X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কেউ নির্বাচনে না এলে কিছু যায়-আসে না: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০১৭, ১৯:১৯আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৯:২২

 

মোহাম্মদ নাসিম (ফাইল ছবি: সংগৃহীত) নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে, কে নির্বাচনে এলো না-এলো, তাতে কিছু যায়-আসে না। এটা আমাদের দেখার বিষয় না। আওয়ামী লীগ নির্বাচন করবে। জনগণের ভোটে বিজয়ী হবে।’ সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

‘কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করছেন। তাই জনগণ আগামী নির্বাচনে উন্নয়নের পক্ষে ভোট দিয়ে আওয়ামী লীগকে বিজয়ী করবে। আর কখনও রাজাকারদের হাতে বাংলাদেশের শাসন ক্ষমতায় যেতে দেওয়া হবে না।’

মোহাম্মদ নাসিম বলেন, ‘বাংলাদেশের মাটিতে নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনও বিকল্প পথ নেই। আন্দোলনের হুমকি দিয়ে আওয়ামী লীগকে ভয় দেখানো যাবে না। আওয়ামী লীগ জনগণের দল, কোনও হুমকি ধমকিতে ভয় পায় না।’ তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে জানিয়ে, সংবিধানের বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই।নির্বাচন হবে বর্তমান সংবিধান অনুযায়ী হবে। শেখ হাসিনার অধীনেই হবে। নির্বাচন নিয়ে বিভিন্ন চক্রান্ত করতে পারবেন। কিন্তু নির্বাচন বন্ধ করতে পারবেন না।’

একই অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে আগস্ট মাসে। এ তিন মাস ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকারের পক্ষ থেকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। সব কিছুর পর যখন স্বাভাবিক পরিস্থিতি এসেছে, তখন খালেদা জিয়া রোহিঙ্গাদের প্রতি দরদ দেখাতে কক্সবাজার গেছেন। এত যদি দরদ থাকতো, তাহলে আগে এলেন না কেন?’ তিনি বলেন, ‘খালেদা জিয়া দেশে না ফিরে লন্ডনে বসে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে বসে ষড়যন্ত্র করেছে। কার সঙ্গে বসে দেশবিরোধী কী ষড়যন্ত্র করেছেন, জাতি তা জানতে চায়।’

কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন মোল্লার সভাপতিত্বে সভায়, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, কৃষক লীগের সাধারণ সম্পাদক শামসুল হক রেজা, সংগঠনিক সম্পাদক সাকাওয়াত হোসেন সুইট প্রমুখ বক্তব্য রাখেন।

/ইএইচএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
বাস-সিএনজির সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ৩ জন নিহত
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’