X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খালেদার গাড়িবহরে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৭, ১৪:৪১আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৪:৪৭

মাহবুব উল আলম হানিফ (ফাইল ছবি)

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা দলটির পূর্বপরিকল্পিত উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন,এসব দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এনাম-আনার জনকল্যাণ ফাউন্ডেশন আয়োজিত,গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,এ ঘটনার সঙ্গে কারা জড়িত তা দেখতে চাই আমরা। কারা এ ঘটনা ঘটিয়ে রাজনৈতিক ইস্যু তৈরির চেষ্টা করেছেন তাও জানতে চাই। ঘটনা ঘটিয়ে রাজনৈতিক অঙ্গন ঘোলা করতে চাই জানা প্রয়োজন আছে।

মাহবুবউল আলম  হানিফ বলেন,ফেনীতে সাংবাদিকদের গাড়িবহরে হামলা বিএনপির পুর্ব পরিকল্পিত। এর স্বপক্ষে তিনি বিএনপির চট্টগ্রাম মহানগরীর সভাপতি শাহাদাৎ হোসেনের একটি টেলিফোন রেকর্ডও শোনান।

এর মাধ্যমে সরকারের ওপর দায় চাপিয়ে বিএনপি ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় দাবি করে তিনি বলেন,প্রমাণ হয়েছে দলটি সবসময়ই ষড়যন্ত্র করে।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, খালেদা জিয়ার সফরকালে যাতে কোনও ধরনের বিঘ্ন সৃষ্টি না হয় তা দেখাসহ তাদের সহায়তার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে পরিষ্কার নির্দেশ দেওয়া ছিল। এখানে আমাদের নেতাকর্মীদের মাথাব্যথার কিছু নেই। তারা কেন যাবেন? তাদের এখানে যাওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, আগস্ট মাসে মিয়ানমার থেকে রোহিঙ্গারা পালিয়ে এসেছে বাংলাদেশে । তিনমাস ধরে প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে, ভরণ-পোষণ দেওয়া হচ্ছে। তাদের নিবন্ধন করা হচ্ছে। পরিস্থিতি  যখন স্বাভাবিক হয়ে এসেছে তখন তিনি (খালেদা জিয়া) রোহিঙ্গাদের প্রতি দরদ দেখাতে কক্সবাজার যাচ্ছেন।

রোহিঙ্গাদের প্রতি দরদ ও মানবতার জন্য খালেদা জিয়া কক্সবাজার যাচ্ছেন না মন্তব্য করে আওয়ামী লীগের এ নেতা বলেন, তিনি যদি মানবতার জন্য সেখানে যেতেন তাহলে বিমানে গিয়ে ত্রাণ দিয়ে আবার চলে আসতেন। মানবতার দোহাই দিয়ে রাজনৈতিক শোডাউন করার লক্ষ্য ছিল উনার। তাতে তিনি সক্ষম হয়েছেন।

হানিফ বলেন, শেখ হাসিনা শুধু বাংলাদেশেরই নেত্রী নয়। দূরদর্শিতা ও মানবিকতার মাধ্যমে নিজেকে বিশ্বে প্রভাবশালী রাজনৈতিক নেতৃত্বের পর্যায়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। যখন দেশ-বিদেশের প্রশংসা কুড়িয়ে দেশ এগিয়ে যাচ্ছে, তখন একটি দল দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্রের পথে হাঁটছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আকরামুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী কাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।

/এএইচআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
ভারত সফর স্থগিত করলেন ইলন মাস্ক
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
বাঘ ছাড়া হবে জঙ্গলে, তাই শেষবার ভোট দিলেন বাসিন্দারা!
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
তীব্র তাপপ্রবাহে পুড়ছে যশোর, জনশূন্য রাস্তাঘাট
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
মুখোমুখি ইরান-ইসরায়েল, পরীক্ষার মুখে মার্কিন সামরিক কৌশল
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া