ওই বৈঠকে আগামী নির্বাচন কিভাবে হবে, বিএনপির অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের কী উদ্যোগ নেওয়া উচিত–এসব বিষয়ে আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধিদের কাছে জানতে চেয়েছেন, বিএনপিকে নির্বাচনে আনতে সরকারি দল বিশেষ কোনও পদক্ষেপ নেবে কিনা? জবাবে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, বিএনপি আগামী নির্বাচনে আসবে কিনা, তা একান্তই তাদের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। এ বিষয়ে আওয়ামী লীগের কিছু করার নেই। তবে আওয়ামী লীগ সবার অংশগ্রহণে আগামী নির্বাচন করতে চায়।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত সপ্তাহে যুক্তরাষ্ট্র দূতাবাসের দায়িত্বশীল দুই কর্মকর্তার সঙ্গে আগামী নির্বাচন ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে।’

জানতে চাইলে যুক্তরাষ্ট্র দূতাবাসের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়টি স্বীকার করেছেন বিএনপি নেতা  আমীর খসরু মাহমুদ চৌধুরীও।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নির্বাচন ঘনিয়ে এলেই বিদেশি শক্তিগুলোও তৎপর হয়ে ওঠেন। এটা পুরনো রীতি। এবারও বিদেশিরা তৎপরতা শুরু করেছে।’ তিনি বলেন, ‘বিদেশি তৎপরতায় কিছু যাবে-আসবে না। নির্বাচন হবে বাংলাদেশে, সুতরাং রাজনৈতিক দলগুলোই ঠিক করবে সব কিছু।’

দলটির সভাপতিমণ্ডলীর আরেক সদস্য কাজী জাফরউল্যাহ বলেন, ‘বিদেশি তৎপরতায় ভীত নয় আওয়ামী লীগ। নির্বাচন হবে, বাংলাদেশের জনগণই তাদের প্রতিনিধি নির্বাচন করবে। প্রতিনিধি ঠিক করেই ক্ষমতায় বসাবে। বিদেশি কারও তৎপরতায় কিছু আসবে-যাবে না।’

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
চুয়াডাঙ্গায় বৃষ্টির প্রার্থনায় নামাজ আদায়, মোনাজাতে কান্না
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
ঢাবির সুইমিংপুলে শিক্ষার্থী মৃত্যু: বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
‘লম্বা’ নায়িকা প্রসঙ্গে কৃতির ব্যাখ্যা
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
ভান মুন নোয়াম বমকে ছাত্রলীগ থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
রাজকুমার: নাম নিয়ে নায়িকার ক্ষোভ!
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
টাকা উড়ছে রেস্তোরাঁয়, নজর নেই এনবিআরের
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
সাবেক আইজিপি বেনজীরের অবৈধ সম্পদের অনুসন্ধান করবে দুদক
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
তাপপ্রবাহ থেকে ত্বক বাঁচানোর ৮ টিপস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ