X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০

ইসিতে আ.লীগের দেওয়া প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৭, ১৭:৩৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৭:৫১

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ

নির্বাচন কমিশনের (ইসি) সংলাপে আওয়ামী লীগের দেওয়া প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের জন্য বাধা বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেছেন, ‘কোনও দলীয় সরকারের অধীনে নির্বাচন হলে তা সুষ্ঠু হবে না।’

বুধবার (১৮ অক্টোবর) বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি গেটের বাইরে মসজিদের সামনে অপেক্ষামান সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত হয়েছেন মওদুদ আহমদসহ বিএনপির স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্ধ-শতাধিক নেতা।

এক প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, ‘আওয়ামী লীগ শেখ হাসিনার অধীনে নির্বাচন চাইলেও দেশের মানুষ তা গ্রহণ করবে না। দেশের মানুষ এমন এক সরকারের অধীনে নির্বাচন চায়, যে সরকার সুষ্ঠু নির্বাচন দেবে।’

তিনি বলেন, ‘প্রধান বিচারপতিকে ছুটি দিয়ে বিদেশে পাঠিয়ে কেবল একজন ব্যক্তিই নয়; একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। আমরা মনে করি, এতে বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ হয়েছে।’

তিনি আরও বলেন, ‘খালেদা জিয়া আইনের শাসন ও আইনের স্বাধীনতায় বিশ্বাসী। তার আসার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি। বিএনপি ও ২০ দলীয় জোটের পক্ষ থেকে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, ‘কেবল হেয় করার জন্য খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে খালেদার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা নিয়ে আমরা শঙ্কিত নই।’

তিনি বলেন, ‘চেয়ারপারসন দেশে আসার পর রাজনৈতিক কর্মসূচি দেওয়া হবে এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের রূপরেখা দেওয়া হবে।’

এসময় মওদুদ আহমদের পাশে থাকা বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আবদুল মঈন খান বলেন, ‘আমাদের দেওয়া প্রস্তাবের আগে ইসি যে প্রস্তাব দিয়েছিল, তা অনেকখানি-ই আমাদের প্রস্তাবের সঙ্গে মিলে যায়। বর্তমান ইসি যদি জনপ্রতিনিধিত্বশীল নির্বাচন করতে চায়, তবে আমরা যে কথা বলেছি, সেভাবে ইসিকে কাজ করতে হবে।’ তিনি অভিযোগ করেন, ‘বর্তমান সরকার যেনতেনভাবে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়।’

খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে আরও উপস্থিত রয়েছেন, বিএনপির ভাইস-চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, মাহবুব হোসেন, আহমেদ আজম খান, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, বিএনপি নেতা শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি, খালেদা জিয়ার উপদেষ্টা এজেড জাহিদ হোসেন, নির্বাহী কমিটির সদস্য শাহরিয়া ইসলাম, বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

 

 

/এসটিএস/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
দিন দিন নাবিকদের সঙ্গে কঠোর আচরণ করছে দস্যুরা
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
হলমার্কের দুর্নীতির এক মামলার রায় আজ
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভা‌বিক
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সুইডেনের বিপক্ষে পর্তুগাল দলে জায়গা হয়নি রোনালদোর
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই
‘সরলতার প্রতিমা’ খ্যাত গায়ক খালিদ আর নেই