X
শুক্রবার, ১৭ মে ২০২৪
৩ জ্যৈষ্ঠ ১৪৩১

প্রধান বিচারপতি বারবার তার পদটিকে বিতর্কিত করেছেন: নাসিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ১৪:৫৫আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৫:৩৯

এস কে সিনহা ও মোহাম্মদ নাসিম প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা প্রধান বিচারপতি পদটিকে বারবার বিতর্কিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘প্রধান বিচারপতি পদটি অত্যন্ত গৌরবান্বিত ও সন্মানজনক পদ। আমরা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে সন্মান করি। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, তিনি এ পদে এসে পদটিকে বারবার বির্তকিত করার চেষ্টা করেছেন।’

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলীয় জোটের বৈঠকে তিনি এ অভিযোগ করেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘তিনি (সুরেন্দ্র কুমার সিনহা) একবার গ্রিক মূর্তি স্থাপন করে বিতর্ক তৈরির চেষ্টা করেছেন। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে কথা বলে বিতর্ক সৃষ্টি করেছেন। এরপর ষোড়শ সংশোধনী রায় বাতিল করে এবং পর্যবেক্ষণ দিয়ে গোটা জাতিকে বিক্ষুব্ধ করেছেন। আমরা কেউ আশা করি নাই যে তিনি এ পদটিকে এভাবে বিতর্কিত করবেন। এখন অসুস্থ হয়েও বিতর্ক সৃষ্টি করেছেন।’ এসময় তিনি বলেন, ‘এখনও আমরা বিশ্বাস করি তিনি তার সম্মান নিয়ে অবসরে যাবেন।’

১৪ দলীয় জোটের এ মুখপাত্র আরও বলেন, ‘জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া পাঁচ দফা প্রস্তাবের ভিত্তিতেই রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান হবে। এ নির্যাতিত নিপীড়িতরা সসম্মানে তাদের দেশে ফেরত যাবেন। রোহিঙ্গারা আমাদের সাময়িক অতিথি, তাদের অবশ্যই মিয়ানমারের ফেরত নিতে হবে।’

নাসিম বলেন, ‘শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশ একটি ভয়াবহ সংকট থেকে রক্ষা পেয়েছে। একটি মহল লাগামহীনভাবে উসকানি দিয়ে সাম্প্রদায়িক পরিস্থিতি তৈরি চেষ্টা করেছিল। অনেক সময় তারা বল প্রয়োগের কথাও বলেছিল। কিন্তু তা আজকের দুনিয়ায় সম্ভব নয়। শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এ সমস্যার সমাধানে আছি আমরা। এ কারণে আগামী শনিবার বাংলাদেশের কৃতজ্ঞ লাখ লাখ মানুষ শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে। যাতে ১৪ দল অংশ নেবে।’

জোটের এ মুখপাত্র বলেন, ‘নির্বাচন কমিশন সংলাপের জন্য বিভিন্ন রাজনৈতিক দলকে ডেকেছেন। সেখানে আমাদের জোটের অংশীদার বিভিন্ন দলও অংশ নেবেন। তবে আমাদের একটি সিদ্ধান্ত হয়েছে, তা হলো- নির্বাচন হবে সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচনকালীন সরকারের অধীনে। এ প্রস্তাবটি সবাই উত্থাপন করবেন।’

এর আগে মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এই সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

জোটের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, জাসদের (একাংশ) সাধারণ সম্পাদক শিরিন আখতার, তরিকত ফেডারেশনের মহাসচিব এমএ আউয়াল, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

আরও পড়ুন- আমি নিশ্চিত প্রধান বিচারপতি তার বাসায় আছেন: ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি

/পিএইচসি/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
টি-টোয়েন্টি বিশ্বকাপযুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি ম্যাচ
জাবালিয়ায় হামাসের শক্ত ঘাঁটিতে প্রবেশ ইসরায়েলের, অগ্রগতি নেই রাফায়
জাবালিয়ায় হামাসের শক্ত ঘাঁটিতে প্রবেশ ইসরায়েলের, অগ্রগতি নেই রাফায়
এমবাপ্পেকে অধিনায়ক করে ফ্রান্সের ইউরো স্কোয়াড ঘোষণা
এমবাপ্পেকে অধিনায়ক করে ফ্রান্সের ইউরো স্কোয়াড ঘোষণা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস খাদে পড়ে নিহত ৫
সর্বাধিক পঠিত
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
সিলেটে বছরের সর্বোচ্চ তাপমাত্রা
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
জাহাজে ওঠার পর কোরআনের সুরা শুনিয়ে দস্যুদের নিবৃত্ত করা হয়
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
এমপিও আবেদন সরাসরি অধিদফতরে পাঠানো যাবে না
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ভুয়া মুক্তিযোদ্ধা সনদধারীদের বিরুদ্ধে আসতে পারে আইনি ব্যবস্থা
ফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!
চলচ্চিত্র শিল্পী সমিতিফুল দিয়ে বরণ, রিট দিয়ে শুরু কোন্দল!