X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বৈঠক করেছেন রওশন-সুষমা, রোহিঙ্গা সংকট ও তিস্তা নিয়ে আলোচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০১৭, ২২:৪৫আপডেট : ২২ অক্টোবর ২০১৭, ২২:৪৫

বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রবিবার রাতে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রায় আধ ঘণ্টাব্যাপী এই বৈঠক হয়। বৈঠকে রোহিঙ্গা সংকট ও তিস্তা নিয়ে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন রওশন।

বৈঠক শেষে ব্রিফ করছেন রওশন এরশাদ বৈঠক শেষে বিরোধীদলীয় নেতা বলেন, ‘ভারত রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধান চায়। তারা চায় যেভাবেই হোক এ সমস্যার সমাধান আসুক।’ এর আগে ৮টা ২০ মিনিটে রওশন এরশাদ সোনারগাঁও হোটেলে আসেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে রওশন বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনেক বিষয়ে কথা হয়েছে। এর মধ্যে তিস্তা, রোহিঙ্গা এবং রোড কানেক্টিভিটি নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা ইস্যুতে ভারতে আমাদের সহায়তা করবে বলে জানিয়েছে। আমরাও তার (সুষমা স্বরাজ) কাছে সাহায্য চেয়েছি। এছাড়া তিস্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। অচিরেই তিস্তা সমস্যার সমাধান করা হবে বলে পররাষ্ট্রমন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন।’

রওশন এরশাদ জানান, প্রায় ৩০ মিনিট আলোচনা হয়। তবে আগামী নির্বাচন নিয়ে সুষমা স্বরাজের সঙ্গে কোনও আলাপ হয়নি।

বৈঠক শেষে বের হয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম বলেন, ‘আমরা বর্তমান সংসদের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি। তারাও বর্তমান সংসদ সম্পর্কে অবগত রয়েছেন।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সাল চিশতি বৈঠকে সীমান্ত হত্যা বন্ধে সুষমার দৃষ্টি আকর্ষণ করেন। এই বিষয়ে সুষমা স্বরাজ বলেছেন, ‘আমরা সীমান্তে কোনও মানুষ হত্যা হোক তা চাই না।’

রওশন এরশাদের নেতৃত্বে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজুল ইসলাম, এসএম ফয়সাল চিশতি, ফখরুল ইমাম, সেলিম উদ্দীন, নুরুল ইসলাম মিলন, নূরে হাসনাত চৌধুরী প্রমুখ।

/এসটিএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পেশাদারত্বের সঙ্গে কাজ করছে পুলিশ: আইজিপি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
তামাকপণ্যের দাম বাড়ানোর দাবি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া