X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুত বিএনপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০১৭, ২১:২০আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ০০:৪১

বিএনপি

দীর্ঘ তিন মাসের লন্ডন সফর শেষে বুধবার (১৮ অক্টোবর) দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দলীয় চেয়ারপারসনের দেশে ফেরা উপলক্ষে তাকে অভ্যর্থনা জানাতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে বিএনপি। এছাড়া, দলটির অঙ্গ ও সহযোগী সংগঠগুলো সর্বোচ্চ জমায়েত করার পরিকল্পনা নিয়েছে।

এদিকে, খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে তাকে শুভেচ্ছা জানাতে ঢাকার আশেপাশের কয়েকটি জেলার নেতাকর্মীরাও বিমানবন্দর এলাকায় আসবেন বলে জানা গেছে। 

বিএনপির নেতারা বলছেন,দীর্ঘদিন পর খালেদা জিয়া দেশে আসছেন। চিকিৎসার জন্য তিনি লন্ডনে ছিলেন তিন মাস। তার দেশে ফেরা উপলক্ষে দলের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। এ কারণে দেশে ফেরার সঙ্গে সঙ্গে দলের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানাবেন।      

বিএনপির মহাসচিবের নেতৃত্বে বিমানবন্দরে দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থেকে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাবেন।পাশাপাশি বিএনপিপন্থী বুদ্ধিজীবী, শিক্ষক ও শিল্পীরাও উপস্থিত থাকবেন সেখানে। বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি পেলে সিনিয়র নেতারা বিমানবন্দরের ভেতরে প্রবেশ করবেন। 

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য  লে. জে. (অব.) মাহবুবুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরছেন ম্যাডাম খালেদা জিয়া। তাকে শুভেচ্ছা জানাতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন নেতাকর্মীরা।’    

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন-নবী খান সোহেল বলেন, ‘দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাকে অভ্যর্থনা জানাতে আমাদের সব ধরনের প্রস্তুতি আছে।’ 

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় রাত ৯ টায় (বাংলাদেশ সময় রাত ২টা) এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ একটি ফ্লাইটে তিনি দেশের পথে রওনা হবেন। বুধবার (১৮ অক্টোবর) বিকাল ৫টা ২০ মিনিটে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবেন।’

উল্লেখ্য, চলতি বছরের ১৬ জুলাই খালেদা জিয়া লন্ডন যান। সেখানে তিনি পা, হাঁটু ও চোখের চিকিৎসা করান বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

খালেদা জিয়ার অভ্যর্থনা উপলক্ষে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার তৈরি করেছে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন।

জানা গেছে, দেশে ফেরা উপলক্ষে নেত্রীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ব্যানার, ফেস্টুনের মাধ্যমে খালেদা জিয়া ও তারেক রহমানের নামে থাকা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হবে। এই অভ্যর্থনা থেকে খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের সৈনিক’ উপাধি দেওয়া হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে ঢাকার পার্শ্ববর্তী জেলা গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী থেকেও নেতাকর্মীরা আসবেন। তারা বুধবার সকালের দিকে ঢাকার উদ্দেশে রওনা হবেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আগামীকাল (বুধবার) নারায়ণগঞ্জ থেকে ২০ হাজার নেতাকর্মী দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে আসবেন। সকালের দিকে তারা ঢাকার উদ্দেশে রওনা হবেন।’ 

আরও পড়ুন: 
খালেদার গ্রেফতারি পরোয়ানা হাতে পায়নি পুলিশ

চার পরোয়ানা মাথায় নিয়ে দেশে ফিরছেন খালেদা জিয়া

/এএইচআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
ব্রাজিলিয়ান মিগেলের গোলে কষ্টে জিতলো কিংস
তীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগতীব্র গরমে সুপার লিগে দুই দিন করে বিরতি
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
ড্রিমলাইনারের কারিগরি বিষয়ে বোয়িংয়ের সঙ্গে কথা বলতে বিমানকে মন্ত্রীর নির্দেশ
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
চাঁদপুরে লঞ্চে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত ১০
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া