X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

নিজেরা গাড়িতে হামলা করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে: আ.লীগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৭, ২১:২২আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২১:২২

হাছান মাহমুদ (ফাইল ছবি) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কক্সবাজারগামী গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের গাড়িতে হামলার ঘটনাকে দলটির সাজানো নাটক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতা ড. হাছান মাহমুদ। ওই হামলার প্রেক্ষাপটে আওয়ামী লীগের অবস্থান জানাতে গিয়ে তিনি বলেন, ‘নিজেরা হামলা করে এখন আমাদের ওপর দোষ চাপাতে চাইছে। এটি নাটক না হলে, বিএনপি নেতাদের গাড়িতে কেন হামলা হলো না?’

রবিবার (২৯ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে একথা বলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। এসময় নিজ দলের (বিএনপি) নেতাকর্মীদের দিয়ে সাংবাদিকদের গাড়িতে হামলা করে আওয়ামী লীগের ওপর দোষ চাপানোর তীব্র নিন্দাও জানান তিনি।

গত শনিবার রোহিঙ্গাদের ত্রাণ দিতে কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে কয়েক জায়গায় হামলার শিকার হয় খালেদা জিয়ার গাড়িবহরের সঙ্গে থাকা সাংবাদিকদের কয়েকটি গাড়ি। এ ঘটনায় বিএনপি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করছে। এর  পরিপ্রেক্ষিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে আওয়ামী লীগ।

এতে ‘নোংরা রাজনীতি’ পরিহার করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন,‘পরিকল্পিতভাবে বিএনপি এই হামলা করেছে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হয়, এটা তাদেরই পরিকল্পিত হামলা। বহরে হামলার ঘটনায় একজন বিএপি নেতাও আহত হননি– এটা আসলেই রহস্যজনক। তাই আমি বিএপির নেতাদের অনুরোধ করবো– নোংরা রাজনীতি পরিহার করুন।’

ফেনীর স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামলার সঙ্গে জড়িত– বিএনপির এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি অপপ্রচার চালাচ্ছে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, আমিরুল আলম মিলন প্রমুখ।

/পিএইচসি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
মানব ও সুপারি পাচারের অভিযোগে ভারতে শুল্ক কর্মকর্তা গ্রেফতার 
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
ভুয়া পরিচয়ে ভারতে বসবাস বাংলাদেশির, ৪ বছরের কারাদণ্ড
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
৫ কোটি টাকা নিয়ে ব্যবস্থাপক নিখোঁজ, পূবালী ব্যাংকের ৮ কর্মকর্তাকে বদলি
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
সর্বাধিক পঠিত
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি