X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

নগর আ. লীগে কমিটি নিয়ে দ্বন্দ্ব, দু’পক্ষে হাতাহাতি

আদিত্য রিমন
০১ নভেম্বর ২০১৭, ১৭:২৬আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৯:০২

আওয়ামী লীগ

ঢাকা মহানগর আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম  মুরাদ ও  ৩৮ নম্বর ওয়ার্ডের কমিশনার আবু আহমেদ মান্নাফির সমর্থকদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।

বুধবার (১ নভেম্বর) দুপুরে ‘৩ নভেম্বর জেলহত্যা দিবস’ -এর কর্মসূচি ঠিক করতে বর্ধিত সভায় আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বর্ধিত সভার শুরুতে এ ঘটনার সূত্রপাত হয়।

কমিশনার আবু আহমেদ মান্নাফি ঢাকা দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকনের অনুসারী বলে জানা গেছে। 

এ প্রসঙ্গে আবু আহমেদ মান্নাফি বলেন,  ‘আমি সাঈদ খোকনের অনুসারী হতে যাবো কেন। আমি তার বাবার সঙ্গে রাজনীতি করেছি। সে আমার ভাতিজা।’

তিনি বলেন,‘শাহে আলম মুরাদ বিএনপি-জামায়াতের লোকজনকে স্থান দিতে দলের ত্যাগী নেতাকর্মীদের কমিটি থেকে বাদ দিচ্ছে।তিনি এখন কমিটি বাণিজ্য শুরু করেছেন। আমাদের দেওয়া তালিকা থেকে নামগুলো বাদ দিয়ে দিচ্ছেন।’  

তবে শাহে আলম মুরাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনা ঘটেছে সত্য। যারা উগ্র আচরণ করছে, তারা হয়তো ভুলে গেছে যে, এটা আওয়ামী লীগ। এখানে আবেগ নয় কাজের মূল্য আগে। যারা উগ্র আচরণ করছে, সে দায়ও তাদেরই বহন করতে হবে।’

সভার পরিবেশ নেতাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখানে উপস্থিত পুলিশের সহায়তায় শাহে আলম মুরাদ সভাস্থল ত্যাগ করে গাড়ি নিয়ে চলে যান।

মহানগর দক্ষিণ আওয়ামী লীগের একটি সূত্রে জানা গেছে, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং মেয়র সাঈদ খোকনের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। দ্বন্দ্বের প্রধান কারণ ঢাকা মহানগর আওয়ামী লীগের ওয়ার্ড,থানা কমিটি নিয়ে। শাহে আলম মুরাদ কমিটিতে তার নিজের অনুসারীদের স্থান দিতে চান। অন্যদিকে মেয়র সাঈদ খোকন তার অনুসারীদের স্থান দিতে চান। এ নিয়ে দুই জনের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছে। সর্বশেষ এর বহিঃপ্রকাশ ঘটে মগবাজার-মৌচাক ফ্লাইওভার উদ্বোধনের দিন। এদিনও শাহে আলম মুরাদের অনুসারী এবং মেয়র সাঈদ খোকনের অনুসারীদের মধ্যে হাতাহাতি হয়। 

সভার শুরুতে কমিশনার আবু আহমেদ মান্নাফি ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে উদ্দেশ করে বলেন, ‘গত ২৬ অক্টোবর মগবাজার-মৌচাক ফ্লাইওভার উদ্বোধন অনুষ্ঠানে আমার গায়ের কাপড় ছিঁড়ে ফেলে। আমাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়। যারা মুক্তিযুদ্ধের অনুসারী তাদের অনেককেই সেখানে দাঁড়াতে পর্যন্ত দেওয়া হয়নি। ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে।’

সভায় উপস্থিত শাহে আলম মুরাদের অনুসারীরা তখন মান্নাফিকে উদ্দেশ করে ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে শ্লোগান তোলে। এসময় অনুষ্ঠানের বিশেষ অতিথি আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ মাইক্রোফোনের সামনে এসে বলেন, ‘একটা বড় দলে মতবিরোধ থাকা স্বাভাবিক। অনেকের অভিযোগ থাকতে পারে। তবে, একটি উন্মুক্ত অনুষ্ঠানে দলের নেতাকর্মীর বিরুদ্ধে কথা বলা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এটা ঠিক না।’

এসময় সাঈদ খোকনের অনুসারীদের একটি মিছিল অনুষ্ঠান স্থলে পৌঁছলে শাহে আলম মুরাদ মিছিল নিয়ে আগতদের  বলেন, ‘ভেতরে জায়গার অভাব আছে। দয়া করে আপনারা বাইরে বসুন।’ এরপর সাঈদ খোকনের অনুসারীরা দরজা ঠেলে ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুনরায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ শাহে আলম মুরাদকে সভা থেকে বের করে গাড়ি তুলে দেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেন, শাহে আলম মুরাদ ও মেয়র সাঈদ খোকনের দ্বন্দ্ব অনেক পুরনো। বলা যায়, শাহে আলম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পাবার পর থেকেই। দক্ষিণ আওয়ামী লীগের যে কোনও কর্মসূচির পাল্টা কর্মসূচি দেওয়া হয় সিটি করপোরেশনের পক্ষ থেকে। যখনই দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে কোনও অনুষ্ঠানের আয়োজন করা হয়, তখনই সাঈদ খোকনের অনুসারীরা বিশৃঙ্খলা তৈরি চেষ্টা করেন।

এসব অভিযোগ অস্বীকার করে মেয়র সাঈদ খোকন বাংলা ট্রিবিউনকে  বলেন, ‘আমি এসবের কিছুই জানি না। এই ব্যাপারে আমি কিছু বলতেও চাই না।’ 

ঢাকা বিভাগের দায়িত্বে নিয়োজিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যারা ক্ষমতার জন্য রাজনীতি করেন, রাজনীতি থেকে লাভবান হতে চান, তারেই এধরনের ঘটনা ঘটাতে পারেন। যারা আদর্শিক রাজনীতির সঙ্গে পরিচিত নন, তারাই এমনটি করতে পারেন। কিন্তু আওয়ামী লীগে এমনটি প্রত্যাশিত নয়। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের যে সাফল্য, সবাই জনগণের সামনে তা তুলে ধরবেন, দলের জন্য কাজ করবেন, এমটাই আশা করি।’

আরও পড়ুন:

১০ বছরেও পৃথক হয়নি বিচার বিভাগীয় সচিবালয়

 

/এএইচআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
হিট অ্যালার্ট উপেক্ষা করে কাজে নামতে হয় যাদের
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজের পাঠদানও বন্ধ
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
বিয়েবাড়ির খাসির মাংস খেয়ে ১৬ জন হাসপাতালে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি