X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রোহিঙ্গা সমস্যা সমাধানে ফের জাতীয় ঐক্যের ডাক বিএনপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২২:২৫

 

বিএনপি আয়োজিত গোলটেবিল বৈঠক মিয়ানমারের রাষ্ট্রীয় নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের সমস্যা-সংকট মোকাবিলা ও সমাধানে ফের সরকারের প্রতি জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছে বিএনপি। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার তরফে রোহিঙ্গাদের জন্য সেফজোনের যে প্রস্তাব উঠে এসেছে, সেটিকে ষড়যন্ত্রমূলক বলে মনে করছে দলটি।

রবিবার (২৪ সেপ্টেম্বর)  বিকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত গোলটেবিল বৈঠক থেকে দলের পক্ষে এ আহ্বান জানান জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।  রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিএনপির তরফে তিনি কয়েকটি প্রস্তাব তুলে ধরেন।

প্রস্তাবগুলো হলো রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তনে চাপ সৃষ্টি করতে হবে এবং স্থায়ীভাবে থাকতে দিতে হবে। সংকট মোকাবিলা ও সমাধানে জাতীয় ঐক্য সৃষ্টি করা।  বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের শরণার্থী হিসেবে স্বীকৃতি দেওয়া, রোহিঙ্গাদের নাগরিক মর্যাদা নিয়ে মিয়ানমারে ফেরত নেওয়া এবং এর জন্য যথাযথ কূটনৈতিক ব্যবস্থা গ্রহণে সরকারকে সচেষ্ট হওয়া। জাতিসংঘ ও আন্তর্জাতিক বিশ্বকে দিয়ে চাপ তৈরি করা। এক্ষেত্রে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সরকারের সময়ে নেওয়া পদক্ষেপগুলোর আলোকে সিদ্ধান্ত নেওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সেফজোনের বক্তব্য প্রত্যাখ্যান করে একে ষড়যন্ত্রমূলক অভিহিত করা।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সেফজোন নিয়ে কোনও কথা হবে না। আমরা একে ষড়যন্ত্রমূলক বলে মনে করছি। এটা দেশের স্বার্থবিরোধী ও ক্ষতিকর।’

জাতীয় ঐক্যের ডাক প্রত্যাখ্যান করায় দুঃখপ্রকাশ করেছেন মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘এটা দুঃখজনক।’

বিএনপির এই নেতা বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘসহ বিশ্বকে কোয়ালিশন করতে হবে। আর এর পূর্বশর্ত হচ্ছে জাতীয় ঐক্য। রোহিঙ্গা সমস্যা নিয়ে বিএনপির অভিজ্ঞতা আছে। দায়বদ্ধতা থেকেই আমরা ঐক্যের ডাক দিয়েছি।’

গোলটেবিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীকে নির্মুল করতে গণহত্যা চালাচ্ছে। সমগ্রবিশ্ব সোচ্চার হলেও বাংলাদেশ সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে।’

বিকাল ৩ টায় শুরু হয়ে গোলটেবিলটি শেষ হয় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে। এতে ‘মিয়ানমারের গণহত্যা ও বাংলাদেশের ভূমিকা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত এম সেরাজুল ইসলাম।

স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান আলোচনায় সেফজোনের সমালোচনা করেন। তিনি বলেন, ‘সেফজোন সমাধান নয়।  বিশ্বব্যাপী চাপ সৃষ্টি করতে হবে।’ তিনি বলেন, রোহিঙ্গা সমস্যার দীর্ঘস্থায়ী সমাধানের জন্য রোহিঙ্গা নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে তাদের নাগরিকত্ব প্রদান করতে হবে।’

নীতিনির্ধারণী ফোরামের আরেক সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতনকে ভয়াবহ বলে মন্তব্য করেন।

স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এই ধরনের জাতীয় ইস্যুতে সরকার জাতীয় ও বিশ্বকে একত্রিত করলেও এখন উল্টো আমাদের সরকারকে একত্রিত করতে হচ্ছে। বাংলাদেশ সরকার এখন কোন অবস্থানে আছে সেটি পরিষ্কার নয়। লোক দেখানোর কারণে সরকার অবস্থান নিয়েছে।’

রোহিঙ্গা ইস্যুতে ভারত-চীন-রাশিয়ার বিতর্কিত ভূমিকার দিকে ইঙ্গিত করে খসরু বলেন, ‘এই অঞ্চলের যারা বড় শক্তি তারা এক্সক্লুসিভ জাতির পক্ষে কাজ করছেন। যদি ক্ষমতাধররা এই কাজ করেন তবে এটি ভবিষ্যতে ভয়াবহ অবস্থা হবে। এটি শুধু মিয়ানমারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলবে।’

মিয়ানমারের সঙ্গে হওয়া আগের চুক্তিগুলো ভিত্তি ধরে কাজ শুরু করা উচিত মন্তব্য করেন সাবেক এই বাণিজ্যমন্ত্রী।

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে শক্তি দেখাতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, ‘শক্তি না দেখালে বাংলাদেশের দুর্বলতা প্রকাশ পাবে।’

রোহিঙ্গা বিষয়ে তিনি বলেন, ‘মিয়ানমার যদি তার মানুষকে ফেরত না নেয়, তাহলে বাংলাদেশকে বলতে হবে যে রোহিঙ্গাদের সর্বতভাবে সহযোগিতা করা উচিত।’

তিনি বলেন, ‘পৃথিবীকে বাংলাদেশের শক্তি দেখাতে হবে। আমেরিকার পাশে ছোট ছোট রাষ্ট্রগুলো শক্তি দেখায়।’

সরকারের সমালোচনা করে আসিফ নজরুল বলেন, ‘মিয়ানমারের লোক এসে আমাদের বর্ডারে নির্বিচারে লোক হত্যা করে এবং আকাশ দিয়ে হেলিকপ্টার উড়ায়, কিন্তু আমরা কিছুই করতে পারি না। সব কিছুতে এত নরম হলে সবাই বাংলাদেশকে পেয়ে বসবে।’

আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশ কোনও সরকারের না, দেশটা মানুষের। কোনও ব্যক্তিবর্গ বা আত্মীয়দের বিষয় না। জনগণের প্রতিনিধি হিসেবে সরকারকে সবার সঙ্গে কথা বলতে হবে।’

রোহিঙ্গাদের উদ্দেশে নেওয়া বিএনপির ত্রাণসামগ্রী আটকে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এসব ঘটনা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশকে দুর্বল করে তুলেছে।’ তিনি সরকারের মনোভাব পরিবর্তনের আহ্বান জানান।

রোহিঙ্গা সংকটকে বাংলাদেশের জন্য গভীরতম সংকট অভিহিত করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘অল্প বা মোটামুটি দীর্ঘ সময়ে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে কী না-তা নিয়ে সন্দেহ আছে। সরকার বলতে পারছে না ঠিক কতোদিনের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে। এর মধ্যে নির্বাচন চলে এলে অনেক রকম খেলা শুরু হবে।’

আগে থেকে বাংলাদেশে থেকে যাওয়া রোহিঙ্গাদের বাংলাদেশের নাগরিকত্ব দিতে স্থানীয় সরকারদলীয় এমপি আবদুর রহমান বদি সহায়তা করছেন বলেও অভিযোগ করেন মান্না।

মান্না বলেন, ‘ওইখানে একটা নেতা আছে, যিনি বিভিন্ন চোরাচালানের সঙ্গে জড়িত। এরই মধ্যে খবর এসেছে তিনি অনেক রোহিঙ্গাকে জাতীয় পরিচয়পত্র দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে অন্তত চার লাখ রোহিঙ্গাকে যদি জাতীয় পরিচয়পত্র দেওয়া হয়, ভোটে সেটি অনেক প্রভাব ফেলবে।’

অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ রোহিঙ্গাদের নিয়ে একটি ডকুমেনটরি ফিল্ম ও পুস্তিকা করার পরামর্শ দেন এবং সব ভাষায় তা অনূদিত করতে বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও অংশ নেন, নজরুল ইসলাম খান, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, আবদুস সালাম, এম মোরশেদ খান, অ্যাডভোকেট জয়নাল আবেদিন, নিতাই রায় চৌধুরী, সুকোমল বড়ুয়া, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ। সেমিনার সঞ্চালনা করেন সাংবাদিক মাহফুজ উল্লাহ।

অনুষ্ঠানে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকা, কানাডা, ব্রিটেন, জাপান, কুয়েত, ইরান, ফ্রান্স, পাকিস্তান, সুইজারল্যান্ড, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেদারল্যান্ডসহ মোট ১২ টি দেশের শীর্ষ পর্যায়ের কূটনীতিকরা অংশ নেন। তবে চীন, ভারত এবং রাশিয়ার কোনও প্রতিনিধি উপস্থিত ছিলেন না।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত ইফতেখারুল করিম, ব্যারিস্টার নওশাদ জামিল ও এম মোর্শেদ খান।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুব উল্লাহ, সাংবাদিক কবি আবদুল হাই শিকদার, এম আবদুল্লাহ, এস এম হাসান তালুকদার সেমিনারে অংশ নেন।

/এসটিএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
কান উৎসব ২০২৪জাপানি ছবির দৃশ্য নিয়ে কানের অফিসিয়াল পোস্টার
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
ড্যান্ডি সেবন থেকে পথশিশুদের বাঁচাবে কারা?
লখনউর কাছে হারলো চেন্নাই
লখনউর কাছে হারলো চেন্নাই
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া