X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

গাড়িবহরে হামলার ঘটনা ধামাচাপা দিতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ অক্টোবর ২০১৭, ১৪:০৮আপডেট : ৩১ অক্টোবর ২০১৭, ১৫:২৪

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেনীতে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনা ধামাচাপা দিতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘ওই আক্রমণে আমাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে, সাংবাদিকদের গাড়ি ভাঙচুর করা হয়েছে। সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। এই আক্রমণকারীরা কারা, তা পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়ার সুবাদে সবাই জেনে গেছেন।’
মঙ্গলবার (৩১ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউজে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। চার দিনের সফর শেষে দুপুরে খালেদা জিয়া চট্টগ্রাম থেকে সড়ক পথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে মির্জা ফখরুল এই সংবাদ ব্রিফিং করেন।
ব্রিফিংয়ে মির্জা ফখরুল অভিযোগ করেন, ‘ক্ষমতাসীন দল এই হামলার ঘটনা নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার শুরু করেছে। তারা আমাদের চট্টগ্রাম মহানগরীর সভাপতির বিরুদ্ধেও একটা অপপ্রচার চালিয়েছে। অথচ এটা প্রমাণিত হয়েছে, তিনি কখনই এসবের মধ্যে ছিলেন না। আমরা বলতে চাই— এভাবে মিথ্যা কথা বলে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। জনগণ এখন পরিষ্কারভাবে বুঝে নিয়েছে, আওয়ামী লীগ সত্যকে ধামাচাপা দেওয়ার জন্য গণতন্ত্রের প্রচলিত নর্মসগুলোকে ধ্বংস করে দিচ্ছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘আশা করেছিলাম, এই ঘটনায় ওবায়দুল কাদের অন্তত প্রথমেই নিন্দা জানাবেন এবং হামলাকারীদের খুঁজে বের করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তাদের খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করবেন। তবে হামলাকারীদের খোঁজারও দরকার নেই। তাদের পরিচয় সবার জানা হয়ে গেছে।’
ফখরুল আরও বলেন, ‘এটা না করে তারা বিভিন্ন ধরনের কথা বলছেন, বলেই যাচ্ছেন। তাদের এসব বক্তব্যকে আমরা সুস্পষ্টভাবে সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়ার নামান্তর মনে করি। রাজনীতিকে ধ্বংস করবার আরেক প্রক্রিয়া তারা শুরু করেছেন। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এখনও সময় আছে, এই ঘটনায় দুঃখপ্রকাশ করে তাদের উচিত হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসা।’
বিএনপির মহাসচিব বলেন, ‘গতকাল (সোমবার) আমাদের নেত্রী বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে সরকারের যা করা উচিত ছিল, তারা তা করতে পারেনি। সরকার ব্যর্থ হয়েছে। আমরা প্রথম থেকেই বলে আসছি, এদের আশ্রয় দিয়ে তাদের খাওয়া-পড়ার ব্যবস্থা করার পাশাপাশি কূটনৈতিক চাপও তৈরি করতে হবে, যার মাধ্যমে সরকারের হাত শক্তিশালী হয় এবং জাতীয় ঐক্য তৈরি করে এই সমস্যাকে মোকাবিলা করা যায়। সেটা সরকার করেনি, তারা জাতীয় ঐক্যের ডাক নাকচ করে দিয়েছে।’
ফখরুল আরও বলেন, ‘দেশনেত্রী আহ্বান জানিয়েছেন, সব মানুষকে আজ এক হয়ে এই সংকট মোকাবিলা করতে হবে। আন্তর্জাতিক যেসব সংস্থা রয়েছে, কূটনৈতিকভাবে তাদের ওপর আরও চাপ বাড়াতে হবে, যেন তারা মিয়ানমারের সরকারকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য করে।’
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, গিয়াস কাদের চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামীমুর রহমান শামীম, চট্টগ্রাম মহানগর সভাপতি শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবু হাশেম বক্কর, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান, শামসুদ্দিন দিদার প্রমুখ।

/এসটিএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
দিল্লিকে ভয় ধরিয়ে হারলো গুজরাট
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
ডিইউজে নির্বাচনে সভাপতি পদের মীমাংসা মামলার শুনানি ২৫ এপ্রিল
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী