X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

চিকিৎসকের ‘ছাড়পত্র’ নিয়ে শিগগিরই দেশে ফিরছেন খালেদা জিয়া

সালমান তারেক শাকিল
১৩ অক্টোবর ২০১৭, ২২:২৫আপডেট : ১৪ অক্টোবর ২০১৭, ১৯:০৬

 

ডা. হ্যাডলি ব্যারির অ্যাপয়েনমেন্ট প্রিন্ট কপি ও খালেদা জিয়া অবশেষে লন্ডন থেকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসকদের ‘ছাড়পত্র’ পেলে তিনি কয়েকদিনের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির একাধিক কেন্দ্রীয় নেতা। এ প্রসঙ্গে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চিকিৎসা শেষ হলে খালেদা জিয়া শিগগিরই দেশে ফিরবেন।’

বিএনপির নির্ভরযোগ্য একাধিক সূত্র জানায়, ইতোমধ্যেই খালেদা জিয়াকে দেশে ফিরে আসতে পরামর্শ দিয়েছেন সিনিয়র কয়েকজন নেতা। কয়েকটি মামলায় একের পর এক গ্রেফতারি পরোয়ানা জারি করায়, বিশেষ করে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করায় গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন বিএনপির আইনজীবীরা। আগামী ১৯ অক্টোবর খালেদা জিয়ার হাজিরা দেওয়ার কথা রয়েছে। সে ক্ষেত্রে অল্পসময়ের মধ্যেই তিনি দেশে ফিরবেন।

এই প্রসঙ্গে বিএনপিপন্থী বুদ্ধিজীবী অধ্যাপক এমাজউদ্দীন আহমদ বলেন, ‘শুনেছি আগামী ১৫ অক্টোবর তার হাঁটুর চিকিৎসার কথা রয়েছে। তিনি দ্রুত দেশে ফিরবেন।’

এদিকে, গত ১২ অক্টোবর বৃহস্পতিবার মামলায় হাজিরা দেওয়ার কথা থাকলেও খালেদা জিয়ার অনুপস্থিতির কথা আদালতকে জানান আইনজীবীরা। তারা লন্ডনের বাতরোগ বিশেষজ্ঞ ডা. হ্যাডলি ব্যারির দেওয়া অ্যাপয়েনমেন্টের কপি আদালতে জমা দেন। তবে আদালত শুনানি শেষে খালেদা জিয়ার আবেদন নামঞ্জুর করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। বিএনপি নেতারা বলছেন, গ্রেফতারি পরোয়ানা বা অন্য যা কিছুই হোক, দ্রুত দেশে ফিরবেন খালেদা জিয়া।

বাতরোগ বিশেষজ্ঞ হ্যাডলি ব্যারি

 ১২ অক্টোবর অ্যাপয়েনমেন্ট দিয়ে গত ২৮ সেপ্টেম্বর চিঠি দেওয়া হয়। অ্যাপয়েনমেন্ট লেটার দেন ডা. হ্যাডলি ব্যারির প্র্যাক্টিস ম্যানেজার সোনিয়া। বাংলা ট্রিবিউনের কাছে অ্যাপয়েনমেন্টের কপিটি সংরক্ষিত আছে।

বিএনপির একটি দায়িত্বশীল সূত্র জানায়, গত ২৫ সেপ্টেম্বর লন্ডন যান বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনিই ২ অক্টোবর অ্যাপয়েনমেন্ট লেটারটির প্রিন্ট কপি বাংলাদেশে নিয়ে আসেন। এরপর ১২ অক্টোবর ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার আদালতে জমা দেন।

এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লন্ডনে চিকিৎসকের অ্যাপয়েনমেন্ট থাকায় দেশে ফিরতে দেরি হচ্ছে খালেদা জিয়ার। তার বয়স ৭২/৭৩। স্বাভাবিকভাবেই তিনি অসুস্থ হবেন। তার পা, হাঁটু ও চোখের অসুস্থতা আছে। চিকিৎসা শেষ হলে দ্রুত তিনি দেশে ফিরবেন।’

খালেদা জিয়া ও তারেক রহমানের সঙ্গে নিজের সাক্ষাতের বিষয়ে উল্লেখ করে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘১২ অক্টোবর চিকিৎসকের কাছে গিয়ে পরামর্শ অনুযায়ী চেয়ারপারসনের দেশে ফেরার দিনক্ষণ ঠিক করার কথা। এখন দেখা যাক।’

তবে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও খোদ বিএনপির ভেতরেও নানামুখী জল্পনা শুরু হয়েছে। এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের ঘনিষ্ঠ একাধিক সূত্র জানায়, কোনও কোনও নেতা বিশেষ এজেন্ডা নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে প্রশ্ন তুলেছেন। ‘কোনও কোনও গণমাধ্যমকেও এক্ষেত্রে ব্যবহার করা হয়েছে’ বলে মনে করেন মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘যেকোনও কারণেই হোক, রিউমার ছড়ানো হচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, ১/১১-এর সময় জেলে থাকাবস্থায় মঈন-ফখরুদ্দিন সরকার চাপ দিয়েও খালেদা জিয়াকে দেশ থেকে বের করতে পারেনি। কিন্তু শেখ হাসিনা দেশের বাইরে গিয়েছিলেন।’  তিনি বলেন, ‘খালেদা জিয়া ফিরবেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে দ্রুত ফিরে গণতন্ত্র উদ্ধারের সংগ্রামে নেতৃত্ব দেবেন।’

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলীয় প্রধান লন্ডনে গেছেন চিকিৎসা নিতে, চিকিৎসা শেষ হলে ‘ছাড়পত্র’ পেলেই তিনি ফিরবেন।’

উল্লেখ্য, চলতি বছরের ১৬ জুলাই (শনিবার) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডন যান।

 

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
নীলফামারীতে জামায়াতের সহকারী সেক্রেটারিসহ ৩ জন গ্রেফতার
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের অগ্রগতি জাতিসংঘে তুলে ধরলো বাংলাদেশ
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
বার্সার বিদায়ে কান্সেলোর অনাগত সন্তানের মৃত্যু কামনা করেছেন সমর্থকরা!
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
পাগলা মসজিদের দানবাক্সে এবার মিললো ২৭ বস্তা টাকা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি