X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় নেমেই যানজটে খালেদা জিয়া

সালমান তারেক শাকিল ও আদিত্য রিমন, বিমানবন্দর সড়ক থেকে
১৮ অক্টোবর ২০১৭, ১৮:০৩আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১৮:৫২

যানজটে খালেদা জিয়া

ঢাকা ফিরেই যানজটে আটকা পড়লেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। লন্ডনে তিন মাসের চিকিৎসা ও পরিবারের সঙ্গে সময় কাটানো শেষে  বুধবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তিনি। এরপর বিমানবন্দর থেকে বের হয়ে প্রধান সড়কে এসেই তার গাড়ি যানজটে আটকা পড়ে। এদিন খালেদা জিয়ার আগমনকে ঘিরে দুপুর থেকেই বিমানবন্দর সড়কসহ রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনের সংকট ছিল। এছাড়াও বিএনপির নেতা-কর্মীদের বিমানবন্দর এলাকায় অভ্যর্থনা জানাতে আসার কারণে দুপুর থেকেই উত্তরার ৩ নম্বর সেক্টরের জসিম উদ্দীন সড়কের ট্রাফিক সিগন্যালে যানবাহন নিয়ন্ত্রণ শুরু করে ট্রাফিক পুলিশ। ফলে উত্তরা থেকে টঙ্গী-আশুলিয়া সড়কে ঘণ্টার পর ঘণ্টা তীব্র যানজটের সৃষ্টি হয়। অন্যদিকে, বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত সড়ক ছিল প্রায়ই খালি। তবে বিকালের দিকে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা বিএনপির নেতা-কর্মীরা বিমানবন্দর থেকে গুলশানের রাস্তার উভয় পাশে দাঁড়ানোয় এবং পরে এসব সিগন্যাল ছেড়ে দেওয়ায় রাস্তাগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। খালেদা জিয়ার গাড়ি বহর  এর মধ্যেই ঢুকে পড়ায় তিনিও যানজটে আটকা পড়েন।

বিমানবন্দর সড়ক থেকে সরেজমিনে দেখা গেছে, বিএনপির নেতা-কর্মীরা দলীয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে সড়কটিতে ভিড় করলেও তাদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করছে। ফলে তাদের অনেকেই দলীয় নেত্রীকে অভ্যর্থনা দেওয়ার নামে সড়কের মাঝামাঝি পর্যন্ত দাঁড়িয়ে আছেন। পুলিশের পক্ষ থেকে তাদের ফুটপাতের ওপরে ওঠার জন্য বারবার অনুরোধ করা হলেও তারা এতে কান দিচ্ছেন না। এর ফলে খালেদা জিয়ার গাড়িবহরও সামনে এগুতে পারছে না। এছাড়াও সড়কে খালেদা জিয়ার গাড়িবহরের আগে থাকা প্রাইভেট কার ও অন্যান্য পরিবহনও বিএনপির কর্মীদের রাস্তায় নেমে পড়ার কারণে আটকা পড়ে আছে। ফলে ঢাকায় নেমেই দলীয় কর্মীদের কারণে দুর্ভোগে পড়েছেন বিএনপি চেয়ারপারসন।

উল্লেখ্য, বুধবার বিকাল ৫টা ৫ মিনিটে অ্যামিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৬ ফ্লাইটে খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ সিনিয়র নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়া খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হাজার হাজার বিএনপি কর্মী বিমানবন্দর এলাকা ও বিমানবন্দর সড়কে ভিড় করে। খালেদা জিয়া হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

উল্লেখ্য,  গতকাল মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় রাত সোয়া দশটায় এমিরেটস এয়ারলাইন্সের ঢাকার পথে রওয়ানা হন তিনি।

 

/এমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
রনির ব্যাটে প্রাইম ব্যাংককে হারালো মোহামেডান
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
কুড়িগ্রামে বৃষ্টির জন্য নামাজ, এপ্রিলে সম্ভাবনা নেই বললো আবহাওয়া বিভাগ
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
‘উন্নয়ন প্রক্রিয়ায় বাস্তুচ্যুত জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হবে’
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
২৬ বছরের বন্ধুত্বের স্মৃতিচারণ করলেন মামুনুল
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা