X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

‘সহায়ক সরকার’ ইস্যুতে বিএনপিকে শরিক দলগুলোর পরামর্শ

সালমান তারেক শাকিল
২৩ সেপ্টেম্বর ২০১৭, ২৩:০১আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৮

 

২০ দলীয় জোট নির্বাচনকালীন ‘সহায়ক সরকারের’ রূপরেখা উপস্থাপনের আগে পদ্ধতিটি নিয়ে শরিক দলগুলোর কাছ থেকে লিখিত পরামর্শ নিয়েছে ২০ দলীয় জোট প্রধান  বিএনপি। শরিক দলগুলোর কাছ থেকে পাওয়া অভিমত শিগগিরই পাঠানো হবে লন্ডন সফররত দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে। এরপর যাচাই-বাছাই করে গ্রহণযোগ্য প্রস্তাবগুলো সহায়ক সরকারের রূপরেখায় অন্তর্ভুক্ত  করা হবে। তবে জামায়াতসহ কয়েকটি দল এখনও লিখিত বা মৌখিক পরামর্শ দেয়নি। বিএনপিসহ জোটভুক্ত শরিক দল ও বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য  জানা গেছে।

শরিক দলগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, চলতি বছরের জুলাইয়ের শেষ সপ্তাহে সমন্বয়ক মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোট নেতাদের বৈঠকে ডাকেন নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে।ওই বৈঠকে তিনি খালেদা জিয়ার নির্দেশনা উদ্ধৃত করে শরিক দলগুলোকে সহায়ক সরকারের প্রস্তাবনা জমা দিতে বলেন। এরপর বেশিরভাগ দল লিখিতভাবে প্রস্তাব জমা দেয় বিএনপি মহাসচিবের কাছে।

সম্প্রতি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপেও শরিক দলগুলো কয়েকটি বিষয়ে মিল রেখেই প্রস্তাব দিয়েছে। এরমধ্যে নির্বাচনে সেনা মোতায়েন, ইভিএম বাতিল ও সহায়ক সরকারের অধীনে নির্বাচন ইস্যু উল্লেখযোগ্য।

জোটের একটি সূত্র জানায়, শরিক দলগুলোর প্রস্তাব লন্ডনে খালেদা জিয়ার কাছে পাঠানো হবে। তবে, ঠিক কবে পাঠানো হতে পারে, এ নিয়ে সুনির্দিষ্ট কোনও তথ্য জানাতে পারেনি সূত্রটি।

পরামর্শ-প্রস্তাব জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে শরিক দল জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ শনিবার বিকালে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘সহায়ক সরকারের বিষয়ে আমাদের কাছ থেকে ড্রাফট নিয়েছে বিএনপি। আমরা জমা দিয়েছি। প্রায় এক মাস হয়ে গেছে জমা দিয়েছি।’

লিখিত প্রস্তাব দিয়েছে খেলাফত মজলিস। দলটির মহাসচিব অধ্যাপক আহমদ আবদুল কাদের বলেন, ‘খালেদা জিয়া লন্ডন সফরে যাওয়ার পরই আমরা পরামর্শ-প্রস্তাব দিয়েছি।’

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বলেন, ‘মাসখানেক আগে পরামর্শ জমা দিয়েছি বিএনপিকে।’ 

১২ টি প্রস্তাব দেওয়া জমা হয়েছে বলে জানান লেবার পার্টির প্রধান মোস্তাফিজুর রহমান ইরানও। তিনি বলেন, ‘বিএনপির প্রস্তাব পাওয়ার পরই আমরা লিখিতভাবে ১২টি প্রস্তাব দিয়েছি।আমি আশা করি, আমাদের প্রস্তাবের অনেক অংশই খালেদা জিয়ার সহায়ক সরকারের রূপরেখায় যোগ হবে। দেশ-বিদেশে অনেকের কাছ থেকে আমরা অভিমত নিয়েছি। মানের দিক থেকে আমাদের পরামর্শই ভালো হয়েছে বলে মনে করি।’

বিএনপি নেতারা জানান, ২০ দলীয় জোটই নয় শুধু, সমমনা বিভিন্ন পেশাজীবীর কাছ থেকেও পরামর্শ চাওয়া হয়েছে।  জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সহায়ক সরকারের প্রস্তাবটি একটি মুক্ত আলোচনার বিষয়। এটি তো কেবল বিএনপির জন্য নয়। জনগণের জন্যও। প্রস্তাবের বিষয়ে বিভিন্ন পেশাজীবীর কাছ থেকে পরামর্শ চাওয়া হয়েছে। ২০ দলীয় জোটের শরিক দলগুলোও পরামর্শ-প্রস্তাব জমা দিয়েছে।’

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘সার্বিকভাবে পরামর্শ নেওয়া হচ্ছে। আইনি বিষয়ে পারদর্শী যারা, প্রফেশনাল ক্যারিয়ার যাদের আছে, তাদের অনেকের মত নেওয়া হয়েছে। এই বিষয়টি  তো জাতীয় ঐক্যের কেন্দ্রবিন্দু হতে পারে। জাতীয় ঐক্যের মধ্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

লেবার পার্টির একটি সূত্র জানায়, দলটি ১২টি প্রস্তাব দিয়েছে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৩ মাসের ছুটিতে পাঠিয়ে একজন প্রবীণ রাজনীতিবিদকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া। এ ক্ষেত্রে আগের সব নির্বাচনে বিজয়ী প্রথম সারির ৪টি দল থেকে ২ জনকে মনোনয়ন করা যেতে পারে। দলটির প্রস্তাবের মূল বিষয় হচ্ছে, কোনোভাবেই রাজনীতিবিদ ছাড়া অন্য কোনও পেশার কাউকে নিয়োগ দেওয়া যাবে না।

জোটের শরিক একটি সূত্র জানায়, জুলাইয়ের বৈঠকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচনি সমস্যা সমাধানে দীর্ঘস্থায়ী প্রস্তাবের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছিল। যদিও ওই বৈঠকে তিনি সহায়ক সরকারের রূপরেখাটি কেবল আগামী ২০১৯ সালের নির্বাচনকে কেন্দ্র করেই হচ্ছে বলে জানান।

বিএনপির ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে পরামর্শ চাওয়া হলেও অনেক দলই প্রস্তাব দেয়নি। এক্ষেত্রে এলডিপি ও বাংলাদেশ ন্যাপ রয়েছে।

এ বিষয়ে ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা কোনও লিখিত পরামর্শ দেইনি। মৌখিকভাবে যা ভালো মনে করেছি, দিয়েছি।’

এলডিপি কোনও প্রস্তাব দিয়েছে কিনা বা বিএনপির পক্ষ থেকে কোনও পরামর্শ চাওয়া হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে এলডিপির সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম বলেন, ‘প্রস্তাব চাওয়া বা দেওয়ার বিষয়ে আমার জানা নেই।’

এছাড়া জোট শরিক জামায়াতে ইসলামী এখনও কোনও পরামর্শ দেয়নি বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরার একজন সদস্য। তিনি বলেন, ‘এখনও দেওয়া হয়নি বলেই জানি।’

তবে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের দাবি, ‘বিএনপি-জামায়াতের মধ্যে আন্তঃসম্পর্ক আছে। তারা তাদের পরামর্শ জমা দিতে পারে।’

এদিকে বিএনপির একটি সূত্র জানায়, লন্ডন থেকে ফেরার পরই দলের নীতি-নির্ধারকদের সঙ্গে বসে সহায়ক সরকারের রূপরেখা চূড়ান্ত করবেন খালেদা জিয়া। এরইমধ্যে লন্ডনে তার ছেলে, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বিষয়টি নিয়ে তার আলোচনা হয়েছে বলেও ধারণা করছে সূত্রটি।

জোটের একটি সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন দেশে ফেরার পর আগামী অক্টোবর বা নভেম্বরে সহায়ক সরকারের রূপরেখাটি উপস্থাপন করা হতে পারে।

এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের চেয়ারপারসন দেশে ফিরে আসার পর সবার সঙ্গে কথা বলবেন। এরপরই ঘোষণা হতে পারে।’ এক প্রশ্নের তিনি বলেন, ‘কখন সহায়ক সরকারের রূপরেখা দেওয়া হবে, এটা নির্ভর করছে বিএনপির রাজনৈতিক কৌশলের ওপর।’

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
উত্তরাসহ দেশের চার পাসপোর্ট অফিসে দুদকের অভিযান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা