X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বিকল্প ধারার মান্নানের বাসায় ছোট দলগুলোর বৈঠক: রোহিঙ্গা ইস্যুতে আলোচনা

সালমান তারেক শাকিল
২৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:১৭আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০১৭, ২২:৩৮

 ডা. একিউ এম বদরুদ্দোজা চৌধুরী, ড. কামাল হোসেন, আ স ম রব,  খালেকুজ্জামান, সুব্রত চৌধুরী  বিকল্প ধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বাসায় বৈঠকে বসেছেন কয়েকটি ছোট রাজনৈতিক দলের নেতারা। সোমবার সন্ধ্যায় বৈঠকটি শুরু হওয়া বৈঠকে মেজর (অব.) আবদুল মান্না ছাড়াও অংশ নিয়েছেন বিকল্প ধারা সভাপতি ডা. একিউ এম বদরুদ্দোজা চৌধুরী, গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম রব, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ। এতে রোহিঙ্গা সংকট নিয়ে ফলোআপ আলোচনা করা হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে জানান।

এ প্রসঙ্গে ডা. একিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘আমরা বৈঠকে ২১ সেপ্টেম্বরের সমাবেশের ফলোআপ আলোচনা করেছি। রোহিঙ্গা সমস্যাটি আমাদের একটি বড় সমস্যা। আমরা জাতীয় কমিটি গঠনের কথা বলেছিলাম। এই কমিটি কিভাবে গঠিত হবে, উদ্দেশ্য কী হবে, এই নিয়ে আমরা বসেছিলাম। আজকের বৈঠকটি শুধু রোহিঙ্গা ইস্যু নিয়ে হয়েছে। আমরা এর সঙ্গে রাজনীতিকে জড়াতে চাই না। এই বৈঠকের সঙ্গে প্রচলিত রাজনীতির কোনও সম্পর্ক নেই।’

এ বিষয়ে জানতে চাইলে ড. কামাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ কোনও রাজনৈতিক মিটিং নয়। এটি একটি ফলোআপ আলোচনা। গত ২১ সেপ্টেম্বর রোহিঙ্গা ইস্যু নিয়ে আমাদের যে সমাবেশ হয়েছিল, সে বিষয়ে আলোচনা করেছি। যে বিষয়গুলো আলোচনায় উঠে এসেছিল, সেগুলো নিয়ে কথা বলেছি।’ তিনি  বলেন, ‘জাতীয়ভাবে ও আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা ইস্যুটিকে কী করে আরও সক্রিয়ভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে কথা বলেছি। তবে কোনও সিদ্ধান্ত হয়নি।’

এর আগে ২১ সেপ্টেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশে কয়েকটি প্রস্তাব তুলে ধরেন সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছিলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে জাতীয় কমিটি গঠন করা হবে। ঢাকাস্থ রাশিয়া, চীন ও ভারতের দূতাবাসে যাওয়া,  জাতীয় পর্যায়ে নাগরিক কমিটি গঠন করে দেশের পাঁচটি প্রধান শহরে সমাবেশ করা এবং ভারত, চীন ও রাশিয়ায় বাংলাদেশের দূত পাঠাতে হবে।’

সোমবার অনুষ্ঠিত বৈঠকসূত্র জানায়, ‘সন্ধ্যা সাতটা নাগাদ বৈঠকটি শুরু হয়। রাত সোয়া নয়টা নাগাদ উপস্থিত নেতাদের আপ্যায়ন করা হচ্ছিল।’

বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানান, এ বৈঠকে রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন পরিদর্শন করবে একটি শক্তিশালী প্রতিনিধি দল। এ জন্য আগেই একটি অগ্রবর্তী দল উখিয়ায় যাবে। সারা দেশের বিশেষ কয়েকটি জেলায় সমাবেশ করার বিষয় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বৈঠকের বিষয়ে গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আলোচনায় জাতীয় ও আন্তর্জাতিকভাবে রোহিঙ্গা সংকট মোকাবিলার কথা বলা হয়েছে। বিদেশি কয়েকটি দূতাবাসে আমাদের প্রতিনিধি দল যাবে এবং পরিস্থিতি সম্পর্কে জানানো হবে।’ তিনি জানান, ‘প্রায় ২ ঘণ্টার আলোচনায় ড. কামাল হোসেন পুরো পরিস্থিতির ওপর করণীয় নিয়ে আলোকপাত করেন।’

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
অডিও ফাঁস, নারীর কাছে ডিবি পুলিশ সদস্যের ‘হেরোইন বিক্রি’
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
উপজেলা নির্বাচনে নেই বেশিরভাগ রাজনৈতিক দল
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা