X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নবম সংসদের প্রতিনিধিদের নিয়ে নির্বাচনি সরকারের প্রস্তাব বিকল্পধারার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০১৭, ১৯:৩২আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৯:৩২

নবম সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের প্রতিনিধিদের (সংসদ সদস্য) নিয়ে আগামী একাদশ সংসদ নির্বাচন পরিচালনার জন্য সর্বদলীয় সরকারের প্রস্তাব দিয়েছে বিকল্পধারা। এক্ষেত্রে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে দেওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাব বাস্তবায়নের কথাও বলেছে দলটি। একই সঙ্গে বিকল্পধারা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের পক্ষে ও সীমানা পুনর্নির্ধারণের বিপক্ষে মত দিয়েছে।

সংলাপের পর ব্রিফিংয়ে বি. চৌধুরী মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে বিকল্পধারা ১৩ দফা প্রস্তাবনা তুলে ধরে। দলটির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজার নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি সংলাপে অংশ নেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা সংলাপে সভাপতিত্ব করেন।

সংলাপের পর ব্রিফিংয়ে বি. চৌধুরী জানান তার এই প্রস্তাব সরকারের কাছে, কমিশনের কাছে নয়। কারণ এ বিষয়ে কমিশনের কোনও এখতিয়ার নেই। এছাড়াও তিনি দশম সংসদ নির্বাচনের আগে ২০১৩ সালে তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে উদ্দেশ করে দেওয়া প্রস্তাব এবারের নির্বাচনে বাস্তবায়নের দাবি করে বলেন, ‘প্রধানমন্ত্রী একবার যেই প্রতিশ্রুতি দেন। তা সবসময় বলবৎ থাকে।’

জাতীয় পার্টির দেওয়া দশম সংসদে প্রতিনিধিত্বকারী দলের প্রতিনিধি নিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাবকে অযৌক্তিক উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সংসদকে সত্যিকার অর্থে নির্বাচিত বলা যায় না। কারণ এই সংসদে অর্ধেকের বেশি অনির্বাচিত প্রতিনিধি রয়েছে।’

ইসির প্রতি আস্থা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বর্তমান কমিশনের জনগণের আস্থা অর্জনের মনোভাব রয়েছে। তারা যে প্রতিশ্রুতি দিয়েছে, তা আমাদের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে।’

নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তাদের অনিয়ম থেকে বিরত থাকতে নিজ নিজ ধর্মগ্রন্থ নিয়ে প্রকাশ্যে শপথ পাঠ করানোর প্রস্তাব দেওয়া হয়েছে বলে তিনি জানান। বিকল্পধারার ১৩ দফা লিখিত প্রস্তাবনার মধ্যে রয়েছে, নির্বাচনের ১ মাস আগ থেকে ভোট গ্রহণের ১৫দিন পর পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন, বিতর্ক এবং জনমনে বিরুপ প্রতিক্রিয়া এড়াতে সীমানা পুনর্নির্ধারণ না করা, না ভোটের বিধান চালু ইত্যাদি।

মঙ্গলবার পর্যন্ত ২৮টি দলের সঙ্গে মতবিনিময়ে বসলো নির্বাচন কমিশন। আগামীকাল বুধবার বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির সঙ্গে বৈঠক করবে ইসি। এছাড়া আগামী ১২ অক্টোবর বাংলাদেশ কমিউনিস্ট পার্টি এবং গণতন্ত্রী পার্টি, ১৫ অক্টোবর বিএনপি, ১৬ অক্টোবর কৃষক শ্রমিক জনতা লীগ এবং সাম্যবাদী দল (এমএল), ১৮ অক্টোবর আওয়ামী লীগ, ১৯ অক্টোবর জাতীয় পার্টি (জেপি) এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সঙ্গে ইসি’র মতবিনিময়ের কথা রয়েছে। এছাড়া ২২ অক্টোবর পর্যবেক্ষক সংস্থা, ২৩ অক্টোবর নারী নেত্রী ও ২৪ অক্টোবর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে কমিশনের মতবিনিময়ের কথা রয়েছে।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, গত ৩১ জুলাই নাগরিক সমাজের প্রতিনিধি এবং ১৬ ও ১৭ আগস্ট গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শুরু করে সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি। এরপর ২৪ আগস্ট থেকে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন।

/ইএইচএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ইসরায়েল যা যা অস্ত্র চেয়েছিল সব পায়নি: মার্কিন সেনাপ্রধান
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’