X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

সদস্য সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি বিএনপি

আদিত্য রিমন
২০ সেপ্টেম্বর ২০১৭, ২১:১২আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২৩:১১

 

চলতি বছরের ১ জুলাই বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন খালেদা জিয়া দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্ধারণ করে দেওয়া দুই মাসের মধ্যে প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযানের  লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে বিএনপি। গত ১ জুলাই শুরু হয়ে ৩১ আগস্টের মধ্যে ‘এক কোটি’ ফরম পূরণের কথা থাকলেও লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে এই পর্যন্ত কত সদস্য সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে দলের দায়িত্বশীল কেউই বলতে পারছেন না। এদিকে, এই কার্যক্রমের সময়সীমা অক্টোবর পর্যন্ত বাড়ানো হবে বলে দলটির দফতর বিভাগ ও চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের একাধিক সূত্রে জানা গেছে।

বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতারা বলছেন, সরকারের নানামুখী বাধা ও প্রাকৃতিক দুর্যোগের কারণেই সদস্য সংগ্রহ অভিযানে লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে নেতারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে প্রাপ্ত ফল নিয়ে সন্তুষ্ট। তারা আশা করছেন, বাকি যে কয়দিন আছে, তাতে আরও কিছু নতুন সদস্য যোগ হবে বলে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী (দফতরের দায়িত্বপ্রাপ্ত) বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের টার্গেটের অর্ধেকের মতো পূরণ হয়েছে। তবে ঠিক কত লাখ নতুন সদস্য সংগ্রহ হয়েছে, তার হিসাব করা হয়নি। এখনও সদস্য সংগ্রহ অভিযান চলছে। দলীয় প্রধান খালেদা জিয়া দেশে ফিরে এলে তালিকা প্রকাশ করা হবে।’

বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতা জানান, বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমে ক্ষমতাসীন আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় বাধা দিয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও বাধা এসেছে। এর বাইরে সাম্প্রতিক বন্যার কারণে সৃষ্ট বিপর্যয়ে নেতাকর্মীরা ত্রাণ বিতরণ নিয়ে ব্যস্ত ছিলেন। বন্যা শেষ না হতেই মিয়ানমারে রোহিঙ্গা ইস্যু নিয়ে কর্মসূচিতে ব্যস্ত হয়ে পড়ে বিএনপির নেতাকর্মীরা। নেতারা মনে করেন, এসব কারণেই প্রাথমিক সদস্য সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জনে সফল হওয়া যায়নি। ফলে, দ্বিতীয় দফায় আরও একমাস সময় বাড়ানো হতে পারে।   

এ প্রসঙ্গে বিএনপি নেতা রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ‘আমাদের সদস্য সংগ্রহ কার্যক্রমে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও সরকারের পক্ষ থেকে বাধা এসেছে। এছাড়া নেতাকর্মীরা হাওরের বন্যার কারণে বন্যার্ত ও রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের কাছে সদস্য সংগ্রহ অভিযান কিছুটা ব্যাহত হয়েছে।’

 লক্ষ্যমাত্রা অর্জনে সাফল্য না আসলেও দলটির দফতর বিভাগ সন্তুষ্ট বলে জানায়। বিএনপির উপ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিভিন্ন জেলা থেকে নতুন সদস্য সংগ্রহের কার্যক্রম চলছে। কিছু কিছু তালিকাও আসছে। কিন্তু এর হিসাব এখনও আমরা করিনি। আর ৫-৬ দিন পরে হিসাব করব। যা হয়েছে, তাতে আমরা সন্তুষ্ট।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন কেন্দ্রীয় নেতা বলেন,  ‘এত কম সময়ে ১ কোটি নতুন সদস্য সংগ্রহ করা কোনোভাবেই সম্ভব নয়। কারণ, হামলা-মামলার ভয়ে বিভিন্ন জায়গায় চাইলেও নেতাকর্মীরা নির্ভয়ে কাজ করতে পারছেন না। তাই সময় বাড়ানো হবে। তবে এ বিষয়ে এখনও  চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

বিএনপির মিডিয়া উইং জানিয়েছে,  প্রায় ৬০ লাখের বেশি ফরম বিতরণ করা হয়েছে। সারা দেশের নেতাকর্মীদের কাছে এই ফরম পৌঁছে গেছে। ১০ টাকা দরের এই ফরমে ইতোমধ্যে প্রায় ৬ কোটি টাকা সংগৃহীত হয়েছে।

গত ১ জুলাই দুই মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করেন চেয়ারপারসন খালেদা জিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছিলেন, ‘গত ২০১৩ সালে সদস্য সংগ্রহ কার্যক্রমের লক্ষ্যমাত্রা ছিল ৫০ লাখ। এবার আমাদের টার্গেট ১ কোটি।’ ওই অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করেন, ‘সবাই মিলে দায়িত্ব নিলে এটা কঠিন কাজ নয়।’

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানান, ‘ফরম বিতরণের সংখ্যা এখন পর্যন্ত প্রায় ৬০ লাখ পেরিয়ে গেছে। আশা করি, নেতাকর্মীদের তথ্য দিয়ে আধুনিক ডাটাবেজ করা হবে।’

আরও পড়ুন: গোয়েন্দা নজরদারিতে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান

/এসটিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসা ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া