X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘রোহিঙ্গা সংকট মোকাবিলায় সরকার কূটনৈতিকভাবে ব্যর্থ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০৮

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন (ছবি: সংগৃহীত) রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্যের ডাক প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় রাজনীতিকে প্রাধান্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘জনগণ প্রধানমন্ত্রীর এই ধরনের পদক্ষেপ সমর্থন করবে না। রোহিঙ্গা সংকট মোকাবিলায় আজ সরকার কূটনৈতিকভাবে সম্পূর্ণ ব্যর্থ।’ শনিবার দুপুরে (২৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইনস্টিটিউট অব পলিটিক্যাল স্টাডিজ আয়োজিত  ‘বিচার বিভাগ, সরকার বাহাস: বাংলাদেশে আইনের শাসনের ভবিষ্যৎ’ এক শীর্ষক আলোচনায় সভায় তিনি এ সব কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যখন চীনের রাষ্ট্রপতি বাংলাদেশে এসেছিলেন, তখন আমাদের প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, বাংলাদেশ-চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আকাশচুম্বী। প্রধানমন্ত্রী ভারত থেকে ফিরে এসে বলেছেন, বাংলাদেশ-ভারতের কূটনৈতিক সম্পর্ক হিমালয়ের সমান। আজ আমরা দেখছি, রোহিঙ্গা সংকটে তারা আমাদের পাশে নেই। চীনও ভারত মিয়ানমারের পাশে। আজ যখন দেখতে পাই, সরকার কূটনৈতিকভাবে একা, তখন আমরা উদ্বিগ্ন।’

বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে খন্দকার মোশাররফ হোসেন  বলেন, ‘বিএনপি বর্তমানে সবচেয়ে জনপ্রিয় ও বড় দল। বিদেশে গিয়ে প্রধানমন্ত্রী বিএনপিকে সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন বলেছেন। তার এই বক্তব্যের নিন্দা জানানোর ভাষা আমাদের নেই। প্রধানমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা দুর্ভাগ্যজনক।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এ ধরনের কথা-বার্তা বলে দেশকে বিভক্ত করছেন। ২০১৪ সালের মতো ভবিষ্যতেও গায়ের জোরে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ।’

বিএনপির এই নেতা বলেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক দল।  জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠিতা। এই দল জনগণের ভোটে পাঁচ বার দেশ পরিচালনা করার সুযোগ পেয়েছে। জিয়াউর রহমান  প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জনগণের প্রত্যক্ষ ভোটে। বিচারপতি আবদুস সাত্তার প্রেসিডেন্ট  নির্বাচিত হয়েছেন জনগণের প্রত্যক্ষ ভোটে। আমাদের নেত্রী খালেদা জিয়া তিন বার প্রধানমন্ত্রী হয়েছেন এদেশের মানুষের ভোটের মাধ্যমে।’

ব্যারিস্টার সারোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, গণস্বাস্থ্য সংস্থার ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী,ব্যারিস্টার শাকিলা ফারজানা প্রমুখ।

/এএইচআর/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
পার্বত্য অঞ্চলে অদৃশ্য শক্তি বলে কোনও কথা নেই: পার্বত্য প্রতিমন্ত্রী
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
জাতীয় ক্রীড়া পরিষদের নারী কর্মচারীর অকস্মাৎ মৃত্যু, অভিযোগ সচিবের দিকে!
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা